ETV Bharat / opinion

ভারত-মার্কিন সম্পর্কে কোন কোন ক্ষেত্রে বাধা রয়েছে? - India and US Ties - INDIA AND US TIES

Indo-US Ties: 2014 সালে এনডিএ সরকার ক্ষমতায় আসার পর থেকে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের উন্নতি হয়েছে । যাইহোক, লেখক ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে বাধাগুলি নিয়ে লিখেছেন ।

Indo-US Ties
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফাইল ছবি (এপি)
author img

By Major General Harsha Kakar

Published : Oct 3, 2024, 6:06 PM IST

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক মার্কিন যুক্তরাষ্ট্র সফরের পর ওই দেশের জাতীয় নিরাপত্তা যোগাযোগ উপদেষ্টা জন কিরবির কাছে ভারত-মার্কিন সম্পর্কের বিষয়ে প্রশ্ন করা হয় ৷ তখন তিনি জানান যে দুই দেশের সম্পর্ক 'দৃঢ় এবং শক্তিশালী হচ্ছে ।' মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভারত সম্পর্কে বলেন, "কোভিড-19 অতিমারীতে বিশ্বব্যাপী যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটাকে সমর্থন করা থেকে শুরু করে বিশ্বজুড়ে সংঘাতের বিধ্বংসী পরিণতি মোকাবিলা করার জন্য ভারত সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জগুলির সমাধান খোঁজার প্রচেষ্টার সামনের সারিতে রয়েছে ।" এর সঙ্গে তিনি যোগ করেছেন যে ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক "ইতিহাসের যেকোনও সময়ের চেয়ে শক্তিশালী, ঘনিষ্ঠ এবং আরও গতিশীল ।"

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের দিকে নজর দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়টিকে প্রধানমন্ত্রী মোদি তাঁর বিদেশনীতির মূল ভিত্তি করে তুলেছেন । এটি মাঝে মাঝে ভারতের কৌশলগত স্বায়ত্তশাসন নিয়ে সন্দেহ তৈরি করে । এই সম্পর্ক উভয় দেশকে তাদের বিশ্বব্যাপী প্রচেষ্টায় উপকৃত করেছে । ভারত আইসিইটি (ইনিশিয়েটিভ অন ক্রিটিক্যাল অ্যান্ড ইমার্জিং টেকনোলজি বা সমালোচনামূলক ও উদীয়মান প্রযুক্তির উদ্যোগ), মার্কিন অস্ত্র ও বিনিয়োগ থেকে লাভ করেছে । ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শক্তিশালী চিনকে রুখে দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের একটি শক্তিশালী অংশীদারিত্ব রয়েছে ।

Indo-US Ties
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন (এপি)

এস জয়শঙ্কর তাঁর বইয়ের একটি আলোচনায় বলেছিলেন, "আমাদের বহু মেরুত্বের উপরে যাওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র প্রয়োজনীয়তা আজ অপরিহার্য ৷ যদি আমাদের সেই সিদ্ধান্ত নেওয়ার জায়গার প্রয়োজন হয়, সেই স্বাধীনতা, আমাদের সেই দেশগুলির প্রয়োজন যাদের স্বার্থের মিল রয়েছে আমাদের সঙ্গে ।" প্রতিরক্ষা, মহাকাশ ও অর্ধপরিবাহী (সেমি কন্ডাক্টর) ক্ষেত্রে ক্রমবর্ধমান সহযোগিতা শুধুমাত্র এই বার্তা পাঠায় যে দু’টি দেশ কখনোই দৃষ্টিভঙ্গিতে বেশি একত্রিত হয়নি ।

ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া

প্রধানমন্ত্রী মোদির ইউক্রেন এবং পোল্যান্ড সফর নিয়ে বাইডেনের একটি বিশেষ মন্তব্য ছিল । মার্কিন যুক্তরাষ্ট্র সচেতন যে যদি এই সফরের পর অবশেষে ইউক্রেন যুদ্ধ শেষ হয়, তাহলে জেলেনস্কির বিজয়ের দাবিকে উপেক্ষা করে আলোচনার জন্য ভারতকেই কৃতিত্ব দিতে হবে । মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পাশাপাশি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ভারতই একমাত্র বিশ্বস্ত মধ্যস্থতাকারী ।

