কায়রো, 24 জুন: সৌদি আরবে চলতি বছরের হজ যাত্রায় প্রাণ গিয়েছে 1,300 জনেরও বেশি মানুষের ৷ রবিবার সৌদি কর্তৃপক্ষ একথা ঘোষণা করেছে ৷ মরুরাজ্যের ইসলামিক পবিত্র স্থানে যাওয়ার পথে চরম তাপমাত্রার বলি হয়েছেন এই বিশাল সংখ্যক মুসলিম তীর্থযাত্রী ।
অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ইন্দোনেশিয়ার 165 জন, ভারতের 98 জন এবং জর্ডন, তিউনিসিয়া, মরক্কো, আলজেরিয়া ও মালয়েশিয়ার আরও কয়েক ডজন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে ৷ দুই মার্কিন নাগরিকেরও মৃত্যুর খবর পাওয়া গিয়েছে । এপি মৃত্যুর কারণ নিশ্চিত করতে পারেনি ৷ তবে জর্ডন এবং তিউনিসিয়ার মতো কিছু দেশ ক্রমবর্ধমান তাপকেই এই মৃত্যুর জন্য দায়ী করেছে । এপি সাংবাদিকরা তীর্থযাত্রীদের প্রচণ্ড গরমে অজ্ঞান হতে দেখেছেন, বিশেষ করে হজের দ্বিতীয় ও তৃতীয় দিনে অনেকে বমি করে অসুস্থ হয়ে পড়েন ৷
সৌদির স্বাস্থ্যমন্ত্রী ফাহদ বিন আবদুর রহমান আল-জালাজেল বলেন যে, 1,301 জন নিহতের মধ্যে 83% অননুমোদিত তীর্থযাত্রী, যাঁরা মক্কা এবং এর আশপাশে হজের আনুষ্ঠানিকতা পালনের জন্য উচ্চ তাপমাত্রার মধ্যে দীর্ঘ দূরত্ব হেঁটেছিলেন । রাষ্ট্রীয় মালিকানাধীন আল এখবারিয়া টিভির সঙ্গে কথা বলার সময় মন্ত্রী বলেন, 95 জন তীর্থযাত্রীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, যাঁদের মধ্যে কয়েকজনকে রাজধানী রিয়াধে চিকিৎসার জন্য এয়ারলিফট করা হয়েছে । মৃত হজযাত্রীদের অনেকের কাছে কোনও পরিচয়পত্র না-থাকায় দেহ শনাক্তকরণ প্রক্রিয়াও বিলম্বিত হয়েছে বলে জানিয়েছেন তিনি ।
তিনি বলেন, মৃতদের মক্কায় কবর দেওয়া হয়েছে । নিহতদের মধ্যে 660 জনেরও বেশি মিশরীয় । কায়রোর দুই আধিকারিক জানিয়েছেন, মৃত মিশরীয়দের মধ্যে 31 জন বাদে সবাই অননুমোদিত তীর্থযাত্রী ছিলেন । কর্তৃপক্ষ জানিয়েছে, মিশর 16টি পর্যটন সংস্থার লাইসেন্স বাতিল করেছে, যারা অননুমোদিত হজযাত্রীদের সৌদি আরবে ভ্রমণে সহায়তা করেছিল । নাম প্রকাশ না-করার শর্তে এই তথ্য জানিয়েছেন আধিকারিকরা ৷ কারণ তাঁদের সাংবাদিকদের এ বিষয়ে কোনও তথ্য জানানোর অনুমতি দেওয়া হয়নি ৷
মিশর চলতি বছর সৌদি আরবে 50,000-এরও বেশি অনুমোদিত হজযাত্রী পাঠিয়েছে । সৌদি কর্তৃপক্ষ অননুমোদিত হজযাত্রীদের বিরুদ্ধে ধরপাকড় চালিয়ে 10 হাজারেরও বেশি তীর্থযাত্রীকে বহিষ্কার করেছে । কিন্তু অনেকেই, বিশেষত মিশরীয়রা, মক্কা এবং এর আশপাশের পবিত্র স্থানগুলিতে পৌঁছতে সক্ষম হন ৷ কেউ কেউ পায়ে হেঁটে সেখানে যান । এদিকে, অনুমোদিত তীর্থযাত্রীদেরও জ্বলন্ত তাপ থেকে বাঁচতে ফিরে আসার জন্য কোনও হোটেলের ব্যবস্থা ছিল না ।
শনিবার এক বিবৃতিতে মিশরের সরকার বলেছে যে, 16টি পর্যটন সংস্থা তীর্থযাত্রীদের জন্য পর্যাপ্ত পরিষেবা দিতে ব্যর্থ হয়েছে । এই সংস্থাগুলি অবৈধভাবে সৌদি আরবে তীর্থযাত্রীদের ভিসা ব্যবহার করে ভ্রমণের সুবিধা দেয়, যা ধারকদের মক্কা ভ্রমণের অনুমতি দেয় না । (এপি)