ETV Bharat / politics

তৃণমূলের বুথ লুটে অসুবিধে হচ্ছে বলে কনভয় আটকেছে দলদাস পুলিশ: অধীর - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Adhir convoy stopped: অধীররঞ্জন চৌধুরীর কনভয় আটকাল পুলিশ ৷ তৃণমূলের বুথ লুটে অসুবিধে হচ্ছে বলে পুলিশের এই পদক্ষেপ বলে তোপ দাগলেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী ৷ তিনি বলেন, প্রয়োজনে তিনি হেঁটে বুথে যাবেন ৷

ETV BHARAT
অধীরের কনভয় আটকাল পুলিশ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 13, 2024, 3:51 PM IST

Updated : May 13, 2024, 5:03 PM IST

অধীররঞ্জন চৌধুরীর কনভয় আটকাল পুলিশ (ইটিভি ভারত)

বহরমপুর, 13 মে: ভোটকেন্দ্রে যাওয়ার পথে বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীররঞ্জন চৌধুরীর কনভয় আটকাল পুলিশ ৷ তাঁর ব্যক্তিগত গাড়ি ও নিরাপত্তা রক্ষীদের একটি গাড়ি ছাড়া আর কোনও গাড়িকে ভোটকেন্দ্রের দিকে যেতে বাধা দেওয়া হয় ৷ এই ঘটনায় শাসকদলের প্রতি তোপ দেগেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ৷ তাঁর অভিযোগ, তৃণমূল কংগ্রেসের বুথ লুট করতে অসুবিধে হচ্ছে বলেই তাঁকে আটকাচ্ছে 'দলদাস' পুলিশ ৷ প্রয়োজনে তিনি হেঁটে বা সাইকেলে চড়ে বুথে পৌঁছবেন বলে জানান অধীর ৷

সোমবার লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় ভোটগ্রহণ চলছে মুর্শিদাবাদের বহরমপুরে ৷ ভোট চলাকালীন সকাল থেকেই শহরের বিভিন্ন বুথে ঘুরছিলেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীররঞ্জন চৌধুরী ৷ দুপুরের দিকে বহরমপুর শহরের দয়ানগর হনুমান মন্দির সংলগ্ন এলাকায় তাঁর কনভয়কে আটকায় বহরমপুর সদরের ডিএসপি সুশান্ত রাজবংশী-সহ বিশাল পুলিশ বাহিনী ।

পুলিশের বক্তব্য, অধীররঞ্জন চৌধুরী তাঁর নিজের ব্যক্তিগত একটি গাড়ি এবং নিরাপত্তা রক্ষীদের একটি গাড়ি নিয়ে ভোটকেন্দ্রের দিকে যেতে পারবেন ৷ তবে এই দুটি গাড়ি ছাড়া তাঁর কনভয়ের অন্য কোনও গাড়ি বা সংবাদমাধ্যমের কোনও গাড়িকে অধীরের সঙ্গে যেতে দেওয়ার অনুমতি দেওয়া হবে না ৷ এই নিয়ে পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডা চলে কংগ্রেস প্রার্থীর সঙ্গে ৷

পুলিশের এই পদক্ষেপে ক্ষোভ প্রকাশ করে অধীর চৌধুরী বলেন, "আসলে তৃণমূল কংগ্রেসের বুথ লুট করতে অসুবিধা হচ্ছে ৷ তাই পুলিশ অতি সক্রিয় হয়ে আমার গাড়ি আটকাচ্ছে ৷ অথচ তৃণমূলের প্রার্থীরা প্রচুর গাড়ি নিয়ে ঘুরছে ৷ আমার সঙ্গে যে গাড়ি তা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর ৷ রাজ্য পুলিশের একটি গাড়িও রয়েছে ৷ পুলিশ গাড়ি নিয়ে যাওয়ার অনুমতি না-দিলে পায়ে হেঁটে বা সাইকেল চালিয়ে হলেও আমি বুথে যাব ।" মুখ্যমন্ত্রী তাঁকে টার্গেট করেছেন বলেও তোপ দাগেন অধীররঞ্জন চৌধুরী ৷

আরও পড়ুন:

