ETV Bharat / international

সেনাবাহিনী থেকে ভারতীয়দের মুক্তি দেবে রাশিয়া, মোদির ‘অনুরোধে’ সায় পুতিনের - India Russia Relation - INDIA RUSSIA RELATION

PM Modi Russia Visit: খুব শীঘ্রই দেশে ফিরবেন রুশ সেনাবাহিনীতে কর্মরত সমস্ত ভারতীয় নাগরিক ৷ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনার পর এমনই আশ্বাস পাওয়া গিয়েছে ক্রেমলিনের তরফে ৷

PM Modi talks to Putin
মোদির ‘অনুরোধে’ সায় পুতিনের (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 9, 2024, 9:35 AM IST

Updated : Jul 9, 2024, 10:57 AM IST

মস্কো, 9 জুলাই: খুব শীঘ্রই দেশে ফিরবেন রুশ সেনাবাহিনীতে কর্মরত সমস্ত ভারতীয় নাগরিক ৷ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনার পর এমনই আশ্বাস পাওয়া গিয়েছে ক্রেমলিনের তরফে ৷ 2022 সালে ইউক্রেন-রাশিয়া যুদ্ধে রুশ সেনায় সহকারী কর্মী হিসেবে কাজ করছেন বহু ভারতীয় ৷ সূত্রের খবর, দু'দেশের যুদ্ধে কমপক্ষে 2 জন ভারতীয় প্রাণ হারান ৷ সেইসঙ্গে অন্তত 12 জন এখনও যুদ্ধবিধ্বস্ত এলাকায় আটকে রয়েছেন ৷

বিদেশমন্ত্রকের তথ্য অনুসারে, ইতিমধ্যেই 10 জন নাগরিক দেশে ফিরে এসেছেন ৷ বাকি 20 জন লাভজনক চাকরির অজুহাতে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ান সেনাবাহিনীর হয়ে লড়াই করার জন্য প্রতারিত হয়েছেন বলে অভিযোগ করেছেন । এই আবহে নাগরিকদের নিয়ে উদ্বিগ্ন ভারত ৷ সূত্রের খবর, সোমবার একান্ত নৈশভোজে এই বিষয়ে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ দেশের নাগরিকদের ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ জানান তিনি ৷ এরপরই 'বন্ধু' মোদির অনুরোধে সাড়া দিয়ে সেনাবাহিনী থেকে ভারতীয়দের মুক্তির সিদ্ধান্ত নেন পুতিন ৷

সম্প্রতি এসসিও সম্মেলনে এই বিষয়ে রুশ বিদেশমন্ত্রী সার্গেয় লাভভের সঙ্গে আলোচনা করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ ওয়াকিবহাল মহলের দাবি, রাশিয়ার এদিনের এই সিদ্ধান্তে সেই আলোচনারও যথেষ্ট প্রভাব রয়েছে ৷ তিনি জানান, বিষয়টি নিয়ে দু'দেশের বিদেশমন্ত্রকের মধ্যে আলোচনাও হয়েছে ৷ এবার সেই সমস্যার সমাধান হল বলে দাবি কূটনৈতিক মহলের একাংশের ৷

প্রসঙ্গত, উচ্চশিক্ষা কিংবা চাকরির জন্য প্রতি বছর বহু ভারতীয় রাশিয়ায় যান ৷ ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এই ভারতীয়দের অনেককে রুশ সেনায় যোগদানের জন্য বাধ্য করা হয় বলে অভিযোগ ৷ এসসিও সম্মেলনের সময় বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন জয়শঙ্কর ৷ তিনি বলেন, "রুশ সেনাবাহিনীতে বেশ কয়েকজন ভারতীয়কে অংশগ্রহণের জন্য চাপ দেওয়া হয়েছে ৷ তাঁরা দেশে ফিরে আসলেই সম্পূর্ণ পরিস্থিতি সম্পর্কে জানা যাবে ৷ তবে পরিস্থিতি যাই হোক না কেন, অন্য দেশের হয়ে ভারতীয়রা লড়াই করছে, এই বিষয়টা গ্রহণযোগ্য নয় ৷"

উল্লেখ্য, মঙ্গলবার সামরিক, অর্থনৈতিক, বাণিজ্য-সহ একাধিক বিষয়ে আলোচনা করতে চলেছেন মোদি এবং পুতিন ৷ তার আগে সোমবার প্রধানমন্ত্রী মোদিকে একান্ত নৈশভোজে আমন্ত্রণ জানান পুতিন ৷ স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, দীর্ঘ সময় একাধিক বিষয়ে কথা বলেন দুই রাষ্ট্রনেতা ৷ তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার জন্য মোদিকে অভিনন্দন জানান পুতিন ৷

মস্কো, 9 জুলাই: খুব শীঘ্রই দেশে ফিরবেন রুশ সেনাবাহিনীতে কর্মরত সমস্ত ভারতীয় নাগরিক ৷ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনার পর এমনই আশ্বাস পাওয়া গিয়েছে ক্রেমলিনের তরফে ৷ 2022 সালে ইউক্রেন-রাশিয়া যুদ্ধে রুশ সেনায় সহকারী কর্মী হিসেবে কাজ করছেন বহু ভারতীয় ৷ সূত্রের খবর, দু'দেশের যুদ্ধে কমপক্ষে 2 জন ভারতীয় প্রাণ হারান ৷ সেইসঙ্গে অন্তত 12 জন এখনও যুদ্ধবিধ্বস্ত এলাকায় আটকে রয়েছেন ৷

বিদেশমন্ত্রকের তথ্য অনুসারে, ইতিমধ্যেই 10 জন নাগরিক দেশে ফিরে এসেছেন ৷ বাকি 20 জন লাভজনক চাকরির অজুহাতে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ান সেনাবাহিনীর হয়ে লড়াই করার জন্য প্রতারিত হয়েছেন বলে অভিযোগ করেছেন । এই আবহে নাগরিকদের নিয়ে উদ্বিগ্ন ভারত ৷ সূত্রের খবর, সোমবার একান্ত নৈশভোজে এই বিষয়ে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ দেশের নাগরিকদের ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ জানান তিনি ৷ এরপরই 'বন্ধু' মোদির অনুরোধে সাড়া দিয়ে সেনাবাহিনী থেকে ভারতীয়দের মুক্তির সিদ্ধান্ত নেন পুতিন ৷

সম্প্রতি এসসিও সম্মেলনে এই বিষয়ে রুশ বিদেশমন্ত্রী সার্গেয় লাভভের সঙ্গে আলোচনা করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ ওয়াকিবহাল মহলের দাবি, রাশিয়ার এদিনের এই সিদ্ধান্তে সেই আলোচনারও যথেষ্ট প্রভাব রয়েছে ৷ তিনি জানান, বিষয়টি নিয়ে দু'দেশের বিদেশমন্ত্রকের মধ্যে আলোচনাও হয়েছে ৷ এবার সেই সমস্যার সমাধান হল বলে দাবি কূটনৈতিক মহলের একাংশের ৷

প্রসঙ্গত, উচ্চশিক্ষা কিংবা চাকরির জন্য প্রতি বছর বহু ভারতীয় রাশিয়ায় যান ৷ ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এই ভারতীয়দের অনেককে রুশ সেনায় যোগদানের জন্য বাধ্য করা হয় বলে অভিযোগ ৷ এসসিও সম্মেলনের সময় বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন জয়শঙ্কর ৷ তিনি বলেন, "রুশ সেনাবাহিনীতে বেশ কয়েকজন ভারতীয়কে অংশগ্রহণের জন্য চাপ দেওয়া হয়েছে ৷ তাঁরা দেশে ফিরে আসলেই সম্পূর্ণ পরিস্থিতি সম্পর্কে জানা যাবে ৷ তবে পরিস্থিতি যাই হোক না কেন, অন্য দেশের হয়ে ভারতীয়রা লড়াই করছে, এই বিষয়টা গ্রহণযোগ্য নয় ৷"

উল্লেখ্য, মঙ্গলবার সামরিক, অর্থনৈতিক, বাণিজ্য-সহ একাধিক বিষয়ে আলোচনা করতে চলেছেন মোদি এবং পুতিন ৷ তার আগে সোমবার প্রধানমন্ত্রী মোদিকে একান্ত নৈশভোজে আমন্ত্রণ জানান পুতিন ৷ স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, দীর্ঘ সময় একাধিক বিষয়ে কথা বলেন দুই রাষ্ট্রনেতা ৷ তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার জন্য মোদিকে অভিনন্দন জানান পুতিন ৷

Last Updated : Jul 9, 2024, 10:57 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.