ETV Bharat / politics

লালবাজারের সেন্ট্রাল লকআপে বিনিদ্র রজনী, আজ আদালতে পেশ আরাবুলকে - Lalbazar

Arabul Islam: তিনি দাপুটে তৃণমূল নেতা ৷ দক্ষিণ 24 পরগনার ভাঙড়-সহ আশেপাশের এলাকায় বাঘে-গরুতে একঘাটে জল খায় তাঁর নামে ৷ সেই আরাবুল ইসলামকে বৃহস্পতিবার একটি খুন ও তোলাবাজির মামলায় গ্রেফতার করেছে কলকাতা পুলিশ ৷ তবে, লালবাজারের সেন্ট্রাল লকআপে রাতে ঘুমই এল না আরাবুলের ৷ আজ তাঁকে আদালতে তোলা হবে ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 9, 2024, 10:17 AM IST

কলকাতা, 9 ফেব্রুয়ারি: বৃহস্পতিবার সারারাত লালবাজারে সেন্ট্রাল লকআপে রাত কাটাতে হয়েছে ভাঙড়ের বেতাজ বাদশা আরাবুল ইসলামকে ৷ লালবাজার সূত্রে খবর, তাঁর নিরাপত্তার জন্য সেন্ট্রাল লকআপের সামনে বাড়ানো হয়েছিল নজরদারি ৷ কিন্তু, যাঁর নামে অসংখ্য মানুষের রাতের ঘুম উড়ে যায়, সেই আরাবুল ইসলাম কাটালেন বিনিদ্র রজনী ৷ লালবাজারের সেন্ট্রাল লকআপে সারারাত প্রায় জেগেই কাটালেন এই তৃণমূল নেতা ৷ অবশ্য ভোরের দিকে কিছুক্ষণের জন্য হলেও ঘুমিয়ে ছিলেন ৷

কলকাতা পুলিশ সূত্রের খবর, তাঁকে একটি খুনের মামলা এবং এলাকায় তোলাবাজির ঘটনায় গ্রেফতার করে সদ্য কলকাতা পুলিশের আওতায় আসা উত্তর কাশিপুর থানার পুলিশ ৷ আজ আরাবুল ইসলামকে বারুইপুরের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করাবে পুলিশ ৷ তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবেন তদন্তকারীরা ৷ এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, "গত 2023 সালের 15 জুন একটি খুনের মামলা রুজু হয় এই আরাবুল ইসলামের বিরুদ্ধে ৷" সেই মামলার মূল অভিযুক্ত হিসেবেই আরাবুলের গ্রেফতারি বলে খবর ৷

লালবাজার সূত্রে খবর, গত পঞ্চায়েত ভোটের আগে যখন উত্তর কাশিপুর এলাকা বারুইপুর জেলা পুলিশের অধীনে ছিল, সেই সময় মইনুদ্দিন মোল্লা নামে আইএসএফের এক নেতা খুন হন ৷ সেই খুনের ঘটনায় নাম জড়ায় আরাবুল এবং তাঁর ছেলের বিরুদ্ধে ৷ পুলিশ জানিয়েছে, ধৃত তৃণমূল নেতার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 302, 147, 148, 149, 188, 332, 427, 435-সহ একাধিক ধারায় মামলা দায়ের করেছে লালবাজার ৷

গতকাল রাতে তাঁকে ভাঙড় এলাকা থেকেই গ্রেফতার করে উত্তর কাশিপুর থানার পুলিশ ৷ অন্যদিকে, আরাবুল ইসলামের গ্রেফতারির পর ভাঙড়ে যাতে নতুন করে কোনও অশান্তি তৈরি না হয়, তার জন্য এলাকায় মোতায়ন রয়েছে র‍্যাফ ও বিশাল পরিমাণে পুলিশ বাহিনী ৷

আরও পড়ুন:

  1. তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূলের দাপুটে নেতা আরাবুল ইসলাম
  2. ভাঙড়ে সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস, প্রয়োজনে ভাঙতে তৈরি আরাবুল
  3. ভাঙড়ে শওকত মোল্লা-আরাবুল ইসলামকে ঢুকতে বাধা পুলিশের

কলকাতা, 9 ফেব্রুয়ারি: বৃহস্পতিবার সারারাত লালবাজারে সেন্ট্রাল লকআপে রাত কাটাতে হয়েছে ভাঙড়ের বেতাজ বাদশা আরাবুল ইসলামকে ৷ লালবাজার সূত্রে খবর, তাঁর নিরাপত্তার জন্য সেন্ট্রাল লকআপের সামনে বাড়ানো হয়েছিল নজরদারি ৷ কিন্তু, যাঁর নামে অসংখ্য মানুষের রাতের ঘুম উড়ে যায়, সেই আরাবুল ইসলাম কাটালেন বিনিদ্র রজনী ৷ লালবাজারের সেন্ট্রাল লকআপে সারারাত প্রায় জেগেই কাটালেন এই তৃণমূল নেতা ৷ অবশ্য ভোরের দিকে কিছুক্ষণের জন্য হলেও ঘুমিয়ে ছিলেন ৷

কলকাতা পুলিশ সূত্রের খবর, তাঁকে একটি খুনের মামলা এবং এলাকায় তোলাবাজির ঘটনায় গ্রেফতার করে সদ্য কলকাতা পুলিশের আওতায় আসা উত্তর কাশিপুর থানার পুলিশ ৷ আজ আরাবুল ইসলামকে বারুইপুরের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করাবে পুলিশ ৷ তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবেন তদন্তকারীরা ৷ এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, "গত 2023 সালের 15 জুন একটি খুনের মামলা রুজু হয় এই আরাবুল ইসলামের বিরুদ্ধে ৷" সেই মামলার মূল অভিযুক্ত হিসেবেই আরাবুলের গ্রেফতারি বলে খবর ৷

লালবাজার সূত্রে খবর, গত পঞ্চায়েত ভোটের আগে যখন উত্তর কাশিপুর এলাকা বারুইপুর জেলা পুলিশের অধীনে ছিল, সেই সময় মইনুদ্দিন মোল্লা নামে আইএসএফের এক নেতা খুন হন ৷ সেই খুনের ঘটনায় নাম জড়ায় আরাবুল এবং তাঁর ছেলের বিরুদ্ধে ৷ পুলিশ জানিয়েছে, ধৃত তৃণমূল নেতার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 302, 147, 148, 149, 188, 332, 427, 435-সহ একাধিক ধারায় মামলা দায়ের করেছে লালবাজার ৷

গতকাল রাতে তাঁকে ভাঙড় এলাকা থেকেই গ্রেফতার করে উত্তর কাশিপুর থানার পুলিশ ৷ অন্যদিকে, আরাবুল ইসলামের গ্রেফতারির পর ভাঙড়ে যাতে নতুন করে কোনও অশান্তি তৈরি না হয়, তার জন্য এলাকায় মোতায়ন রয়েছে র‍্যাফ ও বিশাল পরিমাণে পুলিশ বাহিনী ৷

আরও পড়ুন:

  1. তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূলের দাপুটে নেতা আরাবুল ইসলাম
  2. ভাঙড়ে সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস, প্রয়োজনে ভাঙতে তৈরি আরাবুল
  3. ভাঙড়ে শওকত মোল্লা-আরাবুল ইসলামকে ঢুকতে বাধা পুলিশের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.