ব্যাংকক, 10 জানুয়ারি: মায়ানমার সেনাবাহিনীর বিমান হামলা ৷ সশস্ত্র জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীর নিয়ন্ত্রণাধীন একটি গ্রামে ওই বিমান হামলায় প্রায় 40 জন নিহত এবং কমপক্ষে 20 জন আহত হয়েছে ৷ বৃহস্পতিবার এই গোষ্ঠীর নেতা এবং স্থানীয় একটি দাতব্য সংস্থা জানিয়েছে । জানানো হয়েছে, বোমা হামলার ফলে আগুনে কয়েকশো ঘরবাড়ি পুড়ে গিয়েছে ।
বুধবার পশ্চিম রাখাইন রাজ্যের জাতিগত আরাকান সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন রামরি দ্বীপের কিয়াউক নি মাও গ্রামে এই হামলার ঘটনা ঘটে । যদিও মায়ানমার সেনাবাহিনী এই এলাকায় কোনও আক্রমণের আগাম ঘোষণা করেনি ৷ হামলার ফলে ওই অঞ্চলের ইন্টারনেট এবং মোবাইল পরিষেবা বিচ্ছিন্ন রয়েছে ।
2021 সালের ফেব্রুয়ারিতে সেনাবাহিনী অং সান সু চি’র নির্বাচিত সরকারকে উৎখাত করার পর থেকে শুরু হওয়া হিংসায় মায়ানমার বিধ্বস্ত । শান্তিপূর্ণ বিক্ষোভ দমনে সেনাবাহিনী মারাত্মক শক্তি প্রয়োগের পর, বিরোধীরা অস্ত্র তুলে নিয়েছে ৷ দেশের বিশাল অংশ এখন ওই সংঘাতে জড়িয়ে পড়েছে ।
আরাকান আর্মির মুখপাত্র খাইং থুখা দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, ‘‘বুধবার বিকেলে একটি জেট ফাইটার গ্রামে বোমা হামলা চালায় ৷ যার ফলে 40 জন বেসামরিক লোক নিহত এবং 20 জনেরও বেশি আহত হয় । নিহতরা সকলেই বেসামরিক লোক । নিহত ও আহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে ৷” বিমান হামলার ফলে আগুন গ্রামে ছড়িয়ে পড়ে, 500টিরও বেশি ঘরবাড়ি ধ্বংস হয়ে যায় । কেন সেনাবাহিনী ওই গ্রামটিকে লক্ষ্যবস্তু করেছিল তা স্পষ্ট নয় ।
দেশের বৃহত্তম শহর ইয়াঙ্গুন থেকে 340 কিলোমিটার (210 মাইল) উত্তর-পশ্চিমে অবস্থিত রামরি গত বছরের মার্চ মাসে আরাকান আর্মি দখল করে নেয় । আরাকান আর্মি হল রাখাইন জাতিগত সংখ্যালঘু আন্দোলনের সুপ্রশিক্ষিত এবং সুসজ্জিত সামরিক শাখা, যাদের মূল লক্ষ্য মায়ানমারের কেন্দ্রীয় সরকারের কাছ থেকে স্বায়ত্তশাসন নেওয়া ।
এটি 2023 সালের নভেম্বরে রাখাইনে আক্রমণ শুরু করে ৷ বর্তমানে একটি আঞ্চলিক সেনা সদর দফতর এবং রাখাইনের 17টি শহরের মধ্যে 14টির নিয়ন্ত্রণ অর্জন করেছে আরাকান আর্মি ৷ যার ফলে কেবল রাজ্যের রাজধানী সিত্তে এবং রামরির কাছে দু’টি গুরুত্বপূর্ণ শহর এখনও সামরিক সরকারের হাতে রয়েছে ।