ETV Bharat / politics

ভোটব্যাংক বাঁচাতে রামকে বহিষ্কার মমতা-অভিষেকের, অভিযোগ অমিত শাহের - Amit Shah

Amit Shah: সোমবার পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে সভা করেন ভারতীয় জনতা পার্টির অমিত শাহ ৷ সেই সভার মঞ্চ থেকে একাধিক ইস্যুতে তিনি আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৷ তাঁর মুখে বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের প্রশংসাও শোনা যায় ৷

Amit Shah
অমিত শাহ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 6, 2024, 2:54 PM IST

Updated : May 6, 2024, 3:14 PM IST

দুর্গাপুর, 6 মে: ভোটব্যাংকের রাজনীতি করার জন্য রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েও যাননি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্য়ায়, সোমবার এমনই অভিযোগ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ৷ তাঁর দাবি, ভোটব্যাংকের জন্য রামলালাকে বহিষ্কার করেছেন মমতা ও অভিষেক ৷

এ দিন অমিত শাহ নির্বাচনী জনসভা করেন দুর্গাপুরে ৷ সেই সভার মঞ্চ থেকে রামমন্দির ইস্যুতে তোপ দাগেন তৃণমূল কংগ্রেসের দুই শীর্ষ নেতার বিরুদ্ধে ৷ অমিত শাহের অভিযোগ, রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে আমন্ত্রণ জানানো হয়েছিল ৷ কিন্তু তাঁরা যাননি৷ কেন যাননি ? কারণ, তাঁরা নিজেদের ভোটব্যাংককে ভয় পান ৷

তৃণমূল কংগ্রেসের ভোটব্যাংক বলতে তিনি কাদের বোঝাতে চাইছেন, দুর্গাপুরের সভামঞ্চ থেকে সেই ব্যাখ্যাও দেন অমিত শাহ ৷ তাঁর দাবি, অনুপ্রবেশকারীরাই তৃণমূল কংগ্রেসের ভোটব্যাংক ৷ এই ভোটব্যাংককে ভয় পান মমতা ও অভিষেক ৷ সেই কারণেই তাঁরা ভোটব্যাংক বাঁচাতে রামলালাকে বহিষ্কার করেছিলেন ৷ তাই মঞ্চ থেকে জনতার উদ্দেশ্যে অমিত শাহের প্রশ্ন, যাঁরা ভোটের ব্যাংকের জন্য রামের বহিষ্কার করেন, তাদের কি ভোট দেওয়া উচিত ?

অমিত শাহ এ দিন যেখানে সভা করেন, সেই এলাকা ছিল বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের অধীনে ৷ ওই আসনে এবার বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ ৷ এ দিন ভাষণের শুরুতে দিলীপ ঘোষের প্রশংসা শোনা যায় অমিত শাহের গলায় ৷ তিনি জানান, বাংলায় যখন বিজেপির শক্তিবৃদ্ধি হয়, তখন সভাপতি ছিলেন দিলীপ ঘোষ ৷ তিনি বলেন, ‘‘আমাদের দলের বড় নেতা দিলীপ ঘোষ ৷’’

উল্লেখ্য, দিলীপ ঘোষ যখন পশ্চিমবঙ্গে বিজেপির সভাপতি হন, তখন বিজেপির বিধানসভায় কোনও প্রতিনিধি নেই ৷ বাংলা থেকে সাংসদও মাত্র দু’জন ৷ সেখান থেকে 2016 সালের বিধানসভা নির্বাচনে বিজেপির তিন বিধায়ক হন সেই সংখ্যা 2021 সালে গিয়ে পৌঁছায় 77 জনে৷ বিধানসভায় বিজেপি এখন প্রধান বিরোধী দল ৷ অন্যদিকে 2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপি বাংলা থেকে 18টি আসনে জেতে ৷

রাজনৈতিক বিশেষজ্ঞরা, বিজেপির এই শক্তিবৃদ্ধির কৃতিত্ব বরাবর দিলীপ ঘোষকেই দেন ৷ বিজেপির শীর্ষ নেতৃত্বও যে মনে করে বাংলায় বিজেপির উত্থানে দিলীপ ঘোষের বড় ভূমিকা রয়েছে, তা সোমবার দুর্গাপুরের সভায় অমিত শাহের বক্তব্য়ের পর কার্যত স্পষ্ট হয়ে গেল ৷

অমিত শাহ এ দিন দিলীপ ঘোষকে জেতানোর ডাক দিয়েছেন ৷ তিনি জানিয়েছেন, দিলীপ ঘোষকে দেওয়া প্রতিটি ভোট আসলে নরেন্দ্র মোদিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করবে ৷ তৃতীয়বার নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হলে দেশ বিশ্বে তৃতীয় অর্থনীতি হবে, দেশ থেকে আতঙ্কবাদ একেবারে মুছে যাবে ৷

এ কাশ্মীর প্রসঙ্গও আসে শাহের ভাষণে ৷ এই নিয়ে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের সমালোচনা করেন তিনি ৷ পাশাপাশি জানান, রাহুল গান্ধি বলেছিলেন যে কাশ্মীর থেকে ধারা 370 সরানো হলে রক্তগঙ্গা বইবে ৷ পাঁচ বছর হয়ে গিয়েছে, কাশ্মীরে এমন কিছুই হয়নি ৷

মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে অমিত শাহ বলেন, ‘‘আপনাদের কাছে যে চাল আসে, তা দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়) পাঠাননি ৷ নরেন্দ্র মোদি পাঠিয়েছেন ৷ শৌচালয়, ঘর, গ্যাসের সিলিন্ডার, পানীয় জল সব মোদির জন্যই হয়েছে ৷’’ তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তিনি প্রশ্ন তোলেন, ‘‘গরিবের টাকা যারা টাকা লুঠেছে, তাদের কি জেলে যাওয়া উচিত নয় ?’’ তিনি জানান, নরেন্দ্র মোদি 23 বছর ধরে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী ৷ মোদির বিরুদ্ধে কোনও দুর্নীতির অভিযোগ নেই ৷

সন্দেশখালির প্রসঙ্গও উঠে এসেছে তাঁর ভাষণে ৷ অমিত শাহের দাবি, সন্দেশখালিতে ধর্মের ভিত্তিতে বহু মহিলার উপর অত্যাচার করা হয়েছে ৷ এই নিয়ে কোনও পদক্ষেপ করেনি মমতার সরকার ৷ হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে ৷ সন্দেশখালির ঘটনা নিয়ে লজ্জিত হওয়া উচিত ছিল মহিলা মুখ্যমন্ত্রী মমতার ৷

যদিও গত শনিবার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, ওই ভিডিয়োতে সন্দেশখালির নারী নির্যাতনের অভিযোগ সাজানো বলে দাবি করা হয়েছে ৷ যাঁকে এই কথা ওই ভিডিয়োতে বলতে শোনা গিয়েছে, তিনি আসলে বিজেপির স্থানীয় নেতা ৷ এই নিয়ে হইচই পড়েছে রাজ্য রাজনীতিতে ৷ তবে বিজেপির দাবি, এই ভিডিয়োটি ফেক ৷ এই নিয়ে সিবিআইয়ের কাছে অভিযোগও জানানো হয়েছে বলে খবর ৷ তবে এই বিষয়ে এ দিন অমিত শাহ কিছু বলেননি ৷

আরও পড়ুন:

  1. প্রচুর ভোটে জিতবেন রাজমাতা, কৃষ্ণনগরে রোড শোয়ে দাবি শাহের
  2. বিজেপি না-ছাড়ার শোধ নিচ্ছে তৃণমূল, সন্দেশখালি 'স্টিং অপারেশন' নিয়ে অভিযোগ গঙ্গাধরের স্ত্রীর
  3. চারশোর লক্ষ্যে ইতিমধ্যেই 100 পার করেছেন মোদি, দাবি অমিতের

দুর্গাপুর, 6 মে: ভোটব্যাংকের রাজনীতি করার জন্য রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েও যাননি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্য়ায়, সোমবার এমনই অভিযোগ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ৷ তাঁর দাবি, ভোটব্যাংকের জন্য রামলালাকে বহিষ্কার করেছেন মমতা ও অভিষেক ৷

এ দিন অমিত শাহ নির্বাচনী জনসভা করেন দুর্গাপুরে ৷ সেই সভার মঞ্চ থেকে রামমন্দির ইস্যুতে তোপ দাগেন তৃণমূল কংগ্রেসের দুই শীর্ষ নেতার বিরুদ্ধে ৷ অমিত শাহের অভিযোগ, রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে আমন্ত্রণ জানানো হয়েছিল ৷ কিন্তু তাঁরা যাননি৷ কেন যাননি ? কারণ, তাঁরা নিজেদের ভোটব্যাংককে ভয় পান ৷

তৃণমূল কংগ্রেসের ভোটব্যাংক বলতে তিনি কাদের বোঝাতে চাইছেন, দুর্গাপুরের সভামঞ্চ থেকে সেই ব্যাখ্যাও দেন অমিত শাহ ৷ তাঁর দাবি, অনুপ্রবেশকারীরাই তৃণমূল কংগ্রেসের ভোটব্যাংক ৷ এই ভোটব্যাংককে ভয় পান মমতা ও অভিষেক ৷ সেই কারণেই তাঁরা ভোটব্যাংক বাঁচাতে রামলালাকে বহিষ্কার করেছিলেন ৷ তাই মঞ্চ থেকে জনতার উদ্দেশ্যে অমিত শাহের প্রশ্ন, যাঁরা ভোটের ব্যাংকের জন্য রামের বহিষ্কার করেন, তাদের কি ভোট দেওয়া উচিত ?

অমিত শাহ এ দিন যেখানে সভা করেন, সেই এলাকা ছিল বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের অধীনে ৷ ওই আসনে এবার বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ ৷ এ দিন ভাষণের শুরুতে দিলীপ ঘোষের প্রশংসা শোনা যায় অমিত শাহের গলায় ৷ তিনি জানান, বাংলায় যখন বিজেপির শক্তিবৃদ্ধি হয়, তখন সভাপতি ছিলেন দিলীপ ঘোষ ৷ তিনি বলেন, ‘‘আমাদের দলের বড় নেতা দিলীপ ঘোষ ৷’’

উল্লেখ্য, দিলীপ ঘোষ যখন পশ্চিমবঙ্গে বিজেপির সভাপতি হন, তখন বিজেপির বিধানসভায় কোনও প্রতিনিধি নেই ৷ বাংলা থেকে সাংসদও মাত্র দু’জন ৷ সেখান থেকে 2016 সালের বিধানসভা নির্বাচনে বিজেপির তিন বিধায়ক হন সেই সংখ্যা 2021 সালে গিয়ে পৌঁছায় 77 জনে৷ বিধানসভায় বিজেপি এখন প্রধান বিরোধী দল ৷ অন্যদিকে 2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপি বাংলা থেকে 18টি আসনে জেতে ৷

রাজনৈতিক বিশেষজ্ঞরা, বিজেপির এই শক্তিবৃদ্ধির কৃতিত্ব বরাবর দিলীপ ঘোষকেই দেন ৷ বিজেপির শীর্ষ নেতৃত্বও যে মনে করে বাংলায় বিজেপির উত্থানে দিলীপ ঘোষের বড় ভূমিকা রয়েছে, তা সোমবার দুর্গাপুরের সভায় অমিত শাহের বক্তব্য়ের পর কার্যত স্পষ্ট হয়ে গেল ৷

অমিত শাহ এ দিন দিলীপ ঘোষকে জেতানোর ডাক দিয়েছেন ৷ তিনি জানিয়েছেন, দিলীপ ঘোষকে দেওয়া প্রতিটি ভোট আসলে নরেন্দ্র মোদিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করবে ৷ তৃতীয়বার নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হলে দেশ বিশ্বে তৃতীয় অর্থনীতি হবে, দেশ থেকে আতঙ্কবাদ একেবারে মুছে যাবে ৷

এ কাশ্মীর প্রসঙ্গও আসে শাহের ভাষণে ৷ এই নিয়ে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের সমালোচনা করেন তিনি ৷ পাশাপাশি জানান, রাহুল গান্ধি বলেছিলেন যে কাশ্মীর থেকে ধারা 370 সরানো হলে রক্তগঙ্গা বইবে ৷ পাঁচ বছর হয়ে গিয়েছে, কাশ্মীরে এমন কিছুই হয়নি ৷

মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে অমিত শাহ বলেন, ‘‘আপনাদের কাছে যে চাল আসে, তা দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়) পাঠাননি ৷ নরেন্দ্র মোদি পাঠিয়েছেন ৷ শৌচালয়, ঘর, গ্যাসের সিলিন্ডার, পানীয় জল সব মোদির জন্যই হয়েছে ৷’’ তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তিনি প্রশ্ন তোলেন, ‘‘গরিবের টাকা যারা টাকা লুঠেছে, তাদের কি জেলে যাওয়া উচিত নয় ?’’ তিনি জানান, নরেন্দ্র মোদি 23 বছর ধরে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী ৷ মোদির বিরুদ্ধে কোনও দুর্নীতির অভিযোগ নেই ৷

সন্দেশখালির প্রসঙ্গও উঠে এসেছে তাঁর ভাষণে ৷ অমিত শাহের দাবি, সন্দেশখালিতে ধর্মের ভিত্তিতে বহু মহিলার উপর অত্যাচার করা হয়েছে ৷ এই নিয়ে কোনও পদক্ষেপ করেনি মমতার সরকার ৷ হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে ৷ সন্দেশখালির ঘটনা নিয়ে লজ্জিত হওয়া উচিত ছিল মহিলা মুখ্যমন্ত্রী মমতার ৷

যদিও গত শনিবার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, ওই ভিডিয়োতে সন্দেশখালির নারী নির্যাতনের অভিযোগ সাজানো বলে দাবি করা হয়েছে ৷ যাঁকে এই কথা ওই ভিডিয়োতে বলতে শোনা গিয়েছে, তিনি আসলে বিজেপির স্থানীয় নেতা ৷ এই নিয়ে হইচই পড়েছে রাজ্য রাজনীতিতে ৷ তবে বিজেপির দাবি, এই ভিডিয়োটি ফেক ৷ এই নিয়ে সিবিআইয়ের কাছে অভিযোগও জানানো হয়েছে বলে খবর ৷ তবে এই বিষয়ে এ দিন অমিত শাহ কিছু বলেননি ৷

আরও পড়ুন:

  1. প্রচুর ভোটে জিতবেন রাজমাতা, কৃষ্ণনগরে রোড শোয়ে দাবি শাহের
  2. বিজেপি না-ছাড়ার শোধ নিচ্ছে তৃণমূল, সন্দেশখালি 'স্টিং অপারেশন' নিয়ে অভিযোগ গঙ্গাধরের স্ত্রীর
  3. চারশোর লক্ষ্যে ইতিমধ্যেই 100 পার করেছেন মোদি, দাবি অমিতের
Last Updated : May 6, 2024, 3:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.