ETV Bharat / international

1955 সাল থেকে নেপালে 69 বিমান দুর্ঘটনায় মৃত 900, জানুন বিশদ পরিসংখ্যান - PLANE ACCIDENTS IN NEPAL - PLANE ACCIDENTS IN NEPAL

PLANE ACCIDENTS IN NEPAL: আজ ফের নেপালে দুর্ঘটনার কবলে পড়েছে বিমান ৷ মৃত্যু হয়েছে 18 জনের ৷ 1955 সাল থেকে নেপাল মোট 69টি বিমান দুর্ঘটনার সাক্ষী হয়েছে ৷ এই সময়কালে সে দেশে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 900 জনের ৷ জেনে নিন, কবে কীভাবে হয় বিমান দুর্ঘটনাগুলি ৷ ঘন ঘন বিমান দুর্ঘটনার কারণই বা কী ?

ETV BHARAT
নেপালে বিমান দুর্ঘটনার পরিসংখ্যান (ছবি: এএনআই)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 24, 2024, 2:32 PM IST

কলকাতা, 24 জুলাই: আজ কাঠমান্ডু বিমানবন্দরে বিমান দুর্ঘটনায় 18 জনের মৃত্যু হয়েছে ৷ এর আগেও সাম্প্রতিক বছরগুলিতে নেপাল অসংখ্য বিমান দুর্ঘটনার সাক্ষী হয়েছে । নেপাল প্রশাসনের দেওয়া হিসেব বলছে, 1955 সাল থেকে সে দেশে কমপক্ষে 69টি বিমান দুর্ঘটনা হয়েছে । এর মধ্যে 45টি ছিল সাংঘাতিক ।

1955 সাল থেকে নেপালে বিমান দুর্ঘটনায় প্রায় 900 জনের মৃত্যু হয়েছে । 2013 সালের ডিসেম্বরে ইউরোপীয় আকাশসীমায় নেপালের সমস্ত বিমান সংস্থার বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করে ইউরোপীয় ইউনিয়ন ৷ উল্লেখ্য, সুরক্ষা নিয়ে উদ্বেগের বিষয়টি সর্বশেষ 2022 সালের নভেম্বরে পর্যালোচনা করা হয় এবং এখনও পর্যন্ত সেই নিষেধাজ্ঞা অব্যাহত রয়েছে ৷

নেপালে ঘন ঘন বিমান দুর্ঘটনার মূল কারণ

● পাইলটদের অপর্যাপ্ত প্রশিক্ষণ এবং বিমানের রক্ষণাবেক্ষণের অভাব ।

● নেপালি এয়ারক্রাফ্ট অপারেটরদের নতুন বিমান কেনার সামর্থ্য নেই ৷ ফলে অনেকে সস্তায় ব্যবহৃত বিমান কিনতে বাধ্য হন ৷

● চ্যালেঞ্জিং ভৌগোলিক অবস্থানের জন্য নেপালের অনেকগুলো ছোট ছোট এবং প্রত্যন্ত এলাকায় বিমানবন্দর রয়েছে ৷

● সঠিক আবহাওয়ার পূর্বাভাসের জন্য পরিকাঠামোর অভাব, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে, চ্যালেঞ্জিং পার্বত্য অঞ্চলে তার কারণে অতীতে মারাত্মক দুর্ঘটনা ঘটেছে ।

● পাহাড়ে আবহাওয়াও দ্রুত পরিবর্তন হয়, আর তার প্রভাব পড়ে উড়ানের উপর ৷

নেপালে বিমান দুর্ঘটনার পরিসংখ্যান

● 15.01.2023: পোখরায় ইয়েতি এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় বিমানে থাকা 72 জনের মধ্যে 68 জনের মৃত্যু হয় ৷ 1992 সালে পাকিস্তানের আন্তর্জাতিক বিমান সংস্থার বিমান দুর্ঘটনায় বিমানে থাকা 167 জনের সবার মৃত্যু হয়েছিল ৷ সেই ঘটনার পর পোখরার বিমান দুর্ঘটনাই দেশের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা ৷

