ETV Bharat / politics

প্রচারে বেরিয়ে বিজেপি কর্মীদের বিক্ষোভের মুখে আসানসোলের পদ্ম-প্রার্থী আলুওয়ালিয়া - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: দীর্ঘ অপেক্ষা শেষে গত মঙ্গলবার আসানসোলের প্রার্থী হিসেবে সুরিন্দর সিং আলুওয়ালিয়ার নাম ঘোষণা করেছে বিজেপি ৷ শনিবার তিনি প্রথমবার প্রচারে নামেন ৷ প্রথমদিনই ঘটল বিপত্তি ৷ তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা ৷

Lok Sabha Election 2024
Lok Sabha Election 2024
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 13, 2024, 3:05 PM IST

Updated : Apr 13, 2024, 4:29 PM IST

প্রচারে বেরিয়ে বিজেপি কর্মীদের বিক্ষোভের মুখে আসানসোলের পদ্ম-প্রার্থী আলুওয়ালিয়া

আসানসোল, 13 এপ্রিল: প্রথম দিন প্রচারে নেমেই আসানসোলের বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া দলীয় কর্মীদের একাংশের কাছে বিক্ষোভের মুখে পড়লেন । শনিবার আসানসোলের কুলটির কেন্দুয়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে । এই ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয় ৷ সাংবাদিকরা খবর কর‍তে গেলেও বাধার মুখে পড়েন ।

শনিবার কুলটির এলসি মোড় থেকে কেন্দুয়া বাজার হয়ে হুডখোলা জিপে রোড শো করেন বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া । আর এই রোড শো চলাকালীন বিজেপি কর্মীদের একাংশের বিক্ষোভের মুখে পড়লেন প্রার্থী । কুলটির কেন্দুয়া বাজারের বিজেপির সংখ্য়ালঘু সেলের নেতা জিশান কুরেশি-সহ অন্যান্য কর্মীরা এসএস আলুওয়ালিয়াকে ঘিরে বিক্ষোভ দেখান । হাতে বিজেপির পতাকা ছিল ৷ সরাসরি প্রচার গাড়ির সামনে গলা ফাটিয়ে চিৎকার করে জিশান কুরেশি-সহ তাঁর অনুগামীরা বিক্ষোভে সামিল হন ।

Lok Sabha Election 2024
বিজেপি কর্মীদের বিক্ষোভের মুখে আসানসোলের পদ্ম-প্রার্থী আলুওয়ালিয়া

যদিও প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়ার সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনী ও বিজেপি কর্মীরা ওই বিক্ষোভকারী যুবকদের ধাক্কা দিয়ে হটিয়ে দেন । শুধু তাই নয়, সাংবাদিকরা জিশান কুরেশির সঙ্গে কথা বলতে গেলে, বিজেপি কর্মীরা ঝান্ডা উঁচিয়ে তাড়া করে আসেন । সাংবাদিকরা সম্মিলিতভাবে তাঁদের প্রতিহত করেন ।

জিশান কুরেশি নামে ওই বিক্ষোভকারী বলেন, "আমাদের বাদ দিয়ে এই প্রচার অভিযান চলছে । আমি সংখ্যালঘু সেলের নেতা, পৌরনিগমের প্রার্থীও ছিলাম । কিন্তু তাও আমাদের ডাকা হয়নি ।’’ কেন ডাকা হয়নি, এমন প্রশ্ন করা হলে জিশান কুরেশি অভিযোগ করেন, "কুলটির বিজেপি বিধায়ক গরুপাচারের সঙ্গে যুক্ত । আর তিনিই এই প্রচারের দায়িত্বে । আমরা যেহেতু তার প্রতিবাদ করি, তাই আমাদের বাদ দিয়েছে ।"

প্রার্থী এসএস আলুওয়ালিয়াকে এই বিক্ষোভ প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "বিজেপি কর্মী হাতে ঝান্ডা আছে, তিনি এরকম আচরণ করতে পারেন না । তাঁকে জানতে হবে আমাকে নরেন্দ্র মোদি, অমিত শাহ এখানে প্রার্থী করে পাঠিয়েছেন । একজন দু’জন কর্মীর বিক্ষোভে কোনও প্রভাব পড়বে না । আমরা কথা বলে ঠিক করে নেব ।"

বিজেপির কুলটির নেতৃত্ব অবশ্য জিশান কুরেশিকে বিজেপি কর্মী বলতে নারাজ । যদিও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জিশান কুরেশি নামে যুবক এই এলাকায় বিজেপির প্রার্থী হয়েছিলেন । 90 ভোটে হেরে গিয়েছিলেন ৷ তবুও তাঁকে বিজেপি কর্মী মানতে নারাজ আলুওয়ালিয়ার প্রচার অভিযানে থাকা বিজেপি নেতৃত্ব ।

আরও পড়ুন:

