ETV Bharat / international

প্রথমবার কানাডার সাইবার থ্রেট তালিকায় ভারত, গুপ্তচরবৃত্তির অভিযোগ - INDIA IN CANADA CYBERTHREAT LIST

কানাডার সাইবার থ্রেট তালিকায় চিন, রাশিয়া, ইরান এবং উত্তর কোরিয়ার পর পাঁচ নম্বরে রয়েছে ভারতের নাম ৷ ভারতের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ করেছে ট্রুডো প্রশাসন ৷

INDIA IN CANADA CYBERTHREAT LIST
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ (ছবি- এপি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 3, 2024, 3:02 PM IST

অটোয়া, 3 নভেম্বর: ভারত-কানাডা কূটনৈতিক সম্পর্ক আরও বড় ধাক্কা খেল ৷ এবার ভারতকে তাদের সাইবার থ্রেটের তালিকায় সামিল করল জাস্টিন ট্রুডোর সরকার ৷ সেই সঙ্গে রাষ্ট্রীয় মদতে গুপ্তচরবৃত্তির সম্ভাবনার কথাও উল্লেখ করেছে তারা ৷ সাম্প্রতিক সময়ে খালিস্তানি ইস্যুতে ভারতের সঙ্গে কানাডার কূটনৈতিক সম্পর্কের যে অবনতি হয়েছে, তারই প্রভাবে এই ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে ৷

কানাডার প্রকাশিত সাইবার থ্রেট তালিকায় ভারতের নাম রয়েছে পাঁচ নম্বরে ৷ সেখানে সবার উপরে আছে চিন, তারপর রাশিয়া, ইরান ও উত্তর কোরিয়া ৷ সম্প্রতি প্রকাশ্যে এসেছে কানাডার ন্যাশনাল সাইবার থ্রেট অ্যাসেসমেন্ট (2025-26)-এর রিপোর্ট ৷ সেখানেই প্রথমবার ভারতের নাম সামিল করেছে ট্রুডো-প্রশাসন ৷

সেই রিপোর্টে বলা হয়েছে, "আমাদের মূল্যায়নে উঠে এসেছে, ভারত সরকারের মদতে, সেদেশের গুপ্তচররা আমাদের দেশের উপর নজরদারি চালানোর পরিকল্পনা করছে ৷ তাই সম্ভবত কানাডা সরকারের বিরুদ্ধে সাইবার থ্রেটের মতো কার্যকলাপে মদত দিচ্ছে ভারত ৷"

2 দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতির শুরুটা হয়েছিল বছরখানেক আগে ৷ সেই সময় কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো দাবি করেছিলেন, তাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে যে, খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যার পিছনে ভারতীয় গুপ্তচর সংস্থার হাত রয়েছে ৷ যদিও, বিদেশমন্ত্রকের তরফে কানাডার সেই দাবিকে ভিত্তিহীন বলে খারিজ করে দেওয়া হয়েছিল ৷

ব্যক্তিগত এবং বিভিন্ন সংস্থার উপর সাইবার হানার একাধিক তথ্য-সহ বিস্তারিত রিপোর্ট গত 30 অক্টোবর প্রকাশ করা হয়েছে ৷ কানাডার সাইবার সিকিউরিটি সেন্টার থেকে প্রকাশিত রিপোর্টে ভারতীয় গুপ্তচর সংস্থার কথা উল্লেখ করা হয়েছে ৷ এই 'সাইবার সিকিউরিটি সেন্টার' কানাডার 'কমিউনিকেশ সিকিরউরিটি এস্টাবলিশমেন্টে'র অন্তর্গত ৷

অটোয়া, 3 নভেম্বর: ভারত-কানাডা কূটনৈতিক সম্পর্ক আরও বড় ধাক্কা খেল ৷ এবার ভারতকে তাদের সাইবার থ্রেটের তালিকায় সামিল করল জাস্টিন ট্রুডোর সরকার ৷ সেই সঙ্গে রাষ্ট্রীয় মদতে গুপ্তচরবৃত্তির সম্ভাবনার কথাও উল্লেখ করেছে তারা ৷ সাম্প্রতিক সময়ে খালিস্তানি ইস্যুতে ভারতের সঙ্গে কানাডার কূটনৈতিক সম্পর্কের যে অবনতি হয়েছে, তারই প্রভাবে এই ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে ৷

কানাডার প্রকাশিত সাইবার থ্রেট তালিকায় ভারতের নাম রয়েছে পাঁচ নম্বরে ৷ সেখানে সবার উপরে আছে চিন, তারপর রাশিয়া, ইরান ও উত্তর কোরিয়া ৷ সম্প্রতি প্রকাশ্যে এসেছে কানাডার ন্যাশনাল সাইবার থ্রেট অ্যাসেসমেন্ট (2025-26)-এর রিপোর্ট ৷ সেখানেই প্রথমবার ভারতের নাম সামিল করেছে ট্রুডো-প্রশাসন ৷

সেই রিপোর্টে বলা হয়েছে, "আমাদের মূল্যায়নে উঠে এসেছে, ভারত সরকারের মদতে, সেদেশের গুপ্তচররা আমাদের দেশের উপর নজরদারি চালানোর পরিকল্পনা করছে ৷ তাই সম্ভবত কানাডা সরকারের বিরুদ্ধে সাইবার থ্রেটের মতো কার্যকলাপে মদত দিচ্ছে ভারত ৷"

2 দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতির শুরুটা হয়েছিল বছরখানেক আগে ৷ সেই সময় কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো দাবি করেছিলেন, তাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে যে, খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যার পিছনে ভারতীয় গুপ্তচর সংস্থার হাত রয়েছে ৷ যদিও, বিদেশমন্ত্রকের তরফে কানাডার সেই দাবিকে ভিত্তিহীন বলে খারিজ করে দেওয়া হয়েছিল ৷

ব্যক্তিগত এবং বিভিন্ন সংস্থার উপর সাইবার হানার একাধিক তথ্য-সহ বিস্তারিত রিপোর্ট গত 30 অক্টোবর প্রকাশ করা হয়েছে ৷ কানাডার সাইবার সিকিউরিটি সেন্টার থেকে প্রকাশিত রিপোর্টে ভারতীয় গুপ্তচর সংস্থার কথা উল্লেখ করা হয়েছে ৷ এই 'সাইবার সিকিউরিটি সেন্টার' কানাডার 'কমিউনিকেশ সিকিরউরিটি এস্টাবলিশমেন্টে'র অন্তর্গত ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.