শিলিগুড়ি, 9 অক্টোবর: এবারের দুর্গাপুজোয় শিলিগুড়িতে উঠে এল এক চিলতে শান্তিনিকেতন ৷ শান্তিনিকেতনের পাশাপাশি সোনাঝুরির হাটের ঝলক মন কাড়বে দর্শনার্থীদের । এই থিমের দেখা মিলবে শিলিগুড়ির কলেজপাড়া কমিটির পুজোতে ৷ তাদের এবারের থিম 'লাল মাটির লালন কথা' ।
এবার কলেজপাড়ার পুজো 74তম বর্ষে পদার্পণ করেছে । আর তাদের এবারের পুজোতে লাল মাটির লালন কথাই তাক লাগাচ্ছে শহরবাসীকে । প্রতিবারই কলেজপাড়া থিম পুজোয় একটা আলাদা মাত্রা এনে দেয় । থিম পুজোয় প্রতিবারই ব্যাপক ভিড়ের সমাগম হয় । কিন্তু এবারে শহুরে থিম থেকে দূরে সরে গ্রাম বাংলার হাট, আলপোনা এবং বোলপুর শান্তিনিকেতনের বাঙালি সংস্কৃতিকে বিভিন্ন কারুকার্যের মাধ্যমে তুলে ধরা হয়েছে কলেজপাড়া দুর্গাপুজো কমিটির পুজোতে ।
গত একমাস ধরে প্রায় 20 জন শিল্পী মণ্ডপসজ্জ্বার কাজ করেছেন । এমনকী মণ্ডপসজ্জার যাবতীয় সামগ্রী আনা হয়েছে বোলপুর থেকে । মণ্ডপসজ্জায় ব্যবহার করা হয়েছে কুলো, খড়, কাঠ, কাপড়, আলপনা, বাঁশের মতো পরিবেশবান্ধব সামগ্রী ।
দেবী দুর্গাকেও এখানে দেখা যাবে শান্তিনিকেতনের সাজে । গোটা মণ্ডপসজ্জার মাঝে তুলে ধরা হয়েছে সোনাঝুরি হাটের একটি ঝলক । সঙ্গে বাউল সঙ্গীত ৷ এছাড়াও রাখা হয়েছে সুন্দর আলপনা । মনকাড়া আলপনার মাধ্যমে সাজিয়ে তোলা হয়েছে গোটা মণ্ডপ ।
পুজো কমিটির সদস্য সোমনাথ মৌলিক বলেন, "শান্তিনিকেতন ও সোনাঝুরি হাটের একটা অংশকে আমরা তুলে ধরেছি আমাদের মণ্ডপে। লাল মাটির লালন কথা এ বছর আমাদের থিম । গ্রাম বাংলা ও শান্তিনিকেতনের আলপনা-বাঙালি সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে এবার ।"
আরেক সদস্য দীপঙ্কর সোমের কথায়, "লাল মাটির লালন কথার মাধ্যমে লাল মাটির যে ষোলো আনা বাঙালিয়ানা সংস্কৃতিকে আমরা তুলে ধরেছি এই থিমে । সম্পূর্ণ পরিবেশবান্ধব সামগ্রী দিয়ে মণ্ডপ তৈরি করা হয়েছে । আণাদের আশা এই মণ্ডপ দর্শকদের ভালো লাগবে ৷"