ETV Bharat / health

স্বাস্থ্যই সম্পদ, সচেতনতার বার্তা আইনজীবী থেকে চিকিৎসকের - WORLD HEALTH DAY 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 6, 2024, 8:29 PM IST

Updated : Apr 7, 2024, 11:07 AM IST

WORLD HEALTH DAY- স্বাস্থ্য যখন সম্পদ, তখন তা ভালো রাখার অধিকারও আপনার ৷ তা ভালো রাখতে গিয়ে সঠিক পরিষেবা পাওয়া, সেটাও পড়ে অধিকারের মধ্যেই ৷ বিশ্ব স্বাস্থ্য দিবসে সেই অধিকার নিয়ে সচেতন করলেন হাইকোর্টের আইনজীবী ও মেজর তথা উডল্যান্ড-আরসিবির কার্ডিয়োলজিস্ট নারায়ণ ভট্টাচার্য ৷

WORLD HEALTH DAY 2024
'আপনার স্বাস্থ্য-আপনার অধিকার'

হায়দরাবাদ, 7 এপ্রিল: 'আপনার স্বাস্থ্য, আপনার অধিকার' ৷ এই থিম নিয়ে আজ পালিত হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস ৷ স্বাস্থ্য সচেতনতার প্রসার ও সুষ্ঠ স্বাস্থ্য পরিষেবা প্রদান করার বিষয়টি সুনিশ্চিত করতে এই দিনটি পালন করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বে ৷ সচেতন করলেন কলকাতা হাইকোর্টের আইনজীবী ও সেনা বাহিনীর অবসরপ্রাপ্ত মেজর তথা উডল্যান্ড-আরসিবির কার্ডিয়োলজিস্ট-চিকিৎসক নারায়ণ ভট্টাচার্য ৷

হাইকোটের আইনজীবী জানান, ভারতীয় সংবিধানের ধারা 21-এ বিস্তারিত বলা আছে প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টির কথা ৷ যেখান থেকে কোনও ব্যক্তি এই ধরনের অধিকার থেকে বঞ্চিত হবে না ৷ এর উপর বিশেষ জোর দেওয়া হয়েছে ৷

  • অধিকার রক্ষা আইনের ক্ষেত্রে প্রি নাটাল জেন্ডার স্ক্রিনিং ধারার উপর জোর দেওয়া হয়েছে ৷ এককথায় বলে পিএনডিটি অ্যাক্টস ৷ লিঙ্গ নির্ধারণ অবৈধ ৷ কন্যা ভ্রুণ হত্যা যাতে বন্ধ হয়, এই আইনে দেওয়া হয়েছে বিশেষ জোর ৷
  • সারোগেসি অ্যাক্টের উপর জোর দেওয়া হয়েছে ৷ চুক্তি পত্র সাক্ষর বা অনুমতি পত্রে সাক্ষর এক্ষেত্রে দুই পার্টির তরফেই সঠিক তথ্য প্রদান গুরুত্বপূর্ণ ৷ এটাও এক ধরনের অধিকার রক্ষা ৷ একজন বর্ন চাইল্ড বা আনবর্ন চাইল্ডের নিজস্ব অধিকার রয়েছে ৷ সেটার উপরেও জোর দেওয়ার কথা বলা হয়েছে আইনে ৷
  • ক্লিনিক্যাল এস্ট্যাবব্লিশমেন্ট অ্যাক্টের উপর জোর দেওয়া হচ্ছে ৷ যেখানে বলা হচ্ছে একটা ক্লিনিক বা হাসপাতাল তৈরির ক্ষেত্রে কিছু বাউন্ডিংস থাকে ৷ বিভিন্ন সার্টিফিকেট লাগে ৷ তা যেন সঠিক হয় ৷ কোনও ব্যক্তি একটি হাসপাতালের পরিষেবা পেয়ে সন্তুষ্ট হলেন না, সেখানে প্রপার ফোরাম বা কোর্ট রয়েছে সেখানে ওই ব্যক্তি যেতে পারেন ৷ অতিরিক্ত বিল, রোগী মৃত্যু, ইত্যাদির উপর বেশি জোর দেওয়া হয়েছে ৷ এও কিন্তু স্বাস্থ্যের অধিকার রক্ষার ক্ষেত্রেই পড়ে ৷
    WORLD HEALTH DAY
    স্বাস্থ্য যখন সম্পদ

চিকিৎসক নারায়ণ ভট্টাচার্য মতে এই থিমের গুরুত্ব রয়েছে ৷ কারণ স্বাস্থ্যই সম্পদ কথাতেই বলা হয় ৷ তিনি বলেন, "বাল গঙ্গাধর তিলক বলেছেন, স্বরাজ আমাদের অধিকার ৷ আমি মনে করি, স্বরাজ তো আমরা পেয়েছি এখন আমাদের ভাবার সময় যে সু-স্বাস্থ্য আমাদের জন্মগত অধিকার ৷ আমাদের দিক থেকে এটা যতটা গুরুত্বপূর্ণ ততটাই সরকারের তরফেও গুরুত্ব দিয়ে ভাবা উচিত ৷"

  • আমাদের দেশে স্বাস্থ্য নিয়ে অবহেলা করা হয় ৷ স্বাস্থ্য সচেতনতা খুব জরুরি ৷ ভালো স্বাস্থ্য কাকে বলে, স্বাস্থ্যকর অভ্যাস কী হওয়া উচিত সেটা জানতে হবে ৷ যেমন- হাত ধুয়ে খাওয়া উচিত ৷ এটা একটা ভালো অভ্যাস ও স্বাস্থ্যকর অভ্যাস ৷ এটাই একটা ছোট্ট বাচ্চাকে শেখানো বা জানানো তার অধিকারের মধ্যে পড়ে ৷
  • পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা, স্বাস্থ্যকর অভ্যাস গঠনের ক্ষেত্রে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে পঠন-পাঠনে জোর দেওয়া উচিত ৷
  • নূন্যতম স্বাস্থ্য পরিষেবা ভীষণ গুরুত্বপূর্ণ ৷ স্বাস্থ্য ভালো রাখার নুন্যতম পরিকাঠামো বা প্রোটোকল থাকা দরকার ৷ যেমন- এক টিবি আক্রান্ত ব্যক্তি যাতে সঠিক চিকিৎসা পান সেটা যেমন জরুরী তেমনই তাঁকে সচেতন করাও জরুরী ৷ ঘনঘন কাশি বা জ্বর, ওজন কমা, ইত্যাদি হলে অত্যন্ত যাতে চিকিৎসকের কাছে যান, সেই সচেতনতা করাও রোগীর অধিকারের মধ্যে পড়ে ৷ ডেঙ্গি-ম্যালেরিয়ার মতো সংক্রমণজনিত রোগ বা কোনও অসংক্রমণজনিত রোগ নিয়ে সচেতনতা বাড়ানোর উপর জোর দেওয়া উচিত ৷
  • 140 কোটির ভারতবর্ষে চাহিদা ও যোগানের মধ্যে তারতম্য রয়েছে ৷ চিকিৎসা ক্ষেত্রে চাহিদা যেমন রয়েছে তার যোগান কম ৷ নূন্যতম স্বাস্থ্য পরিকাঠামো দুর্বল ৷ চিকিৎসক-নার্স যত সংখ্যক থাকা দরকার, তার তুলনায় চিকিৎসা পরিষেবা নিতে বেশি লোক আসেন ৷ সেই কাঠামো ঠিক করতে হবে ৷ ওপিডিতে দেখা যায় একদিনে 400-500 জন রোগী আসেন ৷ ফলে রোগীকে দেখার সময় কমে যায় ৷ অন্যদিকে, ওই লাইনে যে রোগী অপেক্ষা করছেন, তাঁর অবস্থাও খারাপ হয় ৷
  • ওষুধের জোগান পর্যাপ্ত হয় না ৷ আবার অনেক স্বাস্থ্যকর্মী নির্দিষ্ট কাজ করেন না, কোথাও আবার ওষুধ ডিস্ট্রিবিউশনের সমস্যা দেখা দেয় ৷ এই গুলো উন্নত স্বাস্থ্যের পরিকাঠামো গড়ার অন্তরায় ৷ এর ফলে রোগীকে হয়রানির শিকার হতে হয়৷
  • শিশু জন্ম ও মেয়েদের স্বাস্থ্য পরিষেবা কাঠামোয় জোর দিতে হবে ৷ গর্ভবতী অবস্থায় সঠিক পুষ্টি পান না অনেক মহিলা, শিশু মৃত্যু অনেক বেড়ে যায়, সংক্রমণের সমস্যা, অপুষ্টিজনিত সমস্যা থেকে মুক্তির পথ বের করতে হবে ৷ স্বাস্থ্য সচেতনের দিক থেকে মেয়েরা এখনও অনেক জায়গায় অবহেলিত ৷ সেই দিকে নজর দেওয়া দরকার ৷ প্রসবকালীন চিকিৎসা ব্যবস্থা উন্নত করা উচিত ৷
  • যাঁরা বিশেষভাবে সক্ষম তাঁদের জন্য আলাদা ওপিডির ব্যবস্থা করা তাঁদের স্বাস্থ্যের অধিকারের মধ্যে পড়ে ৷ বর্তমানে কিছু কিছু চিন্তাভাবনা হচ্ছে, উন্নতি হচ্ছে, এটাকেই আরও এগিয়ে নিতে যেতে হবে ৷
  • স্বাস্থ্যসাথী কার্ড, আয়ুষ্মান কার্ড নিয়ে চিকিৎসা ক্ষেত্রে রোগী ও তাঁর পরিবার সেবা পাচ্ছেন ৷ তবে কোনও কিছু বিনামূল্য পাওয়া গেলে তার দাম কেউ দেন না ৷ সেক্ষেত্রে যদি সরকার 70 শতাংশ দিলে ও ব্যক্তি 30 শতাংশ দিলে, দায় দু'তরফেই থাকে ৷ বিনামূল্যে হলে, চিকিৎসা পরিষেবা কিছুটা হলেও বিঘ্নিত হয় ৷ পরিকাঠামোর উন্নয়ন করা যায় না
  • ওষুধের দাম নিয়ন্ত্রণ যেমন জরুরী তেমনই তার মানও বজায় রাখতে হবে ৷ বিশেষ করে জীবনদায়ী ওষুধের ক্ষেত্রে সরকারকে যেমন ওষুধের দাম নিয়ন্ত্রণ করতে হবে পাশাপাশি সেই ওষুধ খেলে যাতে কাজ হয় সেদিকেও নজর দিতে হবে ৷ কারণ এই যে ডিসকাউন্টের লোভ দেখানো হয়, সেখানে অনেক সময় ওষুধের গুণগত মান ভালো থাকে না ৷ আবার বেসরকারি হাসপাতাল পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা দিলে, তার বিল হয় অনেকটা ৷ তাই দামের পাশাপাশি গুণগত মানের দিকেও নজর দেওয়া উচিত ৷

