কপালে চন্দন-সিঁদুর, 'ন্য়ায় যাত্রা'র মাঝে দেওঘরে পুজো রাহুলের; দেখে নিন একঝলকে - রাহুল গান্ধি
শুক্রবার বাংলার পর ঝাড়ঘণ্ডে প্রবেশ করছে রাহুলের 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' ৷ শনিবার সে রাজ্যে ন্যায় যাত্রার শুরুর আগে দেওঘরের বৈদ্যনাথ মন্দিরে দেখা গেল কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে ৷ কপালে চন্দন-সিঁদুর মেখে বাবা বৈদ্যনাথের দরবারে পুজো দিলেন রাহুল ৷ একঝলকে দেখে নিন সেই মুহূর্ত ৷
Published : Feb 3, 2024, 11:01 PM IST