মস্কোর সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক নিয়ে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে মতপার্থক্য এক সময় হোঁচট খেয়েছিল । সস্তায় রাশিয়ার তেল কিনে ইউক্রেন যুদ্ধে অর্থায়নের অভিযোগ ওঠে ভারতের বিরুদ্ধে । আজ, এই সম্পর্ককেই ওয়াশিংটন দ্বন্দ্বের অবসান ঘটাতে কাজে লাগাচ্ছে । ইউক্রেন ও রাশিয়ার নেতৃত্বের সঙ্গে ভারতের নিয়মিত বৈঠকগুলি ইঙ্গিত দেয় যে একটি সমাধান নির্ধারণের জন্য অগ্রগতি হচ্ছে ৷

এসসিও (সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন) এবং ব্রিকস+ এ ভারতের অংশগ্রহণকে প্রাথমিকভাবে বিবেচনা করা হয়েছিল যে ভারত চিন এবং রাশিয়ার কৃতিত্ব রয়েছে এমন মার্কিন-বিরোধী প্রতিষ্ঠানে রয়েছে । অনেকেই মনে করেছিলেন যে ভারতের এসসিও সদস্যতা ছেড়ে দেওয়া উচিত । এটা এখন ভিন্নভাবে দেখা হচ্ছে । ভারতের উপস্থিতি তাদের মার্কিন বা পশ্চিম বিরোধী হতে বাধা দিয়েছে । বিবৃতিও সাধারণত নিঃশব্দে হয় ৷

চিনকে নিয়ন্ত্রণে রাখতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের একে অপরকে প্রয়োজন

চিনকে নিয়ন্ত্রণে রাখতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের একে অপরকে প্রয়োজন । কোয়াডের কার্যকারিতা ভারত-মার্কিন সহযোগিতার উপর নির্ভর করে আছে । প্রধানমন্ত্রী মোদি কোয়াডকে "বিশ্বের ভালো করার শক্তি" বলে অভিহিত করেছেন । চিন এই বিষয়ে সচেতন যে কোয়াড তাদের বিরুদ্ধেই একজোট হয়েছে ৷ চায়না ডেইলির সাম্প্রতিক সম্পাদকীয়তে উল্লেখ করা হয়েছে - ভারত কোয়াডে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একজোট হচ্ছে "মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য সমমনস্ক দেশগুলির সঙ্গে কাজ করে এশিয়া-প্রশান্ত মহাসাগরে তার স্বার্থ চরিতার্থ করার জন্য ৷"

Indo-US Ties
ফাইল - গত 22 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিউ ইয়র্কের ইউনিয়নডেলের একটি অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছেন। (এপি)

যদিও বাইডেন এবং তাঁর বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন ও প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন-সহ অন্য উপদেষ্টারা ভারত-মার্কিন সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করার জন্য জোর দিচ্ছেন ৷ তাঁদের কর্মীদের মধ্যে এমন সদস্যরা আছেন, যাঁরা ভারতকে দূরে রাখতে বা ভারতের অভ্যন্তরীণ সংহতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে এমন কার্যকলাপে সমর্থনকারী গোষ্ঠীগুলির পক্ষে রয়েছেন । শিখস ফর জাস্টিস-এর নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে সুরক্ষা দেওয়াও এরই অঙ্গ । পান্নুনকে "তথাকথিত হত্যার চেষ্টা" এবং ভারত সরকারের বিরুদ্ধে তার পরে আদালতে দায়ের হওয়া মামলা ৷ ওই মামলাকে দিল্লি "আবর্জনা" হিসাবে উল্লেখ করার পর সম্পর্কের মধ্যে অস্বস্তি বেড়েছে ।

মার্কিন যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী মোদির অবতরণের ঠিক আগে, হোয়াইট হাউসের কর্মীরা আমেরিকান শিখদের একটি প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেন এবং তাদের মার্কিন সরকারের তরফে সুরক্ষা দেওয়ার আশ্বাস দেন । এই সংগঠনগুলি খালিস্তান গঠনের জন্য বিচ্ছিন্নতাবাদী প্রচারকে সমর্থন করার জন্য পরিচিত । আমেরিকান শিখ ককাস কমিটির প্রীতপাল সিং টুইট করেছেন, "শিখ আমেরিকানদের সুরক্ষা দিতে তাঁদের সতর্কতার জন্য মার্কিন কর্মকর্তাদের ধন্যবাদ । আমাদের সম্প্রদায়ের সুরক্ষায় আরও কিছু করার জন্য আমরা তাঁদের আশ্বাসে বিশ্বাস রাখব । স্বাধীনতা ও ন্যায়বিচার অবশ্যই জয়ী হবে ।" ইউটোপিয়ান খালিস্তান রাষ্ট্রের আন্দোলনকে মার্কিন সরকার সরকারিভাবে প্ররোচনা দিয়েছে বলে মনে হচ্ছে ।

এক বছর আগে ট্রুডো নিজ্জার হত্যাকাণ্ডে ভারতীয়ের জড়িত থাকার কথা তুলে ধরেন । তাঁর অভিযোগ তখন মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন করে । কয়েক মাস আগে নিজ্জারের সম্ভাব্য খুনিদের গ্রেফতার করা সত্ত্বেও আজ পর্যন্ত কোনও প্রমাণ পাওয়া যায়নি । কৃষকদের আন্দোলনের জন্য সবচেয়ে বেশি টাকা এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে । এটা সম্ভব যে সেখানকার সরকার সচেতন ছিল ।

Indo-US Ties
মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা যোগাযোগ উপদেষ্টা জন কিরবি (এপি)

শিখ বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে রক্ষা করার মতো আগ্রহ, ভারতীয় মিশন আক্রমণ এবং হিন্দু উপাসনালয় ভাঙচুর পরবর্তী তদন্তে মার্কিন সরকারী কর্মকর্তারা কখনোই গুরুত্ব দেয়নি । এফবিআই এখনও "আক্রমণাত্মকভাবে তদন্ত" করছে গত বছরের মার্চে সান ফ্রান্সিসকোতে ভারতীয় কনস্যুলেটে হামলার ৷ যদিও ভারতের তরফে সংগ্রহ করা সিসিটিভি ফুটেজ থেকে প্রাপ্ত অপরাধীদের নাম ও বিস্তারিত তথ্য সরবরাহ করেছে ।

সাম্প্রতিক একটি ক্ষেত্রে, নিউইয়র্কে অনুরূপ ঘটনার ঠিক কয়েকদিন পর স্যাক্রামেন্টোর বিএপিএস শ্রী স্বামীনারায়ণ মন্দিরকে হিন্দু-বিরোধী ঘৃণার সঙ্গে অপবিত্র করা হয়েছিল । মার্কিন কর্মকর্তাদের এবং আমেরিকান শিখ ককাসের সদস্যদের বৈঠকের পরে, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা উভয় ক্ষেত্রেই এই ঘটনাগুলি গুরুত্ব পাচ্ছে । অন্যদিকে তদন্ত হয় ধীর গতিতে হচ্ছে বা অস্তিত্বহীন হয়ে যাচ্ছে ।

মার্কিন যুক্তরাষ্ট্র সফরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার

রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিন যুক্তরাষ্ট্র সফর করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান । তিনি মার্কিন সরকারের সমস্ত শীর্ষনেতাদের সঙ্গে দেখা করেন ৷ যাঁদের মধ্যে বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন ছিলেন ৷ বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট, মার্কিন প্রশাসনের সদস্যরা এবং প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঙ্গেও তিনি দেখা করেন ৷ নতুন সরকার গণতন্ত্রের দিকে অগ্রসর হচ্ছে, তাই সকলেই সমর্থন ও সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন ।

ব্লিঙ্কেন মানবাধিকারের প্রতি আনুগত্যের কথা উল্লেখ করলেও বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে হিংসা বন্ধের কথা উল্লেখ করেননি । স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে থাকবে, ততক্ষণ মার্কিন যুক্তরাষ্ট্র সংখ্যালঘু বিরোধী হিংসার বিষয়টিকে উপেক্ষা করবে । এতে ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষতি হবে ৷ কিন্তু তা যুক্তরাষ্ট্রের জন্য উদ্বিগের বিষয় নয় । আশেপাশে ইসলামী চরমপন্থীদের উত্থানের বিষয়টিতে ভারতীয় উদ্বিগ্ন হলেও, সেটাকেও উপেক্ষা করা হচ্ছে ।

