কলকাতা: বর্ষাকালে সাপের উপদ্রব বেড়ে যায় ৷ এদিক ওদিকে এইসময় সাপ বেশি দেখা যায় ৷ বর্ষাকালে সকাল ও সন্ধ্যায় সাপে কামড়ানোর প্রকোপও বেশি হয় ৷ প্রতিবছর বহু মানুষের মৃত্যু হয় সাপের কামড়ে ৷ আপনি যদি অসতর্কভাবে সাপের উপর পা রাখেন, আপনাকে চোখের পলকে কামড় দেবে । বিশেষজ্ঞরা এই সময়ে বিভ্রান্ত না-হওয়ার জন্য কিছু টিপস অনুসরণ করার পরামর্শ দেন।
সাপের কামড়ের ক্ষেত্রে, প্রথমে সেই জায়গাটি চিহ্নিত করুন যেখানে কামড় দিয়েছে । বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন দুটির বেশি কামড় পাওয়া গেলে এটিকে বিষহীন সাপ হিসেবে ধরা হয়। বিশেষজ্ঞদের মতে, সাপে কামড়ালে চিন্তা না-করে মনে সাহস রাখা প্রয়োজন ৷ টেনশন থাকলে রক্ত দ্রুত প্রবাহিত হয় । এতে জীবন ঝুঁকি হতে পারে । সাপে কামড়ালে বিষ সারা শরীরে ছড়িয়ে পড়ে । তাই সাপে কামড়ালে যত তাড়াতাড়ি সম্ভব বেঁধে দেওয়া প্রয়োজন এতে শরীরে বিষ কম ছড়াবে ৷ এছাড়াও তাৎক্ষণিক চিকিৎসার জন্য বেটাডাইন ব্যবহার করতে পারেন ৷
সাপে কামড়ানো শরীরের অংশে সাবান জল বা অ্যান্টি-সেপটিক লোশন দিয়ে পরিষ্কার করা উচিত ৷ এমজিএম হাসপাতালের জেনারেল মেডিসিন অধ্যাপক পবন কুমার বলেন, "যতটা সম্ভব সেই অংশটি নড়াচড়া করা উচিত নয় ৷ বিশেষ করে হাঁটা এবং দৌড়ানো সেই সময়ে করা উচিত নয় । কারণ তা করলে বিষ দ্রুত শরীরের বিভিন্ন অঙ্গে ছড়িয়ে পড়তে পারে । তাই যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া প্রয়োজন ৷"
তবে সাপে কামড়ালে অনেকে ওঝার কাছে নিয়ে যান তাতে বিষ তাড়াতাড়ি শরীরে ছড়িয়ে পড়ার ঝুঁকি বেড়ে যায় ৷ তাই কোনওভাবেই ওঝার কাছে নিয়ে যাওয়া সঠিক কাজ নয় ৷
বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে উল্লেখিত তথ্য শুধুমাত্র ধারণা আর সাধারণ জ্ঞানের জন্যই লেখা হয়েছে ৷ এখানে উল্লেখিত কোনও পরামর্শ অনুসরণের আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন ৷ যদি আগে থেকেই কোনও স্বাস্থ্য সমস্যা থেকে থাকে, তা আগেই চিকিৎসককে জানাতে হবে ৷