  1. লড়াইটা বিচারধারার, মানুষের সঙ্গে নয়; আসানসোলের প্রার্থী হয়ে বার্তা আলুওয়ালিয়ার
  2. দিল্লিতে নরেন্দ্র, আসানসোলে সুরিন্দ্র; দেওয়াল লিখন-মিষ্টিমুখ-স্লোগানে মুখরিত আসানসোল
  3. আসানসোলের বিজেপি প্রার্থী আলুওয়ালিয়া, লড়াই শত্রুঘ্নর সঙ্গে

প্রচারে বেরিয়ে বিজেপি কর্মীদের বিক্ষোভের মুখে আসানসোলের পদ্ম-প্রার্থী আলুওয়ালিয়া

আসানসোল, 13 এপ্রিল: প্রথম দিন প্রচারে নেমেই আসানসোলের বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া দলীয় কর্মীদের একাংশের কাছে বিক্ষোভের মুখে পড়লেন । শনিবার আসানসোলের কুলটির কেন্দুয়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে । এই ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয় ৷ সাংবাদিকরা খবর কর‍তে গেলেও বাধার মুখে পড়েন ।

শনিবার কুলটির এলসি মোড় থেকে কেন্দুয়া বাজার হয়ে হুডখোলা জিপে রোড শো করেন বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া । আর এই রোড শো চলাকালীন বিজেপি কর্মীদের একাংশের বিক্ষোভের মুখে পড়লেন প্রার্থী । কুলটির কেন্দুয়া বাজারের বিজেপির সংখ্য়ালঘু সেলের নেতা জিশান কুরেশি-সহ অন্যান্য কর্মীরা এসএস আলুওয়ালিয়াকে ঘিরে বিক্ষোভ দেখান । হাতে বিজেপির পতাকা ছিল ৷ সরাসরি প্রচার গাড়ির সামনে গলা ফাটিয়ে চিৎকার করে জিশান কুরেশি-সহ তাঁর অনুগামীরা বিক্ষোভে সামিল হন ।

Lok Sabha Election 2024
বিজেপি কর্মীদের বিক্ষোভের মুখে আসানসোলের পদ্ম-প্রার্থী আলুওয়ালিয়া

যদিও প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়ার সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনী ও বিজেপি কর্মীরা ওই বিক্ষোভকারী যুবকদের ধাক্কা দিয়ে হটিয়ে দেন । শুধু তাই নয়, সাংবাদিকরা জিশান কুরেশির সঙ্গে কথা বলতে গেলে, বিজেপি কর্মীরা ঝান্ডা উঁচিয়ে তাড়া করে আসেন । সাংবাদিকরা সম্মিলিতভাবে তাঁদের প্রতিহত করেন ।

জিশান কুরেশি নামে ওই বিক্ষোভকারী বলেন, "আমাদের বাদ দিয়ে এই প্রচার অভিযান চলছে । আমি সংখ্যালঘু সেলের নেতা, পৌরনিগমের প্রার্থীও ছিলাম । কিন্তু তাও আমাদের ডাকা হয়নি ।’’ কেন ডাকা হয়নি, এমন প্রশ্ন করা হলে জিশান কুরেশি অভিযোগ করেন, "কুলটির বিজেপি বিধায়ক গরুপাচারের সঙ্গে যুক্ত । আর তিনিই এই প্রচারের দায়িত্বে । আমরা যেহেতু তার প্রতিবাদ করি, তাই আমাদের বাদ দিয়েছে ।"

প্রার্থী এসএস আলুওয়ালিয়াকে এই বিক্ষোভ প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "বিজেপি কর্মী হাতে ঝান্ডা আছে, তিনি এরকম আচরণ করতে পারেন না । তাঁকে জানতে হবে আমাকে নরেন্দ্র মোদি, অমিত শাহ এখানে প্রার্থী করে পাঠিয়েছেন । একজন দু’জন কর্মীর বিক্ষোভে কোনও প্রভাব পড়বে না । আমরা কথা বলে ঠিক করে নেব ।"

বিজেপির কুলটির নেতৃত্ব অবশ্য জিশান কুরেশিকে বিজেপি কর্মী বলতে নারাজ । যদিও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জিশান কুরেশি নামে যুবক এই এলাকায় বিজেপির প্রার্থী হয়েছিলেন । 90 ভোটে হেরে গিয়েছিলেন ৷ তবুও তাঁকে বিজেপি কর্মী মানতে নারাজ আলুওয়ালিয়ার প্রচার অভিযানে থাকা বিজেপি নেতৃত্ব ।

আরও পড়ুন:

  1. লড়াইটা বিচারধারার, মানুষের সঙ্গে নয়; আসানসোলের প্রার্থী হয়ে বার্তা আলুওয়ালিয়ার
  2. দিল্লিতে নরেন্দ্র, আসানসোলে সুরিন্দ্র; দেওয়াল লিখন-মিষ্টিমুখ-স্লোগানে মুখরিত আসানসোল
  3. আসানসোলের বিজেপি প্রার্থী আলুওয়ালিয়া, লড়াই শত্রুঘ্নর সঙ্গে
Last Updated : Apr 13, 2024, 4:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.