Indo-US Ties
ফাইল - রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (এপি)

"সরবরাহ শৃঙ্খল সংক্রান্ত সমস্যার" কারণে সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে গুরুত্বপূর্ণ চুক্তিবদ্ধ সরঞ্জাম সরবরাহে বিলম্ব হচ্ছে । হার্ডওয়্যারের জন্য চুক্তির বিষয়টি ভারতের অগ্রাধিকার, তার সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছে ৷ উদাহরণ হিসেবে অ্যাপাচি হেলিকপ্টারের কথা উল্লেখ করা যায় ৷ এর মাধ্যমে একটি বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে ৷ তা হল - নেতৃত্ব মার্কিন-ভারত সম্পর্কের উন্নতি করতে চাইলেও মার্কিন আমলাতন্ত্রের মধ্যে এমন কেউ কেউ রয়েছেন যাঁরা এখনও ভারত বা তার উদ্দেশ্যকে বিশ্বাস করেন না । এটি আরও স্পষ্ট হয়, যখন দেখা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্রের তথাকথিত স্বাধীন সংস্থাগুলি ভারতের মানবাধিকার রেকর্ড ও গণতান্ত্রিক শংসাপত্রের উপর অযৌক্তিক এবং ভুয়ো উদ্বেগ প্রকাশ করে ।

এটা মেনে নেওয়া উচিত যে নেতারা ঘনিষ্ঠ সম্পর্ক এবং বর্ধিত সম্পর্ক চাওয়া সত্ত্বেও, ভারতের কৌশলগত স্বায়ত্তশাসনকে রোধ করতে সর্ষের মধ্যেই ভূত রয়েছে ৷ তাদের সঙ্গে মোকাবিলা করা চ্যালেঞ্জের বিষয় ৷ কারণ, শীর্ষ নেতৃত্বে পরিবর্তন হলেও তারা একই থাকবে ।

(এই নিবন্ধে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব ৷ এখানে প্রকাশিত তথ্য ও মতামত ইটিভি ভারত-এর মতামতকে প্রতিফলিত করে না ৷)

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক মার্কিন যুক্তরাষ্ট্র সফরের পর ওই দেশের জাতীয় নিরাপত্তা যোগাযোগ উপদেষ্টা জন কিরবির কাছে ভারত-মার্কিন সম্পর্কের বিষয়ে প্রশ্ন করা হয় ৷ তখন তিনি জানান যে দুই দেশের সম্পর্ক 'দৃঢ় এবং শক্তিশালী হচ্ছে ।' মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভারত সম্পর্কে বলেন, "কোভিড-19 অতিমারীতে বিশ্বব্যাপী যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটাকে সমর্থন করা থেকে শুরু করে বিশ্বজুড়ে সংঘাতের বিধ্বংসী পরিণতি মোকাবিলা করার জন্য ভারত সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জগুলির সমাধান খোঁজার প্রচেষ্টার সামনের সারিতে রয়েছে ।" এর সঙ্গে তিনি যোগ করেছেন যে ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক "ইতিহাসের যেকোনও সময়ের চেয়ে শক্তিশালী, ঘনিষ্ঠ এবং আরও গতিশীল ।"

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের দিকে নজর দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়টিকে প্রধানমন্ত্রী মোদি তাঁর বিদেশনীতির মূল ভিত্তি করে তুলেছেন । এটি মাঝে মাঝে ভারতের কৌশলগত স্বায়ত্তশাসন নিয়ে সন্দেহ তৈরি করে । এই সম্পর্ক উভয় দেশকে তাদের বিশ্বব্যাপী প্রচেষ্টায় উপকৃত করেছে । ভারত আইসিইটি (ইনিশিয়েটিভ অন ক্রিটিক্যাল অ্যান্ড ইমার্জিং টেকনোলজি বা সমালোচনামূলক ও উদীয়মান প্রযুক্তির উদ্যোগ), মার্কিন অস্ত্র ও বিনিয়োগ থেকে লাভ করেছে । ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শক্তিশালী চিনকে রুখে দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের একটি শক্তিশালী অংশীদারিত্ব রয়েছে ।

Indo-US Ties
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন (এপি)

এস জয়শঙ্কর তাঁর বইয়ের একটি আলোচনায় বলেছিলেন, "আমাদের বহু মেরুত্বের উপরে যাওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র প্রয়োজনীয়তা আজ অপরিহার্য ৷ যদি আমাদের সেই সিদ্ধান্ত নেওয়ার জায়গার প্রয়োজন হয়, সেই স্বাধীনতা, আমাদের সেই দেশগুলির প্রয়োজন যাদের স্বার্থের মিল রয়েছে আমাদের সঙ্গে ।" প্রতিরক্ষা, মহাকাশ ও অর্ধপরিবাহী (সেমি কন্ডাক্টর) ক্ষেত্রে ক্রমবর্ধমান সহযোগিতা শুধুমাত্র এই বার্তা পাঠায় যে দু’টি দেশ কখনোই দৃষ্টিভঙ্গিতে বেশি একত্রিত হয়নি ।

ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া

প্রধানমন্ত্রী মোদির ইউক্রেন এবং পোল্যান্ড সফর নিয়ে বাইডেনের একটি বিশেষ মন্তব্য ছিল । মার্কিন যুক্তরাষ্ট্র সচেতন যে যদি এই সফরের পর অবশেষে ইউক্রেন যুদ্ধ শেষ হয়, তাহলে জেলেনস্কির বিজয়ের দাবিকে উপেক্ষা করে আলোচনার জন্য ভারতকেই কৃতিত্ব দিতে হবে । মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পাশাপাশি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ভারতই একমাত্র বিশ্বস্ত মধ্যস্থতাকারী ।

মস্কোর সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক নিয়ে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে মতপার্থক্য এক সময় হোঁচট খেয়েছিল । সস্তায় রাশিয়ার তেল কিনে ইউক্রেন যুদ্ধে অর্থায়নের অভিযোগ ওঠে ভারতের বিরুদ্ধে । আজ, এই সম্পর্ককেই ওয়াশিংটন দ্বন্দ্বের অবসান ঘটাতে কাজে লাগাচ্ছে । ইউক্রেন ও রাশিয়ার নেতৃত্বের সঙ্গে ভারতের নিয়মিত বৈঠকগুলি ইঙ্গিত দেয় যে একটি সমাধান নির্ধারণের জন্য অগ্রগতি হচ্ছে ৷

এসসিও (সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন) এবং ব্রিকস+ এ ভারতের অংশগ্রহণকে প্রাথমিকভাবে বিবেচনা করা হয়েছিল যে ভারত চিন এবং রাশিয়ার কৃতিত্ব রয়েছে এমন মার্কিন-বিরোধী প্রতিষ্ঠানে রয়েছে । অনেকেই মনে করেছিলেন যে ভারতের এসসিও সদস্যতা ছেড়ে দেওয়া উচিত । এটা এখন ভিন্নভাবে দেখা হচ্ছে । ভারতের উপস্থিতি তাদের মার্কিন বা পশ্চিম বিরোধী হতে বাধা দিয়েছে । বিবৃতিও সাধারণত নিঃশব্দে হয় ৷

চিনকে নিয়ন্ত্রণে রাখতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের একে অপরকে প্রয়োজন

চিনকে নিয়ন্ত্রণে রাখতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের একে অপরকে প্রয়োজন । কোয়াডের কার্যকারিতা ভারত-মার্কিন সহযোগিতার উপর নির্ভর করে আছে । প্রধানমন্ত্রী মোদি কোয়াডকে "বিশ্বের ভালো করার শক্তি" বলে অভিহিত করেছেন । চিন এই বিষয়ে সচেতন যে কোয়াড তাদের বিরুদ্ধেই একজোট হয়েছে ৷ চায়না ডেইলির সাম্প্রতিক সম্পাদকীয়তে উল্লেখ করা হয়েছে - ভারত কোয়াডে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একজোট হচ্ছে "মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য সমমনস্ক দেশগুলির সঙ্গে কাজ করে এশিয়া-প্রশান্ত মহাসাগরে তার স্বার্থ চরিতার্থ করার জন্য ৷"

Indo-US Ties
ফাইল - গত 22 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিউ ইয়র্কের ইউনিয়নডেলের একটি অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছেন। (এপি)

যদিও বাইডেন এবং তাঁর বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন ও প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন-সহ অন্য উপদেষ্টারা ভারত-মার্কিন সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করার জন্য জোর দিচ্ছেন ৷ তাঁদের কর্মীদের মধ্যে এমন সদস্যরা আছেন, যাঁরা ভারতকে দূরে রাখতে বা ভারতের অভ্যন্তরীণ সংহতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে এমন কার্যকলাপে সমর্থনকারী গোষ্ঠীগুলির পক্ষে রয়েছেন । শিখস ফর জাস্টিস-এর নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে সুরক্ষা দেওয়াও এরই অঙ্গ । পান্নুনকে "তথাকথিত হত্যার চেষ্টা" এবং ভারত সরকারের বিরুদ্ধে তার পরে আদালতে দায়ের হওয়া মামলা ৷ ওই মামলাকে দিল্লি "আবর্জনা" হিসাবে উল্লেখ করার পর সম্পর্কের মধ্যে অস্বস্তি বেড়েছে ।

মার্কিন যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী মোদির অবতরণের ঠিক আগে, হোয়াইট হাউসের কর্মীরা আমেরিকান শিখদের একটি প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেন এবং তাদের মার্কিন সরকারের তরফে সুরক্ষা দেওয়ার আশ্বাস দেন । এই সংগঠনগুলি খালিস্তান গঠনের জন্য বিচ্ছিন্নতাবাদী প্রচারকে সমর্থন করার জন্য পরিচিত । আমেরিকান শিখ ককাস কমিটির প্রীতপাল সিং টুইট করেছেন, "শিখ আমেরিকানদের সুরক্ষা দিতে তাঁদের সতর্কতার জন্য মার্কিন কর্মকর্তাদের ধন্যবাদ । আমাদের সম্প্রদায়ের সুরক্ষায় আরও কিছু করার জন্য আমরা তাঁদের আশ্বাসে বিশ্বাস রাখব । স্বাধীনতা ও ন্যায়বিচার অবশ্যই জয়ী হবে ।" ইউটোপিয়ান খালিস্তান রাষ্ট্রের আন্দোলনকে মার্কিন সরকার সরকারিভাবে প্ররোচনা দিয়েছে বলে মনে হচ্ছে ।

এক বছর আগে ট্রুডো নিজ্জার হত্যাকাণ্ডে ভারতীয়ের জড়িত থাকার কথা তুলে ধরেন । তাঁর অভিযোগ তখন মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন করে । কয়েক মাস আগে নিজ্জারের সম্ভাব্য খুনিদের গ্রেফতার করা সত্ত্বেও আজ পর্যন্ত কোনও প্রমাণ পাওয়া যায়নি । কৃষকদের আন্দোলনের জন্য সবচেয়ে বেশি টাকা এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে । এটা সম্ভব যে সেখানকার সরকার সচেতন ছিল ।

Indo-US Ties
মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা যোগাযোগ উপদেষ্টা জন কিরবি (এপি)

শিখ বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে রক্ষা করার মতো আগ্রহ, ভারতীয় মিশন আক্রমণ এবং হিন্দু উপাসনালয় ভাঙচুর পরবর্তী তদন্তে মার্কিন সরকারী কর্মকর্তারা কখনোই গুরুত্ব দেয়নি । এফবিআই এখনও "আক্রমণাত্মকভাবে তদন্ত" করছে গত বছরের মার্চে সান ফ্রান্সিসকোতে ভারতীয় কনস্যুলেটে হামলার ৷ যদিও ভারতের তরফে সংগ্রহ করা সিসিটিভি ফুটেজ থেকে প্রাপ্ত অপরাধীদের নাম ও বিস্তারিত তথ্য সরবরাহ করেছে ।

সাম্প্রতিক একটি ক্ষেত্রে, নিউইয়র্কে অনুরূপ ঘটনার ঠিক কয়েকদিন পর স্যাক্রামেন্টোর বিএপিএস শ্রী স্বামীনারায়ণ মন্দিরকে হিন্দু-বিরোধী ঘৃণার সঙ্গে অপবিত্র করা হয়েছিল । মার্কিন কর্মকর্তাদের এবং আমেরিকান শিখ ককাসের সদস্যদের বৈঠকের পরে, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা উভয় ক্ষেত্রেই এই ঘটনাগুলি গুরুত্ব পাচ্ছে । অন্যদিকে তদন্ত হয় ধীর গতিতে হচ্ছে বা অস্তিত্বহীন হয়ে যাচ্ছে ।

মার্কিন যুক্তরাষ্ট্র সফরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার

রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিন যুক্তরাষ্ট্র সফর করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান । তিনি মার্কিন সরকারের সমস্ত শীর্ষনেতাদের সঙ্গে দেখা করেন ৷ যাঁদের মধ্যে বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন ছিলেন ৷ বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট, মার্কিন প্রশাসনের সদস্যরা এবং প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঙ্গেও তিনি দেখা করেন ৷ নতুন সরকার গণতন্ত্রের দিকে অগ্রসর হচ্ছে, তাই সকলেই সমর্থন ও সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন ।

ব্লিঙ্কেন মানবাধিকারের প্রতি আনুগত্যের কথা উল্লেখ করলেও বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে হিংসা বন্ধের কথা উল্লেখ করেননি । স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে থাকবে, ততক্ষণ মার্কিন যুক্তরাষ্ট্র সংখ্যালঘু বিরোধী হিংসার বিষয়টিকে উপেক্ষা করবে । এতে ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষতি হবে ৷ কিন্তু তা যুক্তরাষ্ট্রের জন্য উদ্বিগের বিষয় নয় । আশেপাশে ইসলামী চরমপন্থীদের উত্থানের বিষয়টিতে ভারতীয় উদ্বিগ্ন হলেও, সেটাকেও উপেক্ষা করা হচ্ছে ।

Indo-US Ties
ফাইল - রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (এপি)

"সরবরাহ শৃঙ্খল সংক্রান্ত সমস্যার" কারণে সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে গুরুত্বপূর্ণ চুক্তিবদ্ধ সরঞ্জাম সরবরাহে বিলম্ব হচ্ছে । হার্ডওয়্যারের জন্য চুক্তির বিষয়টি ভারতের অগ্রাধিকার, তার সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছে ৷ উদাহরণ হিসেবে অ্যাপাচি হেলিকপ্টারের কথা উল্লেখ করা যায় ৷ এর মাধ্যমে একটি বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে ৷ তা হল - নেতৃত্ব মার্কিন-ভারত সম্পর্কের উন্নতি করতে চাইলেও মার্কিন আমলাতন্ত্রের মধ্যে এমন কেউ কেউ রয়েছেন যাঁরা এখনও ভারত বা তার উদ্দেশ্যকে বিশ্বাস করেন না । এটি আরও স্পষ্ট হয়, যখন দেখা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্রের তথাকথিত স্বাধীন সংস্থাগুলি ভারতের মানবাধিকার রেকর্ড ও গণতান্ত্রিক শংসাপত্রের উপর অযৌক্তিক এবং ভুয়ো উদ্বেগ প্রকাশ করে ।

এটা মেনে নেওয়া উচিত যে নেতারা ঘনিষ্ঠ সম্পর্ক এবং বর্ধিত সম্পর্ক চাওয়া সত্ত্বেও, ভারতের কৌশলগত স্বায়ত্তশাসনকে রোধ করতে সর্ষের মধ্যেই ভূত রয়েছে ৷ তাদের সঙ্গে মোকাবিলা করা চ্যালেঞ্জের বিষয় ৷ কারণ, শীর্ষ নেতৃত্বে পরিবর্তন হলেও তারা একই থাকবে ।

(এই নিবন্ধে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব ৷ এখানে প্রকাশিত তথ্য ও মতামত ইটিভি ভারত-এর মতামতকে প্রতিফলিত করে না ৷)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.