ETV Bharat / politics

'তৃণমূলের চেয়ে বিজেপিকে ভোট দেওয়া ভালো', অধীরের মন্তব্যে সেটিং তত্ত্ব অভিষেকের - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Abhishek Banerjee: বিজেপির সঙ্গে আঁতাত রয়েছে কংগ্রেসের ৷ দলীয় প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে উত্তর মালদার সামসির জনসভা থেকে এমনই অভিযোগ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

Abhishek Banerjee
অভিষেক বন্দ্যোপাধ্যায়
author img

By ETV Bharat Bangla Team

Published : May 1, 2024, 5:23 PM IST

Updated : May 1, 2024, 6:24 PM IST

অধীর ও অভিষেক

মালদা, 1 মে: বিজেপির সঙ্গে আঁতাত রয়েছে কংগ্রেসের ৷ উত্তর মালদার সামসির জনসভা থেকে এমনই অভিযোগ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ বুধবার দলীয় প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে মালতিপুরে জনসভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ সভার শুরু থেকে শেষ পর্যন্ত ইন্ডিয়া জোটের অন্যতম প্রধান জোটসঙ্গী কংগ্রেস তথা দলের প্রদেশ সভাপতি অধীর চৌধুরির বিরুদ্ধে একের পর এক আক্রমণ শানান অভিষেক ৷ তিনি বলেন, "বিজেপির বিরুদ্ধে ইন্ডিয়া জোট লড়াই করছে ৷ আমরা চেয়েছিলাম বাংলায় ইন্ডিয়া জোট হক ৷ কিন্তু কংগ্রেস নেতা অধীরের জন্য বাংলায় ইন্ডিয়া জোট সফল হয়নি ৷ বিজেপির হাত শক্তিশালী করবে বলে জোট করতে দেননি অধীর ৷"

মঙ্গলবার জঙ্গিপুরের বাম-কংগ্রেসের জোটের কংগ্রেস প্রার্থী মুর্তজা হোসেনের সমর্থনে জনসভা করেন অধীর ৷ তিনি বলেন, "বাংলায় কংগ্রেস এবং বামকে জেতালে ধর্মনিরপেক্ষতা বজায় থাকবে ৷ তৃণমূলকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া ৷ তাই তৃণমূলকে ভোট দেওয়ার থেকে ভালো বিজেপিকে ভোট দেওয়া ৷" বুধবার অধীরের সেই মন্তব্যের একটি অডিয়ো ক্লিপ সকলকে শোনান অভিষেক ৷ সেইসঙ্গে বিজেপি ও কংগ্রেসের মধ্যে আঁতাতের অভিযোগ তোলেন তিনি ৷ অভিষেকের অভিযোগ, "অনৈতিকভাবে বিরোধী নেতাদের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করছে বিজেপি ৷ অথচ সারদা কাণ্ডের সঙ্গে অধীরের নাম জড়িয়ে থাকা সত্ত্বেও কোনও পদক্ষেপ নেয়নি বিজেপি সরকার ৷"

অভিষেকের অভিযোগের কিছুক্ষণের মধ্যে কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, "আমি ভিডিয়োটি দেখিনি এবং জানি না কোন প্রসঙ্গে তিনি এটা বলেছেন ৷ কিন্তু আমি একটা বিষয় স্পষ্ট করতে চাই, কংগ্রেসের একটাই লক্ষ্য বিজেপির আসন সংখ্যা কমিয়ে আনা ৷ এটা বিধানসভা নির্বাচন নয় ৷ ইন্ডিয়া জোটে বাম-কংগ্রেসের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলও রয়েছেন ৷ তবে আমরা তাঁদের সঙ্গে আসন ভাগাভাগি করতে পারিনি ।"

প্রসঙ্গত, কংগ্রেসের গড় হিসেবে পরিচিত মালদায় এখনও পর্যন্ত ভালো ফল করতে পারেনি তৃণমূল ৷ তাই এই নির্বাচনে মরিয়া লড়াই চালিয়ে যাচ্ছে রাজ্যের শাসক দল ৷ রাজনৈতিক বিশ্লেষক মহলের একাংশের মতে, অভিষেকের বক্তব্যে এটা স্পষ্ট বিজেপি নয়, তৃণমূলের মূল ফ্যাক্টর কেবল কংগ্রেস ৷

আরও পড়ুন:

অধীর ও অভিষেক

মালদা, 1 মে: বিজেপির সঙ্গে আঁতাত রয়েছে কংগ্রেসের ৷ উত্তর মালদার সামসির জনসভা থেকে এমনই অভিযোগ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ বুধবার দলীয় প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে মালতিপুরে জনসভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ সভার শুরু থেকে শেষ পর্যন্ত ইন্ডিয়া জোটের অন্যতম প্রধান জোটসঙ্গী কংগ্রেস তথা দলের প্রদেশ সভাপতি অধীর চৌধুরির বিরুদ্ধে একের পর এক আক্রমণ শানান অভিষেক ৷ তিনি বলেন, "বিজেপির বিরুদ্ধে ইন্ডিয়া জোট লড়াই করছে ৷ আমরা চেয়েছিলাম বাংলায় ইন্ডিয়া জোট হক ৷ কিন্তু কংগ্রেস নেতা অধীরের জন্য বাংলায় ইন্ডিয়া জোট সফল হয়নি ৷ বিজেপির হাত শক্তিশালী করবে বলে জোট করতে দেননি অধীর ৷"

মঙ্গলবার জঙ্গিপুরের বাম-কংগ্রেসের জোটের কংগ্রেস প্রার্থী মুর্তজা হোসেনের সমর্থনে জনসভা করেন অধীর ৷ তিনি বলেন, "বাংলায় কংগ্রেস এবং বামকে জেতালে ধর্মনিরপেক্ষতা বজায় থাকবে ৷ তৃণমূলকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া ৷ তাই তৃণমূলকে ভোট দেওয়ার থেকে ভালো বিজেপিকে ভোট দেওয়া ৷" বুধবার অধীরের সেই মন্তব্যের একটি অডিয়ো ক্লিপ সকলকে শোনান অভিষেক ৷ সেইসঙ্গে বিজেপি ও কংগ্রেসের মধ্যে আঁতাতের অভিযোগ তোলেন তিনি ৷ অভিষেকের অভিযোগ, "অনৈতিকভাবে বিরোধী নেতাদের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করছে বিজেপি ৷ অথচ সারদা কাণ্ডের সঙ্গে অধীরের নাম জড়িয়ে থাকা সত্ত্বেও কোনও পদক্ষেপ নেয়নি বিজেপি সরকার ৷"

অভিষেকের অভিযোগের কিছুক্ষণের মধ্যে কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, "আমি ভিডিয়োটি দেখিনি এবং জানি না কোন প্রসঙ্গে তিনি এটা বলেছেন ৷ কিন্তু আমি একটা বিষয় স্পষ্ট করতে চাই, কংগ্রেসের একটাই লক্ষ্য বিজেপির আসন সংখ্যা কমিয়ে আনা ৷ এটা বিধানসভা নির্বাচন নয় ৷ ইন্ডিয়া জোটে বাম-কংগ্রেসের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলও রয়েছেন ৷ তবে আমরা তাঁদের সঙ্গে আসন ভাগাভাগি করতে পারিনি ।"

প্রসঙ্গত, কংগ্রেসের গড় হিসেবে পরিচিত মালদায় এখনও পর্যন্ত ভালো ফল করতে পারেনি তৃণমূল ৷ তাই এই নির্বাচনে মরিয়া লড়াই চালিয়ে যাচ্ছে রাজ্যের শাসক দল ৷ রাজনৈতিক বিশ্লেষক মহলের একাংশের মতে, অভিষেকের বক্তব্যে এটা স্পষ্ট বিজেপি নয়, তৃণমূলের মূল ফ্যাক্টর কেবল কংগ্রেস ৷

আরও পড়ুন:

Last Updated : May 1, 2024, 6:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.