ওয়ারশ, 21 অগস্ট: পোল্যান্ডে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এখান থেকেই ইউক্রেনে যাবেন ৷ রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর ৷ তার আগে পোল্যান্ডে পৌঁছলেন প্রধানমন্ত্রী ৷ গত 45 বছরের মধ্যে এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী এ দেশে এলেন ৷ পোল্যান্ডে পৌঁছে প্রবাসী ভারতীয়দের সঙ্গে দেখা করেন তিনি ৷ এই সফরে প্রেসিডেন্ট আন্দ্রেজ সেবাস্টাইনের সঙ্গে বৈঠক করবেন মোদি ৷ কথা হবে প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের সঙ্গেও ৷
Właśnie wylądowałem w Polsce. Z niecierpliwością wyczekuję kolejnych punktów agendy. Wizyta ta nada rozpędu relacjom indyjsko-polskim i przyniesie korzyści naszym obu narodom. pic.twitter.com/6ewIUel50w
— Narendra Modi (@narendramodi) August 21, 2024
ভারত থেকে রওনা দেওয়ার আগে সফরের ফলাফল নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি ৷ তিনি জানান, পোল্যান্ডের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের সাত বছর পূর্ণ হতে চলেছে ৷ ঠিক তেমনই একটি সময় তিনি পোল্যান্ডে যাচ্ছেন ৷ তাঁর মতে পোলান্ড মধ্য ইউরোপে ব্যবস বাণিজ্য পরিচালনার ক্ষেত্রে ভারতের অন্যতম প্রধান সঙ্গী ৷ পাশাপাশি তিনি জানান গণতন্ত্র থেকে শুরু করে বহুত্ববাদ নিয়ে দু'দেশের ভাবনায় বেশ কিছু মিল আছে ৷ আর সেই বিষয়টি দু'দেশের সম্পর্ককে আরও মজবুত করবে বলে আশাবাদী প্রধানমন্ত্রী ৷
Jestem niezmiernie wzruszony gorącym przyjęciem przez indyjską diasporę w Polsce! Jej energia uosabia silne więzy łączące nasze narody. pic.twitter.com/mJnriETXPZ
— Narendra Modi (@narendramodi) August 21, 2024
এর আগে বুধবার সকালে জারি করা এক বিবৃতিতে প্রধানমন্ত্রী মোদি বলেন, "আজ আমি পোল্যান্ড প্রজাতন্ত্র এবং ইউক্রেনে একটি আনুষ্ঠানিক সফর শুরু করছি । আমাদের কূটনৈতিক সম্পর্কের 70 বছর পূর্তি উপলক্ষে আমার পোল্যান্ড সফর । পোল্যান্ড মধ্য ইউরোপে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার। গণতন্ত্র এবং বহুত্ববাদের প্রতি আমাদের পারস্পরিক প্রতিশ্রুতি আমাদের সম্পর্ককে আরও শক্তিশালী করে। আমাদের অংশীদারিত্বকে আরও এগিয়ে নিয়ে যেতে আমি আমার বন্ধু প্রাইম মিনিস্টার ডোনাল্ড টাস্ক এবং প্রেসিডেন্ট আন্দ্রেজ ডুডার সঙ্গে সাক্ষাতের জন্য উন্মুখ রয়েছি । আমি পোল্যান্ডের প্রাণবন্ত ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গেও যোগাযোগ করব ৷"