ETV Bharat / international

‘বিশ্বস্ত বন্ধু’ রাশিয়া ভারতের ‘সুখ-দুঃখের সঙ্গী’, পুতিনের প্রশংসা করে বললেন মোদি - PM Modi Hails Putin Leadership - PM MODI HAILS PUTIN LEADERSHIP

PM Modi Hails Putin Leadership: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দু’দিনের রাশিয়া সফরে রয়েছেন ৷ সোমবার তিনি মস্কো পৌঁছান ৷ মঙ্গলবার তিনি রাশিয়ায় প্রবাসী ভারতীয়দের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে হাজির হন ৷ সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশংসা করেন মোদি ৷

PM NARENDRA MODI
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (ইটিভি ভারত)
author img

By PTI

Published : Jul 9, 2024, 1:37 PM IST

Updated : Jul 9, 2024, 2:58 PM IST

মস্কো, 9 জুলাই: রাশিয়াকে ভারতের সবসময়ের বন্ধু বলে উল্লেখ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মঙ্গলবার মস্কোয় দাঁড়িয়ে তিনি এই কথা বলেন ৷ পাশাপাশি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশংসায় পঞ্চমুখ হন তিনি ৷ মোদির দাবি, পুতিনের নেতৃত্বের জন্য গত দু’দশকে ভারত ও রাশিয়ার সম্পর্ক অনেক মজবুত হয়েছে ৷

গতকাল, সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দু’দিনের রাশিয়া সফরে মস্কো পৌঁছান ৷ মঙ্গলবার তিনি প্রবাসী ভারতীয়দের এক অনুষ্ঠানে হাজির হন ৷ সেখানেই তিনি রাশিয়ার প্রেসিডেন্টের ভূয়সী প্রশংসা করেন ৷ মোদি বলেন, "রাশিয়ার নাম শুনলে, প্রত্যেক ভারতীয়র মনে প্রথম যে শব্দটি আসে, তা হল - ভারতের সুখ-দুঃখের সঙ্গী ও বিশ্বস্ত বন্ধু ৷"

তিনি আরও বলেন, “রাশিয়ার শীতকালে তাপমাত্রা যতই মাইনাসের নিচে নেমে আসুক না কেন, ভারত-রাশিয়ার বন্ধুত্ব সবসময়ই 'প্লাস'-এ রয়ে গিয়েছে, তা উষ্ণতায় পূর্ণ । এই সম্পর্কটি পারস্পরিক বিশ্বাস ও পারস্পরিক শ্রদ্ধার মজবুত ভিত্তির উপর গড়ে উঠেছে ।’’ এর জন্য তিনি কৃতিত্ব দিয়েছেন পুতিনকেই ৷ এছাড়া প্রধানমন্ত্রী জানান, দীর্ঘদিন ধরে বিশ্ব একটি ‘প্রভাব-ভিত্তিক বৈশ্বিক ব্যবস্থা’ দেখেছে । কিন্তু, বিশ্বের এখন যা প্রয়োজন, তা হল প্রভাব নয় ঐক্যবদ্ধ হওয়া ৷ আর এই বিষয়ে ভারতের চেয়ে ভালো বার্তা কেউ দিতে পারবে না ৷

গত দশবছরে ভারতে কী কী কাজ হয়েছে, সেই কথাও তুলে ধরেন মোদি ৷ বর্তমান সরকারেরও কিছু প্রকল্পের কথা তুলে ধরেন তিনি ৷ মোদি জানান, ভারতের 140 কোটি মানুষ বিকশিত ভারতের স্বপ্নকে বাস্তবে পরিণত করার চেষ্টা করছে ৷ প্রধানমন্ত্রী দাবি করেন, 2014 সালের আগে ভারতীয়দের মধ্যে আত্মবিশ্বাসের অভাব ছিল ৷ সেই পরিস্থিতি এখন আর নেই ৷ বরং এখন আত্মবিশ্বাসই ভারতীয়দের মূল শক্তি ৷

মোদি আরও জানান, যেকোনও চ্যালেঞ্জকে চ্যালেঞ্জ করার শক্তি তাঁর ডিএনএ-তে আছে ৷ তাই তাঁর বিশ্বাস ভারত আগামী বছরগুলিতে সারা বিশ্বে নতুন অধ্যায়ের সূচনা করবে ৷ এ দিন মোদিকে ঘিরে প্রবাসী ভারতীয়দের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো ৷ তাঁরা সকলেই ‘মোদি, মোদি’ ও ‘মোদি হ্যায় তো মুমকিন হ্যায়’ স্লোগান দিয়েছেন ৷

মস্কো, 9 জুলাই: রাশিয়াকে ভারতের সবসময়ের বন্ধু বলে উল্লেখ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মঙ্গলবার মস্কোয় দাঁড়িয়ে তিনি এই কথা বলেন ৷ পাশাপাশি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশংসায় পঞ্চমুখ হন তিনি ৷ মোদির দাবি, পুতিনের নেতৃত্বের জন্য গত দু’দশকে ভারত ও রাশিয়ার সম্পর্ক অনেক মজবুত হয়েছে ৷

গতকাল, সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দু’দিনের রাশিয়া সফরে মস্কো পৌঁছান ৷ মঙ্গলবার তিনি প্রবাসী ভারতীয়দের এক অনুষ্ঠানে হাজির হন ৷ সেখানেই তিনি রাশিয়ার প্রেসিডেন্টের ভূয়সী প্রশংসা করেন ৷ মোদি বলেন, "রাশিয়ার নাম শুনলে, প্রত্যেক ভারতীয়র মনে প্রথম যে শব্দটি আসে, তা হল - ভারতের সুখ-দুঃখের সঙ্গী ও বিশ্বস্ত বন্ধু ৷"

তিনি আরও বলেন, “রাশিয়ার শীতকালে তাপমাত্রা যতই মাইনাসের নিচে নেমে আসুক না কেন, ভারত-রাশিয়ার বন্ধুত্ব সবসময়ই 'প্লাস'-এ রয়ে গিয়েছে, তা উষ্ণতায় পূর্ণ । এই সম্পর্কটি পারস্পরিক বিশ্বাস ও পারস্পরিক শ্রদ্ধার মজবুত ভিত্তির উপর গড়ে উঠেছে ।’’ এর জন্য তিনি কৃতিত্ব দিয়েছেন পুতিনকেই ৷ এছাড়া প্রধানমন্ত্রী জানান, দীর্ঘদিন ধরে বিশ্ব একটি ‘প্রভাব-ভিত্তিক বৈশ্বিক ব্যবস্থা’ দেখেছে । কিন্তু, বিশ্বের এখন যা প্রয়োজন, তা হল প্রভাব নয় ঐক্যবদ্ধ হওয়া ৷ আর এই বিষয়ে ভারতের চেয়ে ভালো বার্তা কেউ দিতে পারবে না ৷

গত দশবছরে ভারতে কী কী কাজ হয়েছে, সেই কথাও তুলে ধরেন মোদি ৷ বর্তমান সরকারেরও কিছু প্রকল্পের কথা তুলে ধরেন তিনি ৷ মোদি জানান, ভারতের 140 কোটি মানুষ বিকশিত ভারতের স্বপ্নকে বাস্তবে পরিণত করার চেষ্টা করছে ৷ প্রধানমন্ত্রী দাবি করেন, 2014 সালের আগে ভারতীয়দের মধ্যে আত্মবিশ্বাসের অভাব ছিল ৷ সেই পরিস্থিতি এখন আর নেই ৷ বরং এখন আত্মবিশ্বাসই ভারতীয়দের মূল শক্তি ৷

মোদি আরও জানান, যেকোনও চ্যালেঞ্জকে চ্যালেঞ্জ করার শক্তি তাঁর ডিএনএ-তে আছে ৷ তাই তাঁর বিশ্বাস ভারত আগামী বছরগুলিতে সারা বিশ্বে নতুন অধ্যায়ের সূচনা করবে ৷ এ দিন মোদিকে ঘিরে প্রবাসী ভারতীয়দের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো ৷ তাঁরা সকলেই ‘মোদি, মোদি’ ও ‘মোদি হ্যায় তো মুমকিন হ্যায়’ স্লোগান দিয়েছেন ৷

Last Updated : Jul 9, 2024, 2:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.