● 29.05.2022: টুইন অটার বিমান দুর্ঘটনায় 16 জন নেপালি, 4 জন ভারতীয় এবং 2 জন জার্মানের মৃত্যু হয় ৷ বিমানটি পোখরা থেকে ওড়ার 15 মিনিট পরেই ভেঙে পড়ে ৷ এর পরিচালনা করে ইয়েতি ইউনিট তারা এয়ার ।

● 12.03.2018: বাংলাদেশি এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় বিমানে থাকা 71 জনের মধ্যে 51 জনের মৃত্যু হয় ৷ বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে আসা বিমানটি একটি ফুটবল মাঠে স্লিপ করে কাঠমান্ডু বিমানবন্দরে ভেঙে পড়ে এবং তাতে আগুন ধরে বিস্ফোরণ ঘটে ৷

● 24.02.2016: তারা এয়ার পরিচালিত টুইন অটার বিমান পোখরায় ভেঙে পড়ে 23 জনের মৃত্যু হয় । মায়াগদি জেলার পাহাড়ি এলাকায় বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে ৷

● 16.02.2014: আরঘাখাঞ্চি জেলায় নেপাল এয়ারলাইন্সের একটি বিমান দুর্ঘটনায় 18 জনের মৃত্যু হয় । এই দুর্ঘটনায় উদ্ধারকারীরা পার্বত্য গ্রামাঞ্চলে মৃতদের দেহাবশেষ এবং ধ্বংসাবশেষ খুঁজে বেরিয়েছে ।

● 28.09.2012: 19 জন লোককে নিয়ে মাউন্ট এভারেস্টের দিকে উড়ে যাওয়া একটি বিমান নেপালের রাজধানীতে এলে তাতে আগুন ধরে যায় ৷ এই দুর্ঘটনায় সাতজন ব্রিটিশ এবং পাঁচজন চিনা নাগরিক-সহ বামেন থাকা সবার মৃত্যু হয় ৷

● 14 মে, 2012: ভারতীয় তীর্থযাত্রীদের বহনকারী অগ্নি এয়ারের বিমান উত্তর নেপালের মারাত্মক উচ্চতাসম্পন্ন বিমানবন্দর জোমসমের কাছে ভেঙে পড়লে 15 জনের মৃত্যু হয় ৷ কোনওক্রমে প্রাণে বাঁচেন ছয়জন ৷

● 25.09.2011: মাউন্ট এভারেস্টের চারপাশে দর্শনীয় স্থান ভ্রমণে পর্যটকদের নিয়ে যাওয়া একটি ছোট বিমান কাঠমান্ডুর কাছে পাহাড়ের ধারে দুর্ঘটনার কবলে পড়ে, তাতে থাকা 19 জনের সবার মৃত্যু হয় ৷

● 15.12.2010: পূর্ব নেপালে ভেঙে পড়া একটি যাত্রীবাহী বিমানে ছিলেন 22 জন যাত্রী এবং ক্রু ৷ তাঁদের সবার মৃত্যু হয় ৷ নিহতদের অধিকাংশই ভুটানের তীর্থযাত্রী, যাঁদের মধ্যে একজন মার্কিন নাগরিকও ছিলেন ৷

● 24.08.2010: কাঠমান্ডুর কাছে খারাপ আবহাওয়ায় একটি ছোট অগ্নি এয়ারের বিমান দুর্ঘটনার কবলে পড়ে ৷ তাতে চার আমেরিকান, একজন জাপানি এবং একজন ব্রিটিশ নাগরিক-সহ 14 জনের মৃত্যু হয় ৷

● 08.10.2008: উত্তর-পূর্ব নেপালের দুর্গম পাহাড়ে টুইন অটার বিমান দুর্ঘটনায় 18 জন নিহত হন ।

