ইন্ডিয়ানা (মার্কিন যুক্তরাষ্ট্র), 30 জানুয়ারি: প্রথমে আমেরিকার জর্জিয়ার নৃশংসভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে খুন করা হয় এক ভারতীয় ছাত্রকে ৷ পরে মার্কিন মুলুকের ইন্ডিয়ানার ফের মৃত্যু হল আরও এক ভারতীয় ছাত্রের ৷ টিপেকানো কাউন্টি করোনার অনুসারে, পারযু বিশ্ববিদ্যালয়ে পাঠরত ওই ভারতীয় ছাত্র রবিবার অর্থাৎ 28 জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন তিনি ৷ 30 জানুয়ারি তাঁরই মৃত্যুর খবর বিষয়টি নিশ্চিত করেছে।
-
US: Missing Indian student of Purdue University, confirmed dead
— ANI Digital (@ani_digital) January 30, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
Read @ANI Story | https://t.co/uzYcWM9DGY#US #IndianStudent #PurdueUniversity pic.twitter.com/DHaHu1cfcA
">US: Missing Indian student of Purdue University, confirmed dead
— ANI Digital (@ani_digital) January 30, 2024
Read @ANI Story | https://t.co/uzYcWM9DGY#US #IndianStudent #PurdueUniversity pic.twitter.com/DHaHu1cfcAUS: Missing Indian student of Purdue University, confirmed dead
— ANI Digital (@ani_digital) January 30, 2024
Read @ANI Story | https://t.co/uzYcWM9DGY#US #IndianStudent #PurdueUniversity pic.twitter.com/DHaHu1cfcA
টিপেকানো কাউন্টি করোনার থেকে আরও জানা গিয়েছে, ভারতীয় ছাত্র নীল আচার্যের মৃতদেহটিকে ওয়েস্ট লাফায়েটের 500 অ্যালিসন রোড থেকে উদ্ধার হয় ৷ এরপরই জানা যায়, ওই পড়ুয়া পারযু বিশ্ববিদ্যালয়ের ৷ এর আগে, মৃত ছাত্রের মা গৌরী আচার্য, এক্স-এ একটি পোস্টে আবেদন করেছেন, "আমাদের ছেলে নীল আচার্য 28 জানুয়ারি (সকাল 12:30 ইএসটি) থেকে নিখোঁজ রয়েছে ৷ সে মার্কিন যুক্তরাষ্ট্রের পারডু বিশ্ববিদ্যালয়ে পাঠরত। তাকে উবার ড্রাইভার শেষবার দেখেছিল ৷ কারণ ওই তাকে পারযু বিশ্ববিদ্যালয়ে নামিয়ে দিয়েছিল। আমরা তার সম্পর্কে খোঁজখবর নিচ্ছি। কেউ যদি কিছু জানেন তবে দয়া করে আমাদের সাহায্য করুন।" শিকাগোতে ভারতের কনস্যুলেট জেনারেল এক্স-এ তাঁর পোস্টের জবাবে বলেছেন, "কনস্যুলেট পারযু বিশ্ববিদ্যালয় এবং নীলের পরিবারের সঙ্গে যোগাযোগ করছে। কনস্যুলেট জানিয়েছেন যথাসাধ্য সহায়তা করা হবে।"
-
Indian mission condemns "brutal, heinous" attack leading to "tragic death" of Indian student in US
— ANI Digital (@ani_digital) January 29, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
Read @ANI Story | https://t.co/b8NCD47DW3#IndianStudent #Atlanta #US pic.twitter.com/izLEjshP2H
">Indian mission condemns "brutal, heinous" attack leading to "tragic death" of Indian student in US
— ANI Digital (@ani_digital) January 29, 2024
Read @ANI Story | https://t.co/b8NCD47DW3#IndianStudent #Atlanta #US pic.twitter.com/izLEjshP2HIndian mission condemns "brutal, heinous" attack leading to "tragic death" of Indian student in US
— ANI Digital (@ani_digital) January 29, 2024
Read @ANI Story | https://t.co/b8NCD47DW3#IndianStudent #Atlanta #US pic.twitter.com/izLEjshP2H
এর আগে গতকাল জানা যায়, গৃহহীন ব্যক্তির হাতেই নৃশংসভাবে খুন হতে হয়েছে ভারতীয় পড়ুয়াকে। সেই ঘটনাটি ঘটেছে আমেরিকার জর্জিয়া প্রদেশের লিথনিয়া নামক শহরে। সেখানে শেভরনের একটি পেট্রল পাম্পের ডিপার্টমেন্টাল স্টোরে ক্যাশিয়ারের কাজ করতেন ভারতীয় পড়ুয়া বিবেক সাইনি। 25 বছর বয়সি বিবেক স্নাতোকত্তর স্তরের পড়াশোনা করছিলেন আমেরিকায়। সঙ্গে রোজগারের জন্য এই স্টোরে কাজ করতেন তিনি। বিগত বেশ কয়েকদিন ধরেই জুলিয়ান ফকনার নামক এক গৃহহীনকে সেই স্টোরে থাকতে এবং খেতে দিয়েছিলেন বিবেক। আর তারপরই বিবেককে খুন করে জুলিয়ান। হাতুড়ি দিয়ে পিটিয়ে বিবেককে খুন করা হয়৷ বিবেকের পর ফের বারতীয় ছাত্রের মৃত্যু। ভারতীয় পড়ুয়াদের নিরাপত্তা ঘিরে প্রশ্নের মুখেই হোয়াইট হাউস ।
আরও পড়ুন: