সাতক্ষীরা (বাংলাদেশ), 11 অক্টোবর: বছর সাড়ে তিন আগে বাংলাদেশের সাতক্ষীরার যশোরেশ্বরী মন্দিরে মা কালীর মাথায় একটি সোনার মুকুট দান করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই মুকুটটি বৃহস্পতিবার দুপুরে চুরি গিয়েছে বলে অভিযোগ ৷
দ্য ডেইলি স্টার-এ প্রকাশিত খবর অনুযায়ী, সাতক্ষীরার শ্যামনগরে অবস্থিত এই মন্দিরে সোনার মুকুট চুরির ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দুপুর দু’টো থেকে আড়াইটের মধ্যে ৷ সেই সময় নিত্যপুজো সেরে মন্দির ছেড়ে চলে গিয়েছিলেন পুরোহিত দিলীপ মুখোপাধ্যায় ৷ পরে মন্দিরের সাফাই কর্মীদের নজরে আসে বিষয়টি ৷
পরে একটি সিসিটিভি ফুটেজ সামনে আসে ৷ সেখানেই এক যুবককে মন্দিরের মধ্যে প্রবেশ করে মা কালীর মূর্তির মাথা থেকে সোনার মুকুটটি খুলে নিয়ে যাচ্ছে ৷ শ্যামনগর থানার আধিকারিক তাইজুল ইসলাম জানিয়েছেন যে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে চিহ্নিত করার চেষ্টা চলছে ৷
এদিকে এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশে থাকা ভারতীয় হাই কমিশন ৷ তাদের তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে ৷ সেখানে লেখা হয়েছে, ‘‘আমরা 2021 সালে যশোরেশ্বরী কালী মন্দিরে (সাতক্ষীরা) বাংলাদেশ সফরের সময় প্রধানমন্ত্রী মোদির উপহার দেওয়া মুকুট চুরির রিপোর্ট দেখেছি । আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি ৷ চুরির তদন্ত, মুকুট পুনরুদ্ধার এবং অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ সরকারকে অনুরোধ করছি ।’’
We have seen reports of theft of the crown gifted by PM Modi to Jeshoreshwari Kali Temple (Satkhira) in 2021 during his visit to 🇧🇩
— India in Bangladesh (@ihcdhaka) October 11, 2024
We express deep concern & urge Govt of Bangladesh to investigate theft, recover the crown & take action against the perpetrators@MEAIndia @BDMOFA
উল্লেখ্য, যশোরেশ্বরী মন্দির 51 শক্তিপীঠের মধ্যে অন্যতম৷ 2021 সালের 27 মার্চ বাংলাদেশ সফরের সময় ওই মন্দিরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেদিনই মায়ের মূর্তির মাথায় সোনার মুকুটটি পরিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী ৷ সেই মুকুট চুরি যাওয়ায় স্বাভাবিকভাবে হইচই পড়েছে সর্বত্র ৷
(সংবাদসংস্থা এএনআই-এর ইনপুট-সহ)