ETV Bharat / politics

কপ্টারে আয়কর হানা, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি অভিষেকের - Abhishek Banerjee on Copter issue - ABHISHEK BANERJEE ON COPTER ISSUE

Abhishek Banerjee on Copter issue: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে তল্লাশি নিয়ে কোচবিহারের সমাবেশ থেকে মুখ খুলেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ এবার আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন অভিষেক ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 15, 2024, 5:38 PM IST

হলদিয়া, 15 এপ্রিল: হেলিকপ্টারে আয়কর বিভাগের তল্লাশি নিয়ে এবার কড়া আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ নির্বাচন কমিশন এবং আয়কর বিভাগের বিরুদ্ধে আইনি পদক্ষেপেরও হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ পাশাপাশি তিনি প্রশ্ন তুলেছেন, "কোনও বিজেপি নেতার কপ্টারে তল্লাশি হয় না কেন ?"

রবিবার বেহালা ফ্লাইং ক্লাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে তল্লাশি চালিয়েছিলেন আয়কর বিভাগের আধিকারিকরা ৷ এরপরই বিষয়টি নিয়ে রাজনীতির ময়দানে শোরগোল শুরু হয়ে যায় ৷ সোমবার কোচবিহারের সমাবেশ থেকে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ কেন অভিষেকের কপ্টারে তল্লাশি চালানো হল তা নিয়েও প্রশ্ন তুলেছেন মমতা ৷ এদিন হলদিয়ায় দলীয় বৈঠক শেষে এবার কপ্টারে আয়কর হানা নিয়ে মুখ খুললেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ তিনি সরাসরি এ দিন এ বিষয়ে নির্বাচন কমিশনের দিকেই আঙুল তুলেছেন ৷

অভিষেক বলেন, "এটা তো স্বাভাবিক হয়ে গিয়েছে ৷ বিজেপি নেতার গাড়ি থেকে 10 লক্ষ টাকা পাওয়া গিয়েছে উত্তরবঙ্গে ৷ তখন কমিশনের কোনও হেলদোল নেই ৷ এনআইএ-কে নিয়ে তথ্য দেওয়ার পরও কোনও পদক্ষেপ দেখা যায় না ৷ আমরা হাইকোর্টে যাব ৷ তথ্য প্রমাণ সব আদালতে জমা দেব ৷"

পাশাপাশি কমিশনকে কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, "নির্বাচন কমিশন বিজেপির তল্পিবাহক হিসাবে কাজ করছে ৷ এটা দুর্ভাগ্যজনক ৷ আমার নিরাপত্তারক্ষীদের হুমকি-ধমকি দেওয়া হয়েছে ৷ কপ্টারে তল্লাশি চালিয়ে কিছুই পায়নি ৷ আইনি পদক্ষেপের হুঁশিয়ারি ৷ নির্বাচন কমিশনেও অভিযোগ জানিয়েছি ৷ তল্লাশিতে কিছু না পেয়ে ট্রায়াল রানে বাধা দিয়েছে ৷ 21-এর থেকেও ভালো ফল হবে 24-এ ৷"

সেই সঙ্গে, শুভেন্দু অধিকারীর টুইট নিয়ে অভিষেক বলেন, "কমিশন নতুন কোনও কাজ করতে দিচ্ছে না ৷ 5 হাজার 20 টাকা ক্ষতিপূরণ দিতে পারবে সরকার সেটা জানিয়েছে ৷ ভুল টুইট করেছেন শুভেন্দু ৷ হাইকোর্টের দ্বিচারিতা নিয়ে আমরা যে অভিযোগ করতাম অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেটা আরও স্পষ্ট করে দিয়েছেন ৷"

আরও পড়ুন

'অভিষেকের কপ্টারে নাকি সোনা-টাকা আছে', আইটি তল্লাশি নিয়ে কোচবিহার থেকে সোচ্চার মমতা

রামনবমীর মিছিলে অনুমতি, প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিতে বলল হাইকোর্ট

হলদিয়া, 15 এপ্রিল: হেলিকপ্টারে আয়কর বিভাগের তল্লাশি নিয়ে এবার কড়া আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ নির্বাচন কমিশন এবং আয়কর বিভাগের বিরুদ্ধে আইনি পদক্ষেপেরও হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ পাশাপাশি তিনি প্রশ্ন তুলেছেন, "কোনও বিজেপি নেতার কপ্টারে তল্লাশি হয় না কেন ?"

রবিবার বেহালা ফ্লাইং ক্লাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে তল্লাশি চালিয়েছিলেন আয়কর বিভাগের আধিকারিকরা ৷ এরপরই বিষয়টি নিয়ে রাজনীতির ময়দানে শোরগোল শুরু হয়ে যায় ৷ সোমবার কোচবিহারের সমাবেশ থেকে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ কেন অভিষেকের কপ্টারে তল্লাশি চালানো হল তা নিয়েও প্রশ্ন তুলেছেন মমতা ৷ এদিন হলদিয়ায় দলীয় বৈঠক শেষে এবার কপ্টারে আয়কর হানা নিয়ে মুখ খুললেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ তিনি সরাসরি এ দিন এ বিষয়ে নির্বাচন কমিশনের দিকেই আঙুল তুলেছেন ৷

অভিষেক বলেন, "এটা তো স্বাভাবিক হয়ে গিয়েছে ৷ বিজেপি নেতার গাড়ি থেকে 10 লক্ষ টাকা পাওয়া গিয়েছে উত্তরবঙ্গে ৷ তখন কমিশনের কোনও হেলদোল নেই ৷ এনআইএ-কে নিয়ে তথ্য দেওয়ার পরও কোনও পদক্ষেপ দেখা যায় না ৷ আমরা হাইকোর্টে যাব ৷ তথ্য প্রমাণ সব আদালতে জমা দেব ৷"

পাশাপাশি কমিশনকে কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, "নির্বাচন কমিশন বিজেপির তল্পিবাহক হিসাবে কাজ করছে ৷ এটা দুর্ভাগ্যজনক ৷ আমার নিরাপত্তারক্ষীদের হুমকি-ধমকি দেওয়া হয়েছে ৷ কপ্টারে তল্লাশি চালিয়ে কিছুই পায়নি ৷ আইনি পদক্ষেপের হুঁশিয়ারি ৷ নির্বাচন কমিশনেও অভিযোগ জানিয়েছি ৷ তল্লাশিতে কিছু না পেয়ে ট্রায়াল রানে বাধা দিয়েছে ৷ 21-এর থেকেও ভালো ফল হবে 24-এ ৷"

সেই সঙ্গে, শুভেন্দু অধিকারীর টুইট নিয়ে অভিষেক বলেন, "কমিশন নতুন কোনও কাজ করতে দিচ্ছে না ৷ 5 হাজার 20 টাকা ক্ষতিপূরণ দিতে পারবে সরকার সেটা জানিয়েছে ৷ ভুল টুইট করেছেন শুভেন্দু ৷ হাইকোর্টের দ্বিচারিতা নিয়ে আমরা যে অভিযোগ করতাম অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেটা আরও স্পষ্ট করে দিয়েছেন ৷"

আরও পড়ুন

'অভিষেকের কপ্টারে নাকি সোনা-টাকা আছে', আইটি তল্লাশি নিয়ে কোচবিহার থেকে সোচ্চার মমতা

রামনবমীর মিছিলে অনুমতি, প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিতে বলল হাইকোর্ট

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.