তারাপীঠ, 31 অক্টোবর: আজ দীপান্বিতা অমাবস্যা অর্থাৎ কালীপুজো ৷ আর কালীপুজো মানে সমস্ত সতীপীঠ ও শক্তিপীঠে দেবী কালীর বিশেষ আরাধনা। সঙ্গে প্রচুর ভক্ত সমাগম ৷ ব্যতিক্রম নয় বীরভূমের তারাপীঠও ৷ বরাবরের মতো এবরেও তারাপীঠে প্রচুর ভক্ত সমাগম ৷ এদিন তারা মা-কে বিশেষ ভোগ নিবেদন করা হয় ৷
মন্দির কমিটির সম্পাদক ধ্রুব চ্যাটার্জী বলেন " আজ দুপুর 3টে 7 মিনিট থেকে আগামিকাল 5টা 8 মিনিট পর্যন্ত থাকবে অমাবস্যা ৷ আর অমাবস্যা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই হবে তারাপীঠে বিশেষ আরতি ৷ যা নিত্যদিনের আরতির চেয়ে কিছুটা অন্যরকম। সেই আরতি হবে একটু রাতের দিকে। আর আরতির পর হবে মায়ের খিচুড়ি ভোগ।
কী কী রয়েছে ভোগে ?
- ভাত
- ফ্রায়েড রাইস
- পোলাও
- মুগডাল
- পাঁচ রকম ভাজা
- পাঁচ রকম তরকারি
- বলির পাঁঠার মাংস
- মাছ ভাজা
- শোল মাছ পোড়া
- পাঁচরকম মিষ্টি ও পায়েস
বীরভূমের একটি অন্যতম দর্শনীয় স্থান তারাপীঠ। সারাবছরই ভক্তদের সমাগম থাকে এই সিদ্ধপীঠে ৷ শুধু পশ্চিমবঙ্গ নয়, ভিনরাজ্য ঝাড়খণ্ড, বিহার ও দূরদূরান্তের ভক্তরা ভিড় করেন তারা মায়ের দ্বারে ৷ মনোবাসনা নিয়ে মায়ের কাছে প্রার্থনা করেন ভক্তরা। তবে তার মধ্যে বছরের কয়েকটি বিশেষ দিনের মধ্যে, কালীপুজোয় উপচে পড়ে ভক্তের ঢল।
তারাপীঠ মন্দির কমিটির সভাপতি বলেন "এই দিনগুলিতে যাতে কোনওরকম বিশৃঙ্কলা ও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, তার জন্য মোতায়েন থাকে পর্যাপ্ত পুলিশ বাহিনী। সঙ্গে কড়া নজরদারি চলে প্রশাসনেরও। উদ্দেশ্য একটাই তারা মায়ের চরণে এসে যেন নির্বিঘ্নে পুজো দিতে পারেন ভক্তরা।"
পড়ুন: রাজবেশে তারা মা, অমাবস্যা শুরু হলে পূজিত হবেন কালী রূপে