ঢাকা, 5 ডিসেম্বর: হিন্দু-সহ অন্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার ঘটনায় প্রকৃত তথ্য চান অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মহম্মদ ইউনুস ৷ এর জন্য তিনি এবার বাংলাদেশের বিভিন্ন ধর্মগুরুদের সাহায্য চাইলেন ৷ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের বিরুদ্ধে হিংসায় দোষীদের খুঁজে তাদের যথোপযুক্ত সাজা দিতেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে ৷
বৃহস্পতিবার বাংলাদেশের ঢাকায় একটি বৈঠক করেন মুখ্য উপদেষ্টা ইউনুস ৷ তিনি জানান, সংখ্যালঘুদের উপর অত্যাচারের ইস্যু নিয়ে আলোচনা হচ্ছে ৷ তাঁর দাবি, কোথাও একটা বাস্তবের সঙ্গে অন্যান্য দেশের সংবাদমাধ্যমগুলিতে সত্য খবর প্রকাশিত হচ্ছে না ৷ বাস্তবের সঙ্গে কোথাও একটা বিভেদ রয়ে যাচ্ছে, দাবি করেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ৷ দেশের সরকারি সংবাদসংস্থা বিএসএস অনুযায়ী, তিনি বলেন, "আমরা আসল তথ্যটা জানতে চাই ৷ কীভাবে এই খবরগুলি তৈরি হচ্ছে, তা জানতে চাই ৷"
এই বৈঠকে মুসলিম, হিন্দু, খ্রিস্টান এবং বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মগুরুরা উপস্থিত ছিলেন ৷ তাঁদের উপস্থিতিতে মহম্মদ ইউনুস জানান, দেশের সব মানুষের সমার অধিকার আছে ৷ সংবিধানে যে অধিকারের নিশ্চয়তা দেওয়া হয়েছে, তা সুপ্রতিষ্ঠিত করার দায়িত্ব সরকারের ৷ দেশের কোথাও কোনও সংখ্যালঘুর উপর হামলার ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে সেই খবর জানা উচিত ৷ এর সঙ্গে জড়িতদের বিচার হওয়া উচিত ৷ তিনি বলেন, "দোষীদের যথোপযুক্ত সাজা হওয়া উচিত ৷"
ডেইলি স্টার সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী, মুখ্য উপদেষ্টা জোর দেন, এই ধরনের ঘটনাগুলির মোকাবিলা করে ক্ষতিগ্রস্তদের রেহাই দেওয়া দরকার ৷ মহম্মদ ইউনুস ধর্মগুরুদের বলেন, "আমার মনে হয়, বাংলাদেশের বেশির ভাগ মানুষই আমার সঙ্গে একমত পোষণ করবেন ৷ আমাদের মধ্যে ভিন্নতা থাকতে পারে, কিন্তু তার মানে এই নয় যে আমরা একে অপরের শত্রু ৷"
তিনি আরও বলেন, "নিরাপদে সেই খবরগুলি আমরা কীভাবে জানতে পারি, যাতে যিনি এই তথ্যগুলি দেবেন তাঁর কোনও ক্ষতি না হয় ৷ এই জন্যই আমি আজ আপনাদের আজকের বৈঠকে ডেকেছি ৷" সম্প্রতি দুর্গাপুজোয় ঢাকার ঢাকেশ্বরী মন্দির দর্শনে গিয়েছিলেন মহম্মদ ইউনুস ৷ সেই প্রসঙ্গ মনে করিয়ে তিনি জানান, দুর্গাপুজো যেন উৎসব ৷ সারা দেশের সব শ্রেণির মানুষ তাতে অংশ নিয়েছিলেন ৷ এটা জাতীয় উৎসবে রূপান্তরিত হয়েছিল ৷ 5 অগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর মুসলিম অধ্যুষিত বাংলাদেশের 50টি জেলায় দু'শোরও বেশি হামলার ঘটনা ঘটেছে ৷