ETV Bharat / lifestyle

সোনার তুলনায় রুপোর দিকেই আগ্রহ বেশি, বলছেন স্বর্ণ ব্যবসায়ীরা - DHANTERAS 2024

ধনতেরাস আসলেই সোনার গয়না কেনার চল বহুদিনের ৷ দামের ভিত্তিতে কী ধরনের গয়না মানুষ কিনছেন খোঁজ নিল ইটিভি ভারত ৷

Dhanteras 2024
ধনতেরাস (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Lifestyle Team

Published : Oct 28, 2024, 4:30 PM IST

কলকাতা: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা ৷ তারপরই শুরু ধনতেরাস ৷ গয়না কেনার আদর্শ লগ্ন । গয়নার দাম ঊর্ধমুখী হোক বা নিম্নমুখী মানবজাতির এর প্রতি আগ্রহ চিরকালীন । গয়না যেমন সাজসজ্জার জন্য দরকারি তেমনি বিপদে পড়লেও এই গয়নাই কাজ করে রক্ষাকবচ হিসেবে । পুরাণে তাকালেও তার প্রমাণ মিলবে ।

জনকদুহিতা সীতা সালংকারা হয়েই বনগমন করেছিলেন । আর তাই তিনি পুষ্পকরথ থেকে গয়না ছুঁড়ে ফেলতে ফেলতে লঙ্কায় যেতে পেরেছিলেন । আর তাঁর সেই গয়না দেখেই রামচন্দ্র তাঁর যাত্রাপথ ট্র‍্যাক করতে পেরেছিলেন । আবার হনুমানের লঙ্কাবিজয়ের পরেও সীতার হাতের আংটি ছিল স্বামী রামচন্দ্রের কাছে সীতার অস্তিত্বের বড় প্রমাণ ৷ একেই বলে স্ত্রী ধন ।

ধনতেরাসে সোনার গয়নার চল (ইটিভি ভারত)

তাই এই সময়ে স্ত্রী ধন কিনতে কাতারে কাতারে মানুষ ভিড় জমায় সোনার দোকানে । এই মুহূর্তে সোনার দাম আকাশছোঁয়া । উল্লেখ্য গয়নার বাজারে এই মুহূর্তে মহিমা দেখাচ্ছে রুপোর গয়নাও । নানা ডিজাইনের রুপোর গয়না চোখ ধাঁধিয়ে দিচ্ছে সজ্জাবিলাসী নারীর । এক ঝলকে 28 অক্টোবরের সোনা রুপোর দামটা জেনে নেওয়া যাক ।
28 অক্টোবরের হিসেব অনুযায়ী 24 ক্যারেট 1 গ্রাম সোনার দাম 7,801.50/- টাকা । অর্থাৎ 10 গ্রামের দাম 78,015.00/- টাকা । 22 ক্যারেট 2 গ্রাম সোনার দাম 7146.20/- টাকা, 10 গ্রাম সোনার দাম 71,462/- টাকা ।
28 অক্টোবর, 2024 কলকাতায় প্রতি কেজি রুপোর বাটের দাম 97750 টাকা ৷ অন্য দিকে খুচরো রুপোর প্রতি কেজির দাম 97850 টাকা ৷

ধনতেরাস উৎসবে এই মুহূর্তে কেমন চেহারা সোনার দোকানে? কী বলছেন স্বর্ণ ব্যবসায়ীরা? জেনে নিল ইটিভি ভারত । স্বর্ণ ব্যবসায়ী শুভঙ্কর চক্রবর্তী বলেন, "ওজনে কম কিনলেও কিনছেন । দাম আগ্রহে প্রভাব ফেলেনি । এইসময়ে কম ওজনে রকমারি গয়না আমরা বানাই । যাতে সবাই খুশি মনে কিছু না কিছু নিয়ে বাড়ি যেতে পারেন । এক্সচেঞ্জের অফারও আছে ।"

স্বর্ণ ব্যবসায়ী পিকু কুরি বলেন, "গতবার ব্যবসা ভালো হয়েছে । এবার দামের কথা ভেবে মানুষের ভারী গয়না কেনার প্রতি আগ্রহ কম । কিনলেও হালকা সোনা কিনছে ৷ যারা আগে 5 গ্রামের জিনিস নিতেন তারা এখন 2 গ্রামের জিনিস কিনছেন । তবে, বেশিরভাগ মানুষ রুপোর হার, কানের দুল, শো পিস, থালা এই জাতীয় জিনিস কিনছেন । এই সময়ে ডিসকাউন্ট চলে মজুরিতে । গিফটও দিই আমরা । পাশাপাশি ক্রেতার কথা মাথায় রেখে হালকা ওজনের গয়না বানিয়ে রাখতে হচ্ছে । যেহেতু ভারী গয়না তাঁরা কিনছেন না । "

কলকাতা: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা ৷ তারপরই শুরু ধনতেরাস ৷ গয়না কেনার আদর্শ লগ্ন । গয়নার দাম ঊর্ধমুখী হোক বা নিম্নমুখী মানবজাতির এর প্রতি আগ্রহ চিরকালীন । গয়না যেমন সাজসজ্জার জন্য দরকারি তেমনি বিপদে পড়লেও এই গয়নাই কাজ করে রক্ষাকবচ হিসেবে । পুরাণে তাকালেও তার প্রমাণ মিলবে ।

জনকদুহিতা সীতা সালংকারা হয়েই বনগমন করেছিলেন । আর তাই তিনি পুষ্পকরথ থেকে গয়না ছুঁড়ে ফেলতে ফেলতে লঙ্কায় যেতে পেরেছিলেন । আর তাঁর সেই গয়না দেখেই রামচন্দ্র তাঁর যাত্রাপথ ট্র‍্যাক করতে পেরেছিলেন । আবার হনুমানের লঙ্কাবিজয়ের পরেও সীতার হাতের আংটি ছিল স্বামী রামচন্দ্রের কাছে সীতার অস্তিত্বের বড় প্রমাণ ৷ একেই বলে স্ত্রী ধন ।

ধনতেরাসে সোনার গয়নার চল (ইটিভি ভারত)

তাই এই সময়ে স্ত্রী ধন কিনতে কাতারে কাতারে মানুষ ভিড় জমায় সোনার দোকানে । এই মুহূর্তে সোনার দাম আকাশছোঁয়া । উল্লেখ্য গয়নার বাজারে এই মুহূর্তে মহিমা দেখাচ্ছে রুপোর গয়নাও । নানা ডিজাইনের রুপোর গয়না চোখ ধাঁধিয়ে দিচ্ছে সজ্জাবিলাসী নারীর । এক ঝলকে 28 অক্টোবরের সোনা রুপোর দামটা জেনে নেওয়া যাক ।
28 অক্টোবরের হিসেব অনুযায়ী 24 ক্যারেট 1 গ্রাম সোনার দাম 7,801.50/- টাকা । অর্থাৎ 10 গ্রামের দাম 78,015.00/- টাকা । 22 ক্যারেট 2 গ্রাম সোনার দাম 7146.20/- টাকা, 10 গ্রাম সোনার দাম 71,462/- টাকা ।
28 অক্টোবর, 2024 কলকাতায় প্রতি কেজি রুপোর বাটের দাম 97750 টাকা ৷ অন্য দিকে খুচরো রুপোর প্রতি কেজির দাম 97850 টাকা ৷

ধনতেরাস উৎসবে এই মুহূর্তে কেমন চেহারা সোনার দোকানে? কী বলছেন স্বর্ণ ব্যবসায়ীরা? জেনে নিল ইটিভি ভারত । স্বর্ণ ব্যবসায়ী শুভঙ্কর চক্রবর্তী বলেন, "ওজনে কম কিনলেও কিনছেন । দাম আগ্রহে প্রভাব ফেলেনি । এইসময়ে কম ওজনে রকমারি গয়না আমরা বানাই । যাতে সবাই খুশি মনে কিছু না কিছু নিয়ে বাড়ি যেতে পারেন । এক্সচেঞ্জের অফারও আছে ।"

স্বর্ণ ব্যবসায়ী পিকু কুরি বলেন, "গতবার ব্যবসা ভালো হয়েছে । এবার দামের কথা ভেবে মানুষের ভারী গয়না কেনার প্রতি আগ্রহ কম । কিনলেও হালকা সোনা কিনছে ৷ যারা আগে 5 গ্রামের জিনিস নিতেন তারা এখন 2 গ্রামের জিনিস কিনছেন । তবে, বেশিরভাগ মানুষ রুপোর হার, কানের দুল, শো পিস, থালা এই জাতীয় জিনিস কিনছেন । এই সময়ে ডিসকাউন্ট চলে মজুরিতে । গিফটও দিই আমরা । পাশাপাশি ক্রেতার কথা মাথায় রেখে হালকা ওজনের গয়না বানিয়ে রাখতে হচ্ছে । যেহেতু ভারী গয়না তাঁরা কিনছেন না । "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.