কলকাতা, 18 এপ্রিল: একদা যে তাজা নেতার প্রশংসা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখে করতেন, সেই আরাবুল ইসলামকে লোকসভা নির্বাচনের আগে ভাঙড়ে দলের আহ্বায়ক পথ থেকে সরিয়ে দেওয়া হল ৷ বর্তমানে আরাবুলের ঠিকানা সংশোধনাগার ৷ একটি খুন ও তোলাবাজির মামলায় কারাগারে বন্দি একদা ভাঙড়ের বেতাজ বাদশা ৷ আর তারই মধ্যে এবার তৃণমূল কংগ্রেসের আহ্বায়ক পদ থেকে সরিয়ে দেওয়া হল তাঁকে ৷ যার পরে তৃণমূলে আরাবুলের পরিচয় একজন সাধারণ সদস্য ৷
কিন্তু, কেন এই সিদ্ধান্ত নিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ? সাম্প্রতিক অতীতে দেখা গিয়েছিল ভাঙড়ে ক্রমশই মাটি হারাচ্ছিলেন আরাবুল ইসলাম ৷ আইএসএফের উত্থানের ফলে একটা সময় যে ভাঙড়ে এই বাহুবলী নেতার দাপট ছিল, তা অনেকটাই কমিয়ে দিয়েছিল ৷ শেষ পঞ্চায়েত নির্বাচনের সময় তাঁকে আহ্বায়ক করেছিল তৃণমূল ৷ কিন্তু, এবার সেই পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে আরাবুলকে ৷ ফলে সদস্য পদ ব্যতীত তৃণমূলের অন্য কোনও পদে এই মুহূর্তে নেই তিনি ৷ আর এর থেকেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, তাহলে যাদবপুর লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের হয়ে ভোটের কাজের দায়িত্ব কার উপর বর্তাবে ?
কী এমন ঘটল, যার কারণে আরাবুল ইসলামের মতো গুরুত্বপূর্ণ নেতাকে ভরা ভোটের মরশুমে সমস্ত দায়িত্ব থেকে সরিয়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেস ! বিষয়টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ৷ যদিও, এ নিয়ে দলের ছোট-বড় কোনও নেতাই মুখে রা কাড়ছেন না ৷ তবে সূত্রের খবর, এর পিছনে আরাবুলের স্ত্রী জাহানারা বিবির পুলিশের বিরুদ্ধে আদালতে মামলা করার বিষয়টি অনুঘটকের কাজ করেছে ৷
গত ফেব্রুয়ারি মাসে আরাবুল ইসলামকে কলকাতা পুলিশ গ্রেফতার করে ৷ তার পরপরই পুলিশের বিরুদ্ধেই আদালতে গিয়েছিলেন আরাবুলের স্ত্রী জাহানারা বিবি ৷ সেই ঘটনায় যথেষ্টই অস্বস্তির মুখে পড়তে হয় পুলিশ-প্রশাসনকে ৷ ঘটনাটি মোটেই ভালো চোখে নেয়নি তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ৷ এরপর থেকে ক্রমেই আরাবুল ও তার শিবিরের থেকে দূরত্ব বাড়তে থাকে তৃণমূল নেতৃত্বের ৷ অবশেষে ষোলকলা পূর্ণ হল বুধবার ৷ ওইদিন দলের আহ্বায়ক পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে ৷
মূলত পার্থ চট্টোপাধ্যায় যখন দলের মহাসচিব ছিলেন, তাঁর অন্যতম প্রিয় পাত্র ছিলেন আরাবুল । তাঁকে ‘তাজা নেতা’ তকমাও দিয়েছিলেন তিনি। কিন্তু পার্থ চট্টোপাধ্যায় এই মুহূর্তে জেলবন্দি। তার অবর্তমানে আরাবুলের পরিণতি সকলের জানা। এই অবস্থায় লোকসভা নির্বাচনে দলের এই জানতে কোন প্রভাব পড়ে কিনা সেটাই এখন দেখার ৷
আরও পড়ুন: