কলকাতা, 27 ফেব্রুয়ারি: শেখ শাহজাহান গ্রেফতার না হওয়ার পেছনে আদালতের রায়কেই দায়ী করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । গতকাল আদালত এরপর স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় যে, শাহজাহানকে গ্রেফতারির ক্ষেত্রে কোনও বাধা নেই পুলিশের । তবে তার পরেও নিজের বয়ান থেকে সরছেন না তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷
আজ সকালে আদালতের রায়ের কপি এবং ঘটনাক্রম তুলে ধরে ক্যাপশনে অভিষেক লিখেছেন, "বিজেপি এবং বাংলা বিরোধী মিডিয়া সত্যিকারের সুবিধাবাদীদের মতো এই নিষেধাজ্ঞার সুফল ভোগ করেছে ! ঘটনাক্রম: 7 তারিখে দেওয়া হয় স্থগিতাদেশ । ঠিক তার পরের দিন, 8 তারিখে হিংসা ও অপমানের ঘটনা শুরু হয় ৷ কলকাতা হাইকোর্টের গতকালের স্পষ্টীকরণের পর আমি নিশ্চিত যে, শীঘ্রই ন্যায়বিচার বিজয়ী হবে ৷" এ দিন তাঁর সোশাল মিডিয়ার বক্তব্য থেকে স্পষ্ট যে, নিজের পুরনো অবস্থান থেকে এতটুকুও সরছেন না অভিষেক ।
রায়ের কপি পোস্ট করে তার একটি অংশে হলুদ রঙের কালি দিয়ে চিহ্নিত করে দিয়েছেন তৃণমূল সাংসদ ৷ সেই চিহ্নিত অংশে লেখা রয়েছে, "আপিলের শুনানি ও নিষ্পত্তি না হওয়া পর্যন্ত, 2024-এর 17 জানুয়ারি একক বেঞ্চ কর্তৃক জারি করা নির্দেশ পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে...এটা বলার অপেক্ষা রাখে না যে, পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ তাদের দ্বারা নথিভুক্ত করা মামলাগুলির তদন্তেও অগ্রসর হতে বিরত থাকবেন ।"
তাৎপর্যপূর্ণ বিষয় হল, এই সোশাল মিডিয়ার বার্তা শাহজাহান শেখকে সামনে রেখে দেওয়া হলেও কোথাও একটিবারও তাঁর নাম উল্লেখ করেননি অভিষেক । তবে এই বক্তব্যে কৌশলে তিনি দক্ষিণ 24 পরগনায় দাঁড়িয়ে যে দাবি করেছিলেন তার স্বপক্ষেই সাফাই দিলেন ।
দু'দিন আগেই বাটানগরের সভা থেকে অভিষেক বলেন, "রাজ্য পুলিশ এবং সিবিআইয়ের একজন করে আধিকারিককে নিয়ে শাহজাহানকে গ্রেফতারের জন্য সিট গঠন করেছিল বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ ৷ কিন্তু, ইডির আবেদনে প্রধান বিচারপতি তা স্থগিত করে দিয়েছেন ৷ আর সেই কারণে পুলিশ শাহজাহানকে গ্রেফতার করতে পারছে না ৷ আদালত অনুমতি দিলে পুলিশ শাহজাহানকে গ্রেফতার করতে পারবে ৷"
আরও পড়ুন: