বহরমপুর, 13 মে: ভোটকেন্দ্রে যাওয়ার পথে বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীররঞ্জন চৌধুরীর কনভয় আটকাল পুলিশ ৷ তাঁর ব্যক্তিগত গাড়ি ও নিরাপত্তা রক্ষীদের একটি গাড়ি ছাড়া আর কোনও গাড়িকে ভোটকেন্দ্রের দিকে যেতে বাধা দেওয়া হয় ৷ এই ঘটনায় শাসকদলের প্রতি তোপ দেগেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ৷ তাঁর অভিযোগ, তৃণমূল কংগ্রেসের বুথ লুট করতে অসুবিধে হচ্ছে বলেই তাঁকে আটকাচ্ছে 'দলদাস' পুলিশ ৷ প্রয়োজনে তিনি হেঁটে বা সাইকেলে চড়ে বুথে পৌঁছবেন বলে জানান অধীর ৷
সোমবার লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় ভোটগ্রহণ চলছে মুর্শিদাবাদের বহরমপুরে ৷ ভোট চলাকালীন সকাল থেকেই শহরের বিভিন্ন বুথে ঘুরছিলেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীররঞ্জন চৌধুরী ৷ দুপুরের দিকে বহরমপুর শহরের দয়ানগর হনুমান মন্দির সংলগ্ন এলাকায় তাঁর কনভয়কে আটকায় বহরমপুর সদরের ডিএসপি সুশান্ত রাজবংশী-সহ বিশাল পুলিশ বাহিনী ।
পুলিশের বক্তব্য, অধীররঞ্জন চৌধুরী তাঁর নিজের ব্যক্তিগত একটি গাড়ি এবং নিরাপত্তা রক্ষীদের একটি গাড়ি নিয়ে ভোটকেন্দ্রের দিকে যেতে পারবেন ৷ তবে এই দুটি গাড়ি ছাড়া তাঁর কনভয়ের অন্য কোনও গাড়ি বা সংবাদমাধ্যমের কোনও গাড়িকে অধীরের সঙ্গে যেতে দেওয়ার অনুমতি দেওয়া হবে না ৷ এই নিয়ে পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডা চলে কংগ্রেস প্রার্থীর সঙ্গে ৷
পুলিশের এই পদক্ষেপে ক্ষোভ প্রকাশ করে অধীর চৌধুরী বলেন, "আসলে তৃণমূল কংগ্রেসের বুথ লুট করতে অসুবিধা হচ্ছে ৷ তাই পুলিশ অতি সক্রিয় হয়ে আমার গাড়ি আটকাচ্ছে ৷ অথচ তৃণমূলের প্রার্থীরা প্রচুর গাড়ি নিয়ে ঘুরছে ৷ আমার সঙ্গে যে গাড়ি তা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর ৷ রাজ্য পুলিশের একটি গাড়িও রয়েছে ৷ পুলিশ গাড়ি নিয়ে যাওয়ার অনুমতি না-দিলে পায়ে হেঁটে বা সাইকেল চালিয়ে হলেও আমি বুথে যাব ।" মুখ্যমন্ত্রী তাঁকে টার্গেট করেছেন বলেও তোপ দাগেন অধীররঞ্জন চৌধুরী ৷
আরও পড়ুন: