ETV Bharat / international

বাংলাদেশে নিরাপত্তা বিষয়ক বিশেষ সহকারি নিযুক্ত হলেন আবদুল হাফিজ - Yunus Appoints Hafiz Special Asst

Yunus Appoints Ex-Lieutenant As Special Assistant: লেফটেন্যান্ট জেনারেল আবদুল হাফিজ কোট ডি আইভরিতে রাষ্ট্রসঙ্ঘ শান্তিরক্ষা মিশনের ফোর্স কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশে তাঁর পেশাগত কোর্সের বাইরেও তিনি চিনে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে অ্যাডভান্সড ইনফ্যান্ট্রি অফিসার কোর্স এবং ফ্রান্সের ডিফেন্স ইন্টেলিজেন্স কলেজ থেকে স্নাতক হয়েছেন।

Professor Muhammad Yunus
বাংলাদেশে নিরাপত্তা বিষয়ক বিশেষ সহকারি নিযুক্ত (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 23, 2024, 11:07 PM IST

ঢাকা, 23 অগস্ট: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মহম্মদ ইউনুস শুক্রবার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আবদুল হাফিজকে উপদেষ্টা বা মন্ত্রীর মর্যাদায় জাতীয় নিরাপত্তা বিষয়ক বিশেষ সহকারী হিসেবে নিয়োগ করেছেন। একটি সরকারি গেজেট বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "তিনি (আবদুল হাফিজ) নিরাপত্তা এবং জাতীয় পুনর্মিলনের উন্নয়ন সম্পর্কিত বিষয়ে প্রধান উপদেষ্টাকে সাহায্য করবেন ৷"

ওই সরকারি গেজেট অনুযায়ী, আবদুল হাফিজ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বা মন্ত্রী পরিষদের উপদেষ্টার মর্যাদা ভোগ করবেন। অন্যদিকে, তাঁর প্রেক্ষাপটের সঙ্গে পরিচিত আধিকারিকরা জানাচ্ছেন, 67 বছর বয়সি হাফিজ, একজন প্রাক্তন চিফ অফ জেনারেল স্টাফ (সিজিএস), সামরিক বাহিনীর স্থলবাহিনীর অন্তর্গত।

তাঁর কর্মজীবনে, হাফিজ পশ্চিম সাহারা এবং কোট ডি আইভরিতে রাষ্ট্রসঙ্ঘের শান্তিরক্ষা মিশনের ফোর্স কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশে তাঁর পেশাগত কোর্সের বাইরে, তিনি চিনে পদাতিক বাহিনীর ছোট ও ভারী অস্ত্র, মার্কিন যুক্তরাষ্ট্রে অ্যাডভান্সড ইনফ্যান্ট্রি অফিসার কোর্স এবং ফ্রান্সের ডিফেন্স ইন্টেলিজেন্স কলেজ থেকে স্নাতক হয়েছেন।

ক্ষমতাচ্যুত হয়েছেন দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ তাঁর সরকারের পতনের পর বাংলাদেশে যে বিশৃঙ্খলায় নেমে আসে এবং সরকারি চাকরির জন্য কোটা সংস্কার নিয়ে হিংসা বিক্ষোভের মধ্যে তিনি গত 5 অগস্ট ভারতে পালিয়ে যান ৷ এরপরই সেনাবাহিনী দেশের ক্ষমতার রাশ নিজেদের হাতে নেয় ৷ এর আগে, জুলাইয়ের মাঝামাঝি থেকে সরকার বিরোধী বিক্ষোভে 500 জনের বেশি মানুষ নিহত হয়েছিল বাংলাদেশে। গত 8 অগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন নোবেল জয়ী মহম্মদ ইউনুস। 16 অগস্ট প্রকাশিত রাষ্ট্রসঙ্ঘের হাই কমিশনার ফর হিউম্যান রাইটসের প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, 16 জুলাই থেকে 11 অগস্টের মধ্যে, ছাত্র-নেতৃত্বাধীন বিক্ষোভের সময় এবং আওয়ামী লিগের শাসনকালে বাংলাদেশে প্রায় 650 জন নিহত হয়েছে।

ঢাকা, 23 অগস্ট: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মহম্মদ ইউনুস শুক্রবার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আবদুল হাফিজকে উপদেষ্টা বা মন্ত্রীর মর্যাদায় জাতীয় নিরাপত্তা বিষয়ক বিশেষ সহকারী হিসেবে নিয়োগ করেছেন। একটি সরকারি গেজেট বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "তিনি (আবদুল হাফিজ) নিরাপত্তা এবং জাতীয় পুনর্মিলনের উন্নয়ন সম্পর্কিত বিষয়ে প্রধান উপদেষ্টাকে সাহায্য করবেন ৷"

ওই সরকারি গেজেট অনুযায়ী, আবদুল হাফিজ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বা মন্ত্রী পরিষদের উপদেষ্টার মর্যাদা ভোগ করবেন। অন্যদিকে, তাঁর প্রেক্ষাপটের সঙ্গে পরিচিত আধিকারিকরা জানাচ্ছেন, 67 বছর বয়সি হাফিজ, একজন প্রাক্তন চিফ অফ জেনারেল স্টাফ (সিজিএস), সামরিক বাহিনীর স্থলবাহিনীর অন্তর্গত।

তাঁর কর্মজীবনে, হাফিজ পশ্চিম সাহারা এবং কোট ডি আইভরিতে রাষ্ট্রসঙ্ঘের শান্তিরক্ষা মিশনের ফোর্স কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশে তাঁর পেশাগত কোর্সের বাইরে, তিনি চিনে পদাতিক বাহিনীর ছোট ও ভারী অস্ত্র, মার্কিন যুক্তরাষ্ট্রে অ্যাডভান্সড ইনফ্যান্ট্রি অফিসার কোর্স এবং ফ্রান্সের ডিফেন্স ইন্টেলিজেন্স কলেজ থেকে স্নাতক হয়েছেন।

ক্ষমতাচ্যুত হয়েছেন দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ তাঁর সরকারের পতনের পর বাংলাদেশে যে বিশৃঙ্খলায় নেমে আসে এবং সরকারি চাকরির জন্য কোটা সংস্কার নিয়ে হিংসা বিক্ষোভের মধ্যে তিনি গত 5 অগস্ট ভারতে পালিয়ে যান ৷ এরপরই সেনাবাহিনী দেশের ক্ষমতার রাশ নিজেদের হাতে নেয় ৷ এর আগে, জুলাইয়ের মাঝামাঝি থেকে সরকার বিরোধী বিক্ষোভে 500 জনের বেশি মানুষ নিহত হয়েছিল বাংলাদেশে। গত 8 অগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন নোবেল জয়ী মহম্মদ ইউনুস। 16 অগস্ট প্রকাশিত রাষ্ট্রসঙ্ঘের হাই কমিশনার ফর হিউম্যান রাইটসের প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, 16 জুলাই থেকে 11 অগস্টের মধ্যে, ছাত্র-নেতৃত্বাধীন বিক্ষোভের সময় এবং আওয়ামী লিগের শাসনকালে বাংলাদেশে প্রায় 650 জন নিহত হয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.