● 22.08.2002: টুইন অটার বিমান খারাপ আবহাওয়ায় একটি পাহাড়ে ধাক্কা খেলে 18 জন নিহত হন ।

● 27.07.2000: পশ্চিম নেপালে একটি টুইন অটার যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় 25 জনের মৃত্যু হয় ৷

● 28.09.1992: পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিমান দুর্ঘটনায় 167 জনের মৃত্যু হয় ৷ এটি নেপালের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা ৷

কলকাতা, 24 জুলাই: আজ কাঠমান্ডু বিমানবন্দরে বিমান দুর্ঘটনায় 18 জনের মৃত্যু হয়েছে ৷ এর আগেও সাম্প্রতিক বছরগুলিতে নেপাল অসংখ্য বিমান দুর্ঘটনার সাক্ষী হয়েছে । নেপাল প্রশাসনের দেওয়া হিসেব বলছে, 1955 সাল থেকে সে দেশে কমপক্ষে 69টি বিমান দুর্ঘটনা হয়েছে । এর মধ্যে 45টি ছিল সাংঘাতিক ।

1955 সাল থেকে নেপালে বিমান দুর্ঘটনায় প্রায় 900 জনের মৃত্যু হয়েছে । 2013 সালের ডিসেম্বরে ইউরোপীয় আকাশসীমায় নেপালের সমস্ত বিমান সংস্থার বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করে ইউরোপীয় ইউনিয়ন ৷ উল্লেখ্য, সুরক্ষা নিয়ে উদ্বেগের বিষয়টি সর্বশেষ 2022 সালের নভেম্বরে পর্যালোচনা করা হয় এবং এখনও পর্যন্ত সেই নিষেধাজ্ঞা অব্যাহত রয়েছে ৷

নেপালে ঘন ঘন বিমান দুর্ঘটনার মূল কারণ

● পাইলটদের অপর্যাপ্ত প্রশিক্ষণ এবং বিমানের রক্ষণাবেক্ষণের অভাব ।

● নেপালি এয়ারক্রাফ্ট অপারেটরদের নতুন বিমান কেনার সামর্থ্য নেই ৷ ফলে অনেকে সস্তায় ব্যবহৃত বিমান কিনতে বাধ্য হন ৷

● চ্যালেঞ্জিং ভৌগোলিক অবস্থানের জন্য নেপালের অনেকগুলো ছোট ছোট এবং প্রত্যন্ত এলাকায় বিমানবন্দর রয়েছে ৷

● সঠিক আবহাওয়ার পূর্বাভাসের জন্য পরিকাঠামোর অভাব, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে, চ্যালেঞ্জিং পার্বত্য অঞ্চলে তার কারণে অতীতে মারাত্মক দুর্ঘটনা ঘটেছে ।

● পাহাড়ে আবহাওয়াও দ্রুত পরিবর্তন হয়, আর তার প্রভাব পড়ে উড়ানের উপর ৷

নেপালে বিমান দুর্ঘটনার পরিসংখ্যান

● 15.01.2023: পোখরায় ইয়েতি এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় বিমানে থাকা 72 জনের মধ্যে 68 জনের মৃত্যু হয় ৷ 1992 সালে পাকিস্তানের আন্তর্জাতিক বিমান সংস্থার বিমান দুর্ঘটনায় বিমানে থাকা 167 জনের সবার মৃত্যু হয়েছিল ৷ সেই ঘটনার পর পোখরার বিমান দুর্ঘটনাই দেশের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা ৷

● 29.05.2022: টুইন অটার বিমান দুর্ঘটনায় 16 জন নেপালি, 4 জন ভারতীয় এবং 2 জন জার্মানের মৃত্যু হয় ৷ বিমানটি পোখরা থেকে ওড়ার 15 মিনিট পরেই ভেঙে পড়ে ৷ এর পরিচালনা করে ইয়েতি ইউনিট তারা এয়ার ।

● 12.03.2018: বাংলাদেশি এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় বিমানে থাকা 71 জনের মধ্যে 51 জনের মৃত্যু হয় ৷ বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে আসা বিমানটি একটি ফুটবল মাঠে স্লিপ করে কাঠমান্ডু বিমানবন্দরে ভেঙে পড়ে এবং তাতে আগুন ধরে বিস্ফোরণ ঘটে ৷

● 24.02.2016: তারা এয়ার পরিচালিত টুইন অটার বিমান পোখরায় ভেঙে পড়ে 23 জনের মৃত্যু হয় । মায়াগদি জেলার পাহাড়ি এলাকায় বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে ৷

● 16.02.2014: আরঘাখাঞ্চি জেলায় নেপাল এয়ারলাইন্সের একটি বিমান দুর্ঘটনায় 18 জনের মৃত্যু হয় । এই দুর্ঘটনায় উদ্ধারকারীরা পার্বত্য গ্রামাঞ্চলে মৃতদের দেহাবশেষ এবং ধ্বংসাবশেষ খুঁজে বেরিয়েছে ।

● 28.09.2012: 19 জন লোককে নিয়ে মাউন্ট এভারেস্টের দিকে উড়ে যাওয়া একটি বিমান নেপালের রাজধানীতে এলে তাতে আগুন ধরে যায় ৷ এই দুর্ঘটনায় সাতজন ব্রিটিশ এবং পাঁচজন চিনা নাগরিক-সহ বামেন থাকা সবার মৃত্যু হয় ৷

● 14 মে, 2012: ভারতীয় তীর্থযাত্রীদের বহনকারী অগ্নি এয়ারের বিমান উত্তর নেপালের মারাত্মক উচ্চতাসম্পন্ন বিমানবন্দর জোমসমের কাছে ভেঙে পড়লে 15 জনের মৃত্যু হয় ৷ কোনওক্রমে প্রাণে বাঁচেন ছয়জন ৷

● 25.09.2011: মাউন্ট এভারেস্টের চারপাশে দর্শনীয় স্থান ভ্রমণে পর্যটকদের নিয়ে যাওয়া একটি ছোট বিমান কাঠমান্ডুর কাছে পাহাড়ের ধারে দুর্ঘটনার কবলে পড়ে, তাতে থাকা 19 জনের সবার মৃত্যু হয় ৷

● 15.12.2010: পূর্ব নেপালে ভেঙে পড়া একটি যাত্রীবাহী বিমানে ছিলেন 22 জন যাত্রী এবং ক্রু ৷ তাঁদের সবার মৃত্যু হয় ৷ নিহতদের অধিকাংশই ভুটানের তীর্থযাত্রী, যাঁদের মধ্যে একজন মার্কিন নাগরিকও ছিলেন ৷

● 24.08.2010: কাঠমান্ডুর কাছে খারাপ আবহাওয়ায় একটি ছোট অগ্নি এয়ারের বিমান দুর্ঘটনার কবলে পড়ে ৷ তাতে চার আমেরিকান, একজন জাপানি এবং একজন ব্রিটিশ নাগরিক-সহ 14 জনের মৃত্যু হয় ৷

● 08.10.2008: উত্তর-পূর্ব নেপালের দুর্গম পাহাড়ে টুইন অটার বিমান দুর্ঘটনায় 18 জন নিহত হন ।

● 22.08.2002: টুইন অটার বিমান খারাপ আবহাওয়ায় একটি পাহাড়ে ধাক্কা খেলে 18 জন নিহত হন ।

● 27.07.2000: পশ্চিম নেপালে একটি টুইন অটার যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় 25 জনের মৃত্যু হয় ৷

● 28.09.1992: পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিমান দুর্ঘটনায় 167 জনের মৃত্যু হয় ৷ এটি নেপালের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.