  1. বিজেপি কর্মীদের বেধড়ক মারে অভিযুক্ত তৃণমূল, প্রতিবাদে উত্তাল দুর্গাপুর
  2. আসানসোলে এমন শান্তিপূর্ণ ভোট! বিরোধীরাও অবাক
  3. ভোটারদের হয়ে বিজেপিতে ভোট দিয়ে দেওয়ার অভিযোগ, মন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন প্রিসাইডিং অফিসার

অধীররঞ্জন চৌধুরীর কনভয় আটকাল পুলিশ (ইটিভি ভারত)

বহরমপুর, 13 মে: ভোটকেন্দ্রে যাওয়ার পথে বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীররঞ্জন চৌধুরীর কনভয় আটকাল পুলিশ ৷ তাঁর ব্যক্তিগত গাড়ি ও নিরাপত্তা রক্ষীদের একটি গাড়ি ছাড়া আর কোনও গাড়িকে ভোটকেন্দ্রের দিকে যেতে বাধা দেওয়া হয় ৷ এই ঘটনায় শাসকদলের প্রতি তোপ দেগেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ৷ তাঁর অভিযোগ, তৃণমূল কংগ্রেসের বুথ লুট করতে অসুবিধে হচ্ছে বলেই তাঁকে আটকাচ্ছে 'দলদাস' পুলিশ ৷ প্রয়োজনে তিনি হেঁটে বা সাইকেলে চড়ে বুথে পৌঁছবেন বলে জানান অধীর ৷

সোমবার লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় ভোটগ্রহণ চলছে মুর্শিদাবাদের বহরমপুরে ৷ ভোট চলাকালীন সকাল থেকেই শহরের বিভিন্ন বুথে ঘুরছিলেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীররঞ্জন চৌধুরী ৷ দুপুরের দিকে বহরমপুর শহরের দয়ানগর হনুমান মন্দির সংলগ্ন এলাকায় তাঁর কনভয়কে আটকায় বহরমপুর সদরের ডিএসপি সুশান্ত রাজবংশী-সহ বিশাল পুলিশ বাহিনী ।

পুলিশের বক্তব্য, অধীররঞ্জন চৌধুরী তাঁর নিজের ব্যক্তিগত একটি গাড়ি এবং নিরাপত্তা রক্ষীদের একটি গাড়ি নিয়ে ভোটকেন্দ্রের দিকে যেতে পারবেন ৷ তবে এই দুটি গাড়ি ছাড়া তাঁর কনভয়ের অন্য কোনও গাড়ি বা সংবাদমাধ্যমের কোনও গাড়িকে অধীরের সঙ্গে যেতে দেওয়ার অনুমতি দেওয়া হবে না ৷ এই নিয়ে পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডা চলে কংগ্রেস প্রার্থীর সঙ্গে ৷

পুলিশের এই পদক্ষেপে ক্ষোভ প্রকাশ করে অধীর চৌধুরী বলেন, "আসলে তৃণমূল কংগ্রেসের বুথ লুট করতে অসুবিধা হচ্ছে ৷ তাই পুলিশ অতি সক্রিয় হয়ে আমার গাড়ি আটকাচ্ছে ৷ অথচ তৃণমূলের প্রার্থীরা প্রচুর গাড়ি নিয়ে ঘুরছে ৷ আমার সঙ্গে যে গাড়ি তা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর ৷ রাজ্য পুলিশের একটি গাড়িও রয়েছে ৷ পুলিশ গাড়ি নিয়ে যাওয়ার অনুমতি না-দিলে পায়ে হেঁটে বা সাইকেল চালিয়ে হলেও আমি বুথে যাব ।" মুখ্যমন্ত্রী তাঁকে টার্গেট করেছেন বলেও তোপ দাগেন অধীররঞ্জন চৌধুরী ৷

আরও পড়ুন:

  1. বিজেপি কর্মীদের বেধড়ক মারে অভিযুক্ত তৃণমূল, প্রতিবাদে উত্তাল দুর্গাপুর
  2. আসানসোলে এমন শান্তিপূর্ণ ভোট! বিরোধীরাও অবাক
  3. ভোটারদের হয়ে বিজেপিতে ভোট দিয়ে দেওয়ার অভিযোগ, মন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন প্রিসাইডিং অফিসার
Last Updated : May 13, 2024, 5:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.