ETV Bharat / international

বাংলাদেশের যশোরেশ্বরী মন্দির থেকে মোদির দেওয়া সোনার মুকুট চুরি - JESHORESHWARI TEMPLE

2021 সালের মার্চে সাতক্ষীরার যশোরেশ্বরী মন্দিরের মা কালীকে সোনার মুকুট দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই মুকুট চুরি গিয়েছে ৷

Jeshoreshwari Temple
বাংলাদেশের যশোরেশ্বরী মন্দির থেকে মোদির দেওয়া সোনার মুকুট চুরি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 11, 2024, 1:18 PM IST

সাতক্ষীরা (বাংলাদেশ), 11 অক্টোবর: বছর সাড়ে তিন আগে বাংলাদেশের সাতক্ষীরার যশোরেশ্বরী মন্দিরে মা কালীর মাথায় একটি সোনার মুকুট দান করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই মুকুটটি বৃহস্পতিবার দুপুরে চুরি গিয়েছে বলে অভিযোগ ৷

দ্য ডেইলি স্টার-এ প্রকাশিত খবর অনুযায়ী, সাতক্ষীরার শ্যামনগরে অবস্থিত এই মন্দিরে সোনার মুকুট চুরির ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দুপুর দু’টো থেকে আড়াইটের মধ্যে ৷ সেই সময় নিত্যপুজো সেরে মন্দির ছেড়ে চলে গিয়েছিলেন পুরোহিত দিলীপ মুখোপাধ্যায় ৷ পরে মন্দিরের সাফাই কর্মীদের নজরে আসে বিষয়টি ৷

পরে একটি সিসিটিভি ফুটেজ সামনে আসে ৷ সেখানেই এক যুবককে মন্দিরের মধ্যে প্রবেশ করে মা কালীর মূর্তির মাথা থেকে সোনার মুকুটটি খুলে নিয়ে যাচ্ছে ৷ শ্যামনগর থানার আধিকারিক তাইজুল ইসলাম জানিয়েছেন যে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে চিহ্নিত করার চেষ্টা চলছে ৷

এদিকে এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশে থাকা ভারতীয় হাই কমিশন ৷ তাদের তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে ৷ সেখানে লেখা হয়েছে, ‘‘আমরা 2021 সালে যশোরেশ্বরী কালী মন্দিরে (সাতক্ষীরা) বাংলাদেশ সফরের সময় প্রধানমন্ত্রী মোদির উপহার দেওয়া মুকুট চুরির রিপোর্ট দেখেছি । আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি ৷ চুরির তদন্ত, মুকুট পুনরুদ্ধার এবং অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ সরকারকে অনুরোধ করছি ।’’

উল্লেখ্য, যশোরেশ্বরী মন্দির 51 শক্তিপীঠের মধ্যে অন্যতম৷ 2021 সালের 27 মার্চ বাংলাদেশ সফরের সময় ওই মন্দিরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেদিনই মায়ের মূর্তির মাথায় সোনার মুকুটটি পরিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী ৷ সেই মুকুট চুরি যাওয়ায় স্বাভাবিকভাবে হইচই পড়েছে সর্বত্র ৷

(সংবাদসংস্থা এএনআই-এর ইনপুট-সহ)

সাতক্ষীরা (বাংলাদেশ), 11 অক্টোবর: বছর সাড়ে তিন আগে বাংলাদেশের সাতক্ষীরার যশোরেশ্বরী মন্দিরে মা কালীর মাথায় একটি সোনার মুকুট দান করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই মুকুটটি বৃহস্পতিবার দুপুরে চুরি গিয়েছে বলে অভিযোগ ৷

দ্য ডেইলি স্টার-এ প্রকাশিত খবর অনুযায়ী, সাতক্ষীরার শ্যামনগরে অবস্থিত এই মন্দিরে সোনার মুকুট চুরির ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দুপুর দু’টো থেকে আড়াইটের মধ্যে ৷ সেই সময় নিত্যপুজো সেরে মন্দির ছেড়ে চলে গিয়েছিলেন পুরোহিত দিলীপ মুখোপাধ্যায় ৷ পরে মন্দিরের সাফাই কর্মীদের নজরে আসে বিষয়টি ৷

পরে একটি সিসিটিভি ফুটেজ সামনে আসে ৷ সেখানেই এক যুবককে মন্দিরের মধ্যে প্রবেশ করে মা কালীর মূর্তির মাথা থেকে সোনার মুকুটটি খুলে নিয়ে যাচ্ছে ৷ শ্যামনগর থানার আধিকারিক তাইজুল ইসলাম জানিয়েছেন যে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে চিহ্নিত করার চেষ্টা চলছে ৷

এদিকে এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশে থাকা ভারতীয় হাই কমিশন ৷ তাদের তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে ৷ সেখানে লেখা হয়েছে, ‘‘আমরা 2021 সালে যশোরেশ্বরী কালী মন্দিরে (সাতক্ষীরা) বাংলাদেশ সফরের সময় প্রধানমন্ত্রী মোদির উপহার দেওয়া মুকুট চুরির রিপোর্ট দেখেছি । আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি ৷ চুরির তদন্ত, মুকুট পুনরুদ্ধার এবং অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ সরকারকে অনুরোধ করছি ।’’

উল্লেখ্য, যশোরেশ্বরী মন্দির 51 শক্তিপীঠের মধ্যে অন্যতম৷ 2021 সালের 27 মার্চ বাংলাদেশ সফরের সময় ওই মন্দিরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেদিনই মায়ের মূর্তির মাথায় সোনার মুকুটটি পরিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী ৷ সেই মুকুট চুরি যাওয়ায় স্বাভাবিকভাবে হইচই পড়েছে সর্বত্র ৷

(সংবাদসংস্থা এএনআই-এর ইনপুট-সহ)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.