প্যারিস, 28 জানুয়ারি: লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা বিশ্ববিখ্যাত মোনালিসা ছবির মুখের উপর স্যুপ ছুড়ে দিলেন দুই সমাজকর্মী ৷ উপরে মোটা কাচ থাকা মূল ছবিটির অবশ্য কোনও ক্ষতি হয়নি। ঘটনাটি ঘটেছে প্যারিসের ল্যুভর মিউজিয়ামে ৷ কয়েকটি ইস্যু নিয়ে প্রতিবাদে নেমেছেন ফ্রান্সের কৃষকরা ৷ এর মধ্যে অন্যতম তাঁদের মজুরি বাড়ানো ৷ সেই আবহে লিওনার্দো দ্য ভিঞ্চির বিখ্যাত শিল্পকর্ম মোনালিসা ছবির কাচের উপর স্যুপ ছুড়লেন দুই পরবেশকর্মী ৷
সোশাল মিডিয়ায় এই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে ৷ তাতে দেখা যাচ্ছে দু'জন মহিলা নিরাপত্তার বলয় টপকে মোনালিসার ছবির একেবারে কাছাকাছি পৌঁছে যান ৷ এরপর ওই ছবিকে ঢেকে রাখা সুরক্ষিত কাচের উপর স্যুপ ছুড়ে দেন ৷ পাশাপাশি, তাঁরা চিৎকার করে বলতে থাকেন, "কোনটা বেশি গুরুত্বপূর্ণ ? শিল্প নাকি স্বাস্থ্যকর ও দীর্ঘস্থায়ী খাদ্যের অধিকার ?"
দুই সমাজকর্মী আরও বলেন, "আমাদের কৃষি ব্যবস্থায় গলদ আছে ৷ কাজ করতে করতে আমাদের কৃষকদের মৃত্যু হচ্ছে ৷" এরপরই ঘটনাস্থলে ছুটে আসেন মিউজিয়ামের কর্মীরা ৷ তাঁরা সঙ্গে সঙ্গে দর্শকদের জায়গাটি খালি করে বেরিয়ে যেতে বলেন ৷ এর সঙ্গে মোনালিসার ছবির উপর একটি কালো পর্দা দিয়ে ঢেকে দেওয়া হয় ৷
জানা গিয়েছে, লিওনার্দো দ্য ভিঞ্চি-র এই বিশ্বখ্যাত সৃষ্টি মোনালিসা 1804 সাল থেকে ল্যুভের মিউজিয়ামে রয়েছে ৷ 1950 সাল থেকে এই বহুমূল্যবান ছবিটিকে সুরক্ষিত কাচ দিয়ে ঢেকে রাখা হয়েছে ৷ প্যারিসের পুলিশ জানিয়েছে, ওই দুই পরিবেশকর্মীকে গ্রেফতার করা হয়েছে ৷ তাঁরা ফুড রিপোস্ট নামে একটি গ্রুপের সদস্য বলে খবর ৷
এই সংস্থাটি তাদের ওয়েবসাইটে লিখেছে, ফ্রান্সের সরকার তাদের পরিবেশ সংক্রান্ত প্রতিশ্রুতিগুলি পূরণ করছে না ৷ মানুষকে স্বাস্থ্যকর খাবার দেওয়ার দাবি তুলেছে ফুড রিপোস্ট ৷ এর ফলে কৃষকদেরও ভালো আয় হবে ৷ ফ্রান্সের কৃষকরা বেশ কিছু দিন ধরেই ট্র্যাক্টর দিয়ে রাস্তা অবরোধ করছেন ৷ স্বভাবতই এতে দেশের রাস্তাগুলিতে যানজট তৈরি হচ্ছে ৷ এমনকী সরকারি কার্যালয়ের সামনে কৃষিজাত বর্জ্যপদার্থ ফেলেও রাখছেব কৃষকরা ৷ শুক্রবার সরকার বেশ কিছু প্রতিকার ঘোষণা করেছে ৷ তবে কৃষকদের দাবি, সরকারের এই প্রতিকার যথেষ্ট নয় ৷ এবার সেই প্রতিবাদের ঢেউ গিয়ে লাগল মোনালিসার ছবিতে।
আরও পড়ুনমাটির ভাঁড়ে চায়ে চুমুক ! ইউপিআইতে দাম মিটিয়ে অভিভূত ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