হায়দরাবাদ, 7 এপ্রিল: 'আপনার স্বাস্থ্য, আপনার অধিকার' ৷ এই থিম নিয়ে আজ পালিত হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস ৷ স্বাস্থ্য সচেতনতার প্রসার ও সুষ্ঠ স্বাস্থ্য পরিষেবা প্রদান করার বিষয়টি সুনিশ্চিত করতে এই দিনটি পালন করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বে ৷ সচেতন করলেন কলকাতা হাইকোর্টের আইনজীবী ও সেনা বাহিনীর অবসরপ্রাপ্ত মেজর তথা উডল্যান্ড-আরসিবির কার্ডিয়োলজিস্ট-চিকিৎসক নারায়ণ ভট্টাচার্য ৷

হাইকোটের আইনজীবী জানান, ভারতীয় সংবিধানের ধারা 21-এ বিস্তারিত বলা আছে প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টির কথা ৷ যেখান থেকে কোনও ব্যক্তি এই ধরনের অধিকার থেকে বঞ্চিত হবে না ৷ এর উপর বিশেষ জোর দেওয়া হয়েছে ৷

  • অধিকার রক্ষা আইনের ক্ষেত্রে প্রি নাটাল জেন্ডার স্ক্রিনিং ধারার উপর জোর দেওয়া হয়েছে ৷ এককথায় বলে পিএনডিটি অ্যাক্টস ৷ লিঙ্গ নির্ধারণ অবৈধ ৷ কন্যা ভ্রুণ হত্যা যাতে বন্ধ হয়, এই আইনে দেওয়া হয়েছে বিশেষ জোর ৷
  • সারোগেসি অ্যাক্টের উপর জোর দেওয়া হয়েছে ৷ চুক্তি পত্র সাক্ষর বা অনুমতি পত্রে সাক্ষর এক্ষেত্রে দুই পার্টির তরফেই সঠিক তথ্য প্রদান গুরুত্বপূর্ণ ৷ এটাও এক ধরনের অধিকার রক্ষা ৷ একজন বর্ন চাইল্ড বা আনবর্ন চাইল্ডের নিজস্ব অধিকার রয়েছে ৷ সেটার উপরেও জোর দেওয়ার কথা বলা হয়েছে আইনে ৷
  • ক্লিনিক্যাল এস্ট্যাবব্লিশমেন্ট অ্যাক্টের উপর জোর দেওয়া হচ্ছে ৷ যেখানে বলা হচ্ছে একটা ক্লিনিক বা হাসপাতাল তৈরির ক্ষেত্রে কিছু বাউন্ডিংস থাকে ৷ বিভিন্ন সার্টিফিকেট লাগে ৷ তা যেন সঠিক হয় ৷ কোনও ব্যক্তি একটি হাসপাতালের পরিষেবা পেয়ে সন্তুষ্ট হলেন না, সেখানে প্রপার ফোরাম বা কোর্ট রয়েছে সেখানে ওই ব্যক্তি যেতে পারেন ৷ অতিরিক্ত বিল, রোগী মৃত্যু, ইত্যাদির উপর বেশি জোর দেওয়া হয়েছে ৷ এও কিন্তু স্বাস্থ্যের অধিকার রক্ষার ক্ষেত্রেই পড়ে ৷
    WORLD HEALTH DAY
    স্বাস্থ্য যখন সম্পদ

চিকিৎসক নারায়ণ ভট্টাচার্য মতে এই থিমের গুরুত্ব রয়েছে ৷ কারণ স্বাস্থ্যই সম্পদ কথাতেই বলা হয় ৷ তিনি বলেন, "বাল গঙ্গাধর তিলক বলেছেন, স্বরাজ আমাদের অধিকার ৷ আমি মনে করি, স্বরাজ তো আমরা পেয়েছি এখন আমাদের ভাবার সময় যে সু-স্বাস্থ্য আমাদের জন্মগত অধিকার ৷ আমাদের দিক থেকে এটা যতটা গুরুত্বপূর্ণ ততটাই সরকারের তরফেও গুরুত্ব দিয়ে ভাবা উচিত ৷"

