ETV Bharat / international

মায়ানমারে সেনাবাহিনীর বিমান হানা ! মৃত 40, আহত অনেক - ARMY AIRSTRIKE KILLS SEVERAL

বিমান হামলার ফলে 500টিরও বেশি ঘরবাড়ি ধ্বংস হয়ে যায় । যদিও কেন সেনাবাহিনী ওই গ্রামটিকে লক্ষ্যবস্তু করেছিল তা স্পষ্ট নয় ।

Army Airstrike On Village
গ্রামে সেনাবাহিনীর বিমান হানা ! (এপি)
author img

By AP (Associated Press)

Published : 5 hours ago

Updated : 2 hours ago

ব্যাংকক, 10 জানুয়ারি: মায়ানমার সেনাবাহিনীর বিমান হামলা ৷ সশস্ত্র জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীর নিয়ন্ত্রণাধীন একটি গ্রামে ওই বিমান হামলায় প্রায় 40 জন নিহত এবং কমপক্ষে 20 জন আহত হয়েছে ৷ বৃহস্পতিবার এই গোষ্ঠীর নেতা এবং স্থানীয় একটি দাতব্য সংস্থা জানিয়েছে । জানানো হয়েছে, বোমা হামলার ফলে আগুনে কয়েকশো ঘরবাড়ি পুড়ে গিয়েছে ।

বুধবার পশ্চিম রাখাইন রাজ্যের জাতিগত আরাকান সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন রামরি দ্বীপের কিয়াউক নি মাও গ্রামে এই হামলার ঘটনা ঘটে । যদিও মায়ানমার সেনাবাহিনী এই এলাকায় কোনও আক্রমণের আগাম ঘোষণা করেনি ৷ হামলার ফলে ওই অঞ্চলের ইন্টারনেট এবং মোবাইল পরিষেবা বিচ্ছিন্ন রয়েছে ।

2021 সালের ফেব্রুয়ারিতে সেনাবাহিনী অং সান সু চি’র নির্বাচিত সরকারকে উৎখাত করার পর থেকে শুরু হওয়া হিংসায় মায়ানমার বিধ্বস্ত । শান্তিপূর্ণ বিক্ষোভ দমনে সেনাবাহিনী মারাত্মক শক্তি প্রয়োগের পর, বিরোধীরা অস্ত্র তুলে নিয়েছে ৷ দেশের বিশাল অংশ এখন ওই সংঘাতে জড়িয়ে পড়েছে ।

Army Airstrike On Village In Western Myanmar
বিমান হামলার ফলে 500টিরও বেশি ঘরবাড়ি ধ্বংস (এপি)

আরাকান আর্মির মুখপাত্র খাইং থুখা দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, ‘‘বুধবার বিকেলে একটি জেট ফাইটার গ্রামে বোমা হামলা চালায় ৷ যার ফলে 40 জন বেসামরিক লোক নিহত এবং 20 জনেরও বেশি আহত হয় । নিহতরা সকলেই বেসামরিক লোক । নিহত ও আহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে ৷” বিমান হামলার ফলে আগুন গ্রামে ছড়িয়ে পড়ে, 500টিরও বেশি ঘরবাড়ি ধ্বংস হয়ে যায় । কেন সেনাবাহিনী ওই গ্রামটিকে লক্ষ্যবস্তু করেছিল তা স্পষ্ট নয় ।

দেশের বৃহত্তম শহর ইয়াঙ্গুন থেকে 340 কিলোমিটার (210 মাইল) উত্তর-পশ্চিমে অবস্থিত রামরি গত বছরের মার্চ মাসে আরাকান আর্মি দখল করে নেয় । আরাকান আর্মি হল রাখাইন জাতিগত সংখ্যালঘু আন্দোলনের সুপ্রশিক্ষিত এবং সুসজ্জিত সামরিক শাখা, যাদের মূল লক্ষ্য মায়ানমারের কেন্দ্রীয় সরকারের কাছ থেকে স্বায়ত্তশাসন নেওয়া ।

এটি 2023 সালের নভেম্বরে রাখাইনে আক্রমণ শুরু করে ৷ বর্তমানে একটি আঞ্চলিক সেনা সদর দফতর এবং রাখাইনের 17টি শহরের মধ্যে 14টির নিয়ন্ত্রণ অর্জন করেছে আরাকান আর্মি ৷ যার ফলে কেবল রাজ্যের রাজধানী সিত্তে এবং রামরির কাছে দু’টি গুরুত্বপূর্ণ শহর এখনও সামরিক সরকারের হাতে রয়েছে ।

আরও পড়ুন

ব্যাংকক, 10 জানুয়ারি: মায়ানমার সেনাবাহিনীর বিমান হামলা ৷ সশস্ত্র জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীর নিয়ন্ত্রণাধীন একটি গ্রামে ওই বিমান হামলায় প্রায় 40 জন নিহত এবং কমপক্ষে 20 জন আহত হয়েছে ৷ বৃহস্পতিবার এই গোষ্ঠীর নেতা এবং স্থানীয় একটি দাতব্য সংস্থা জানিয়েছে । জানানো হয়েছে, বোমা হামলার ফলে আগুনে কয়েকশো ঘরবাড়ি পুড়ে গিয়েছে ।

বুধবার পশ্চিম রাখাইন রাজ্যের জাতিগত আরাকান সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন রামরি দ্বীপের কিয়াউক নি মাও গ্রামে এই হামলার ঘটনা ঘটে । যদিও মায়ানমার সেনাবাহিনী এই এলাকায় কোনও আক্রমণের আগাম ঘোষণা করেনি ৷ হামলার ফলে ওই অঞ্চলের ইন্টারনেট এবং মোবাইল পরিষেবা বিচ্ছিন্ন রয়েছে ।

2021 সালের ফেব্রুয়ারিতে সেনাবাহিনী অং সান সু চি’র নির্বাচিত সরকারকে উৎখাত করার পর থেকে শুরু হওয়া হিংসায় মায়ানমার বিধ্বস্ত । শান্তিপূর্ণ বিক্ষোভ দমনে সেনাবাহিনী মারাত্মক শক্তি প্রয়োগের পর, বিরোধীরা অস্ত্র তুলে নিয়েছে ৷ দেশের বিশাল অংশ এখন ওই সংঘাতে জড়িয়ে পড়েছে ।

Army Airstrike On Village In Western Myanmar
বিমান হামলার ফলে 500টিরও বেশি ঘরবাড়ি ধ্বংস (এপি)

আরাকান আর্মির মুখপাত্র খাইং থুখা দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, ‘‘বুধবার বিকেলে একটি জেট ফাইটার গ্রামে বোমা হামলা চালায় ৷ যার ফলে 40 জন বেসামরিক লোক নিহত এবং 20 জনেরও বেশি আহত হয় । নিহতরা সকলেই বেসামরিক লোক । নিহত ও আহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে ৷” বিমান হামলার ফলে আগুন গ্রামে ছড়িয়ে পড়ে, 500টিরও বেশি ঘরবাড়ি ধ্বংস হয়ে যায় । কেন সেনাবাহিনী ওই গ্রামটিকে লক্ষ্যবস্তু করেছিল তা স্পষ্ট নয় ।

দেশের বৃহত্তম শহর ইয়াঙ্গুন থেকে 340 কিলোমিটার (210 মাইল) উত্তর-পশ্চিমে অবস্থিত রামরি গত বছরের মার্চ মাসে আরাকান আর্মি দখল করে নেয় । আরাকান আর্মি হল রাখাইন জাতিগত সংখ্যালঘু আন্দোলনের সুপ্রশিক্ষিত এবং সুসজ্জিত সামরিক শাখা, যাদের মূল লক্ষ্য মায়ানমারের কেন্দ্রীয় সরকারের কাছ থেকে স্বায়ত্তশাসন নেওয়া ।

এটি 2023 সালের নভেম্বরে রাখাইনে আক্রমণ শুরু করে ৷ বর্তমানে একটি আঞ্চলিক সেনা সদর দফতর এবং রাখাইনের 17টি শহরের মধ্যে 14টির নিয়ন্ত্রণ অর্জন করেছে আরাকান আর্মি ৷ যার ফলে কেবল রাজ্যের রাজধানী সিত্তে এবং রামরির কাছে দু’টি গুরুত্বপূর্ণ শহর এখনও সামরিক সরকারের হাতে রয়েছে ।

আরও পড়ুন

Last Updated : 2 hours ago
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.