পেনসিলভেনিয়া, 14 জুলাই: বন্দুকবাজের হামলায় আহত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প ৷ সিক্রেট সার্ভিস সূত্রে খবর, মার্কিন যুক্তরাষ্ট্রের 45তম প্রেসিডেন্টের উপর প্রাণঘাতী হামলা চালানো আততায়ীর মৃত্যু হয়েছে ৷ ট্রাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা স্নাইপারধারীরা তাকে চিহ্নিত করে গুলি চালায় ৷ তাতেই মৃত্যু হয় ওই বন্দুকবাজের ৷
সংবাদসংস্থা এপি সূত্রে খবর, ট্রাম্পের উপর হামলা চালানো ওই যুবকের নাম টমাস ম্যাথিউ ক্রুকস ৷ বছর কুড়ির ওই যুবক ঘোষিত ট্রাম্প ও রিপাবলিক পার্টির বিরোধী ৷ এর আগেও বিভিন্ন সময় ভিডিয়োবার্তায় ট্রাম্পের সমালোচনা করতে দেখা গিয়েছে তাকে ৷ নির্বাচনী প্রচারে পেনসিলভেনিয়ায় এক জনসভায় গিয়েছিলেন ট্রাম্প ৷ ডায়াসে গিয়ে কথা বলতেও শুরু করেন ৷ সে সময়েই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় ক্রুকস ৷ যদিও তা লক্ষ্যভ্রষ্ট হয়ে তাঁর কান ছুঁয়ে বেরিয়ে যায় ৷ ডায়াসের নীচে বসে যান মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ৷ পরে নিরাপত্তারক্ষীরা এসে তাঁকে উদ্ধার করেন ৷ দেখা যায়, ট্রাম্পের ডান কান গড়িয়ে রক্ত পড়ছে ৷ প্রাণে বেঁচে গিয়েছেন রিপাবলিকান পার্টির নেতা ৷
পেনসিলভেনিয়ার বাটলার ফার্ম শো গ্রাউন্ডে ভাষণ দিচ্ছিলেন ট্রাম্প । সূত্রের খবর, আততায়ী একটি ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টের ছাদে লুকিয়েছিল ৷ মূল মঞ্চ থেকে যার দূরত্ব মাত্র 130 গজ ৷ ফলে সেখান থেকে ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালানোটা খুব একটা কষ্টসাধ্য নয় ৷ ঘটনায় নিরাপত্তা ব্যবস্থাও প্রশ্নের মুখে পড়েছে ৷ প্রাক্তন প্রেসিডেন্ট, বর্তমান প্রেসিডেন্ট পদপ্রার্থীর নিরাপত্তায় এই ফাঁক কী করে রইল, তাও খতিয়ে দেখা হচ্ছে ৷
ডোনাল্ড ট্রাম্পের শ্যুটার, টমাস ম্যাথিউ ক্রুকস কে ?
নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, ক্রুকস পেনসিলভানিয়ার বেথেল পার্কের বাসিন্দা ৷ সমাবেশস্থল থেকে বেথেল পার্কের দূরত্ব 40 মাইল ৷ ট্রাম্পের দিকে গুলি করা মাত্রই তাকে চিহ্নিত করে ফেলেন নিরাপত্তারক্ষীরা ৷ স্নাইপারধারীর ছোঁড়া গুলিতে ক্রুকসের মৃত্যু হয় ৷ সেখান থেকে একটি এআর-স্টাইল রাইফেল উদ্ধার করা হয়েছে ৷