  • আমাদের দেশে স্বাস্থ্য নিয়ে অবহেলা করা হয় ৷ স্বাস্থ্য সচেতনতা খুব জরুরি ৷ ভালো স্বাস্থ্য কাকে বলে, স্বাস্থ্যকর অভ্যাস কী হওয়া উচিত সেটা জানতে হবে ৷ যেমন- হাত ধুয়ে খাওয়া উচিত ৷ এটা একটা ভালো অভ্যাস ও স্বাস্থ্যকর অভ্যাস ৷ এটাই একটা ছোট্ট বাচ্চাকে শেখানো বা জানানো তার অধিকারের মধ্যে পড়ে ৷
  • পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা, স্বাস্থ্যকর অভ্যাস গঠনের ক্ষেত্রে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে পঠন-পাঠনে জোর দেওয়া উচিত ৷
  • নূন্যতম স্বাস্থ্য পরিষেবা ভীষণ গুরুত্বপূর্ণ ৷ স্বাস্থ্য ভালো রাখার নুন্যতম পরিকাঠামো বা প্রোটোকল থাকা দরকার ৷ যেমন- এক টিবি আক্রান্ত ব্যক্তি যাতে সঠিক চিকিৎসা পান সেটা যেমন জরুরী তেমনই তাঁকে সচেতন করাও জরুরী ৷ ঘনঘন কাশি বা জ্বর, ওজন কমা, ইত্যাদি হলে অত্যন্ত যাতে চিকিৎসকের কাছে যান, সেই সচেতনতা করাও রোগীর অধিকারের মধ্যে পড়ে ৷ ডেঙ্গি-ম্যালেরিয়ার মতো সংক্রমণজনিত রোগ বা কোনও অসংক্রমণজনিত রোগ নিয়ে সচেতনতা বাড়ানোর উপর জোর দেওয়া উচিত ৷
  • 140 কোটির ভারতবর্ষে চাহিদা ও যোগানের মধ্যে তারতম্য রয়েছে ৷ চিকিৎসা ক্ষেত্রে চাহিদা যেমন রয়েছে তার যোগান কম ৷ নূন্যতম স্বাস্থ্য পরিকাঠামো দুর্বল ৷ চিকিৎসক-নার্স যত সংখ্যক থাকা দরকার, তার তুলনায় চিকিৎসা পরিষেবা নিতে বেশি লোক আসেন ৷ সেই কাঠামো ঠিক করতে হবে ৷ ওপিডিতে দেখা যায় একদিনে 400-500 জন রোগী আসেন ৷ ফলে রোগীকে দেখার সময় কমে যায় ৷ অন্যদিকে, ওই লাইনে যে রোগী অপেক্ষা করছেন, তাঁর অবস্থাও খারাপ হয় ৷
  • ওষুধের জোগান পর্যাপ্ত হয় না ৷ আবার অনেক স্বাস্থ্যকর্মী নির্দিষ্ট কাজ করেন না, কোথাও আবার ওষুধ ডিস্ট্রিবিউশনের সমস্যা দেখা দেয় ৷ এই গুলো উন্নত স্বাস্থ্যের পরিকাঠামো গড়ার অন্তরায় ৷ এর ফলে রোগীকে হয়রানির শিকার হতে হয়৷
  • শিশু জন্ম ও মেয়েদের স্বাস্থ্য পরিষেবা কাঠামোয় জোর দিতে হবে ৷ গর্ভবতী অবস্থায় সঠিক পুষ্টি পান না অনেক মহিলা, শিশু মৃত্যু অনেক বেড়ে যায়, সংক্রমণের সমস্যা, অপুষ্টিজনিত সমস্যা থেকে মুক্তির পথ বের করতে হবে ৷ স্বাস্থ্য সচেতনের দিক থেকে মেয়েরা এখনও অনেক জায়গায় অবহেলিত ৷ সেই দিকে নজর দেওয়া দরকার ৷ প্রসবকালীন চিকিৎসা ব্যবস্থা উন্নত করা উচিত ৷
  • যাঁরা বিশেষভাবে সক্ষম তাঁদের জন্য আলাদা ওপিডির ব্যবস্থা করা তাঁদের স্বাস্থ্যের অধিকারের মধ্যে পড়ে ৷ বর্তমানে কিছু কিছু চিন্তাভাবনা হচ্ছে, উন্নতি হচ্ছে, এটাকেই আরও এগিয়ে নিতে যেতে হবে ৷
  • স্বাস্থ্যসাথী কার্ড, আয়ুষ্মান কার্ড নিয়ে চিকিৎসা ক্ষেত্রে রোগী ও তাঁর পরিবার সেবা পাচ্ছেন ৷ তবে কোনও কিছু বিনামূল্য পাওয়া গেলে তার দাম কেউ দেন না ৷ সেক্ষেত্রে যদি সরকার 70 শতাংশ দিলে ও ব্যক্তি 30 শতাংশ দিলে, দায় দু'তরফেই থাকে ৷ বিনামূল্যে হলে, চিকিৎসা পরিষেবা কিছুটা হলেও বিঘ্নিত হয় ৷ পরিকাঠামোর উন্নয়ন করা যায় না
  • ওষুধের দাম নিয়ন্ত্রণ যেমন জরুরী তেমনই তার মানও বজায় রাখতে হবে ৷ বিশেষ করে জীবনদায়ী ওষুধের ক্ষেত্রে সরকারকে যেমন ওষুধের দাম নিয়ন্ত্রণ করতে হবে পাশাপাশি সেই ওষুধ খেলে যাতে কাজ হয় সেদিকেও নজর দিতে হবে ৷ কারণ এই যে ডিসকাউন্টের লোভ দেখানো হয়, সেখানে অনেক সময় ওষুধের গুণগত মান ভালো থাকে না ৷ আবার বেসরকারি হাসপাতাল পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা দিলে, তার বিল হয় অনেকটা ৷ তাই দামের পাশাপাশি গুণগত মানের দিকেও নজর দেওয়া উচিত ৷

আরও পড়ুন

1. অকারণে মেজাজ খিটখিটে, শারীরিক সম্পর্কে অনীহা... পেরিমেনোপজের লক্ষণ নয় তো?

2. গরমের সকাল থেকে রাত, কেমন হবে ডায়েট চার্ট? শুনুন বিশেষজ্ঞ পুষ্টিবিদের পরামর্শ

3. যদি বন্ধু হও... বয়ঃসন্ধিতে সন্তানের সঙ্গে দূরত্ব নয়, আসুন মনের কাছাকাছি

Last Updated : Apr 7, 2024, 11:07 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.