ETV Bharat / health

মারাত্মক অর্থকষ্টে ভুগছেন? সমস্যার সমাধান রয়েছে বাড়ির মেইন গেটে - VASTU TIPS FOR MAIN GATE - VASTU TIPS FOR MAIN GATE

Vastu Tips: বাড়ির প্রবেশদ্বারের কিছু জিনিসের নিয়ম মেনে চলা দরকার ৷ ফলে এতে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় ৷ বাড়ির মেইন গেট মা লক্ষীর প্রবেশদ্বার ফলে সেটা সবসময় পরিস্কার রাখা জরুরি ৷ কী বললেন জ্যোতিষী রাহুল দে ?

Vastu Tips News
মেইনগেট এভাবে রাখুন (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 12, 2024, 12:01 PM IST

হায়দরাবাদ: বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির শুভ ও ইতিবাচক শক্তির মুখ্য প্রবেশদ্বারের মাধ্যমেই বাড়িতে ঢোকে । ভিতরের ও বাইরের জগতের মধ্যে সংযোগ স্থাপন করে এই প্রবেশদ্বার । তাই বাস্তু অনুযায়ী বাড়ির প্রবেশদ্বারের অবস্থান, গঠন, প্রকৃতি সঠিক হওয়া উচিত ৷ জ্যোতিষী রাহুল দে বাড়ির মেইন গেট কীভাবে রাখা উচিত তার কিছু নিয়ম তিনি বলেন ৷ তাঁর মতে, এই নিয়মং মেনে চললে বাড়ির সুখ সমৃদ্ধি বাড়ে ৷

ময়ূরের পালক বাড়িতে এই জায়গায় রাখুন, জীবনে অর্থের অভাব হবে না

  • ঘরের মেইন গেটের সামনে সব সময় পরিস্কার পরিচ্ছন্ন করে রাখা উচিত ৷ কারণ, জ্যোতিষীর মতে তা মা লক্ষীর প্রবেশদ্বার ৷
  • মেইন গেটের সামনে জুতো, চপ্পলের ব়্যাক রাখবেন না ৷ কারণ, তিনি বলেন এতে ইনকামের থেকে খরচ বেশি হয় ৷ বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির প্রবেশদ্বার থেকেই লক্ষ্মী প্রবেশ করে । সেখানে চটি-জুতো রাখলে লক্ষ্মী রুষ্ট হন । পরিবারের অর্থকষ্টের শিকার হতে পারেন ।
  • যারা ঘরে লাফিং বুদ্ধ রাখেন তারা বাইরের দিকে মুখ রাখবেন না ৷ ঘরের দিকে মুখ করে রাখবেন ৷ এতে উপকার পাওয়া যায় ৷ ঘরে সুখ ও টাকা পয়সা বৃদ্ধি পায় ৷
  • খারাপ বা কোনও ভাঙা জিনিস মেইন গেটের সামনে রাখবেন না ৷ এতে ঘরে নেতিবাচক