ETV Bharat / international

প্রথম রাউন্ডের ভোটের শেষে ফ্রান্সে এগিয়ে অতি-ডানপন্থী ন্যাশনাল ব়়্যালি - France Elections

author img

By PTI

Published : Jul 1, 2024, 8:28 PM IST

France Elections: ফ্রান্সে চলছে ন্যাশনাল অ্যাসেম্বলির ভোট ৷ সেই ভোটে এগিয়ে অতি-ডানপন্থী ন্যাশনাল ব়়্যালি ৷ যা চিন্তায় ফেলেছে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাঁকরকে ৷

France Elections
ফ্রান্সে চলছে ন্যাশনাল অ্যাসেম্বলির ভোট (নিজস্ব চিত্র)

প্যারিস, 30 জুন: ফ্রান্সের নির্বাচনের প্রথম রাউন্ডে ফরাসি ভোটাররা রবিবার অতি-ডানপন্থী দল ন্যাশনাল ব়্যালির পক্ষে সমর্থন দেওয়ার ইঙ্গিত দিয়েছেন ৷ ফলে ইউরোপের ওই দেশে রাজনৈতিক অনিশ্চয়তার আশঙ্কা তৈরি হয়েছে ৷ ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাঁকর তিন সপ্তাহ আগে সকলকে চমকে দিয়ে ভোট ঘোষণা করেছিলেন ৷ সেই ভোটের পর প্রথম রাউন্ডের ফলাফলের ইঙ্গিত মেলার পর ফরাসি প্রেসিডেন্ট দ্বিতীয় রাউন্ডের ভোটের আগে ভোটারদের কাছে অতি-ডানপন্থীদের প্রত্যাখ্যান করার আরজি জানিয়েছেন ৷

অন্যদিকে ফ্রান্সের অতি-ডানপন্থী দল ন্যাশনাল ব়্যালির নেত্রী মেরিন লে পেন দেশে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার সরকার গঠনের ডাক দিয়েছেন ৷ তাঁর বিশ্বাস যে অতি-ডানপন্থীরাই ফ্রান্সে এবার সরকার গড়বে ৷ তাঁর দলের প্রেসিডেন্ট জর্ডন বারডেল্লা প্রধানমন্ত্রী হিসেবে ফ্রান্সকে সংকটের হাত থেকে মুক্তি দেবেন ৷

ফ্রান্সের সংসদের নিম্নকক্ষে এবার ন্যাশনাল ব়্যালিই সংখ্যাগরিষ্ঠ হতে পারে বলে অনেকেই পূর্বাভাস দিয়েছে ৷ প্রথম রাউন্ডের শেষে তারা এক তৃতীয়াংশ আসনে এগিয়ে আছে বলে খবর ৷ সেটা হলে এই প্রথম তারা সংখ্যাগরিষ্ঠতা পাবে ৷ 2022 সালের ভোটে প্রথম রাউন্ডে তারা মাত্র 18 শতাংশ আসন পেয়েছিল ৷

ইউরোপের ভোটে এই দলের সাফল্য আসার পরই ফরাসি প্রেসিডেন্ট আচমকা ভোট ঘোষণা করে দেন ৷ কিন্তু প্রথম রাউন্ডের পর তাঁর দল একেবারেই ভালো অবস্থায় নেই ৷ তাই দ্বিতীয় রাউন্ডে তাঁদের অনেক বড় জয় দরকার ৷ সেটা না হলে সমস্যায় পড়বেন মাঁকর নিজেই ৷ কারণ, সেক্ষেত্রে ফ্রান্সের প্রধানমন্ত্রী পদে এমন একজন বসবেন, যিনি বরাবরই মাঁকরের নীতির সমালোচনা করে এসেছেন ৷

ফ্রান্সের দুই রাউন্ডের ভোট শেষ হবে আগামী 7 জুলাই ৷ ফ্রান্সের সংসদের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলির 577 জন সদস্যকে নির্বাচন করবেন 49.5 মিলিয়ন ফরাসি ভোটার ৷ রবিবার প্রথম রাউন্ডে 59 শতাংশ মানুষ ভোট দিয়েছেন ৷ 2022 সালের তুলনায় প্রথম রাউন্ডে 20 শতাংশ বেশি ভোট পড়েছে ৷ বেশি ভোট পড়ায় আদতে মাঁকরেরই সুবিধা হবে বলে অনেকে মনে করেছেন ৷

এই ভোটের ফল শুধু ফ্রান্স নয়, ইউরোপের আর্থিক বাজার, ইউক্রেনের পক্ষে পশ্চিম বিশ্বের সমর্থন, ফ্রান্সের পরমাণু পরমাণু অস্ত্র ভাণ্ডার ও বিশ্বের সেনাবাহিনীর উপরও প্রভাব পড়বে ৷ এখন দেখার মাঁকরের উপর নানা কারণে ফরাসিদের রাগের প্রতিফলন এই ভোটে হয় কি না ! সেই ক্ষোভের মধ্যে জনপ্রিয় হয়েছে মেরিন লে পেনের অভিবাসন বিরোধী নীতি ৷ এগুলোকেই হাতিয়ার করে প্রচার চালিয়েছে ন্যাশনাল ব়়্যালি ৷ তবে শুধু ন্যাশনাল ব়্যালিই নয়, আরও কয়েকটি রাজনৈতিক দল ও জোট মাঁকরের বিভিন্ন নীতির বিরুদ্ধে সরব ৷

এদিকে এমানুয়েল মাঁকরের ফরাসি প্রেসিডেন্ট পদের মেয়াদ 2027 সালে শেষ হবে ৷ ন্যাশনাল ব়্যালি ক্ষমতায় এলে ঘরে-বাইরে তিনি সমস্যা পড়বেন ঠিকই ৷ তার পরও তিনি মেয়াদ শেষের আগে পদ ছাড়বেন না বলেই মনে করা হচ্ছে ৷ তাই শেষপর্যন্ত কী হয়, তা জানার জন্য ভোটের ফল প্রকাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করতেই হবে ৷

প্যারিস, 30 জুন: ফ্রান্সের নির্বাচনের প্রথম রাউন্ডে ফরাসি ভোটাররা রবিবার অতি-ডানপন্থী দল ন্যাশনাল ব়্যালির পক্ষে সমর্থন দেওয়ার ইঙ্গিত দিয়েছেন ৷ ফলে ইউরোপের ওই দেশে রাজনৈতিক অনিশ্চয়তার আশঙ্কা তৈরি হয়েছে ৷ ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাঁকর তিন সপ্তাহ আগে সকলকে চমকে দিয়ে ভোট ঘোষণা করেছিলেন ৷ সেই ভোটের পর প্রথম রাউন্ডের ফলাফলের ইঙ্গিত মেলার পর ফরাসি প্রেসিডেন্ট দ্বিতীয় রাউন্ডের ভোটের আগে ভোটারদের কাছে অতি-ডানপন্থীদের প্রত্যাখ্যান করার আরজি জানিয়েছেন ৷

অন্যদিকে ফ্রান্সের অতি-ডানপন্থী দল ন্যাশনাল ব়্যালির নেত্রী মেরিন লে পেন দেশে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার সরকার গঠনের ডাক দিয়েছেন ৷ তাঁর বিশ্বাস যে অতি-ডানপন্থীরাই ফ্রান্সে এবার সরকার গড়বে ৷ তাঁর দলের প্রেসিডেন্ট জর্ডন বারডেল্লা প্রধানমন্ত্রী হিসেবে ফ্রান্সকে সংকটের হাত থেকে মুক্তি দেবেন ৷

ফ্রান্সের সংসদের নিম্নকক্ষে এবার ন্যাশনাল ব়্যালিই সংখ্যাগরিষ্ঠ হতে পারে বলে অনেকেই পূর্বাভাস দিয়েছে ৷ প্রথম রাউন্ডের শেষে তারা এক তৃতীয়াংশ আসনে এগিয়ে আছে বলে খবর ৷ সেটা হলে এই প্রথম তারা সংখ্যাগরিষ্ঠতা পাবে ৷ 2022 সালের ভোটে প্রথম রাউন্ডে তারা মাত্র 18 শতাংশ আসন পেয়েছিল ৷

ইউরোপের ভোটে এই দলের সাফল্য আসার পরই ফরাসি প্রেসিডেন্ট আচমকা ভোট ঘোষণা করে দেন ৷ কিন্তু প্রথম রাউন্ডের পর তাঁর দল একেবারেই ভালো অবস্থায় নেই ৷ তাই দ্বিতীয় রাউন্ডে তাঁদের অনেক বড় জয় দরকার ৷ সেটা না হলে সমস্যায় পড়বেন মাঁকর নিজেই ৷ কারণ, সেক্ষেত্রে ফ্রান্সের প্রধানমন্ত্রী পদে এমন একজন বসবেন, যিনি বরাবরই মাঁকরের নীতির সমালোচনা করে এসেছেন ৷

ফ্রান্সের দুই রাউন্ডের ভোট শেষ হবে আগামী 7 জুলাই ৷ ফ্রান্সের সংসদের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলির 577 জন সদস্যকে নির্বাচন করবেন 49.5 মিলিয়ন ফরাসি ভোটার ৷ রবিবার প্রথম রাউন্ডে 59 শতাংশ মানুষ ভোট দিয়েছেন ৷ 2022 সালের তুলনায় প্রথম রাউন্ডে 20 শতাংশ বেশি ভোট পড়েছে ৷ বেশি ভোট পড়ায় আদতে মাঁকরেরই সুবিধা হবে বলে অনেকে মনে করেছেন ৷

এই ভোটের ফল শুধু ফ্রান্স নয়, ইউরোপের আর্থিক বাজার, ইউক্রেনের পক্ষে পশ্চিম বিশ্বের সমর্থন, ফ্রান্সের পরমাণু পরমাণু অস্ত্র ভাণ্ডার ও বিশ্বের সেনাবাহিনীর উপরও প্রভাব পড়বে ৷ এখন দেখার মাঁকরের উপর নানা কারণে ফরাসিদের রাগের প্রতিফলন এই ভোটে হয় কি না ! সেই ক্ষোভের মধ্যে জনপ্রিয় হয়েছে মেরিন লে পেনের অভিবাসন বিরোধী নীতি ৷ এগুলোকেই হাতিয়ার করে প্রচার চালিয়েছে ন্যাশনাল ব়়্যালি ৷ তবে শুধু ন্যাশনাল ব়্যালিই নয়, আরও কয়েকটি রাজনৈতিক দল ও জোট মাঁকরের বিভিন্ন নীতির বিরুদ্ধে সরব ৷

এদিকে এমানুয়েল মাঁকরের ফরাসি প্রেসিডেন্ট পদের মেয়াদ 2027 সালে শেষ হবে ৷ ন্যাশনাল ব়্যালি ক্ষমতায় এলে ঘরে-বাইরে তিনি সমস্যা পড়বেন ঠিকই ৷ তার পরও তিনি মেয়াদ শেষের আগে পদ ছাড়বেন না বলেই মনে করা হচ্ছে ৷ তাই শেষপর্যন্ত কী হয়, তা জানার জন্য ভোটের ফল প্রকাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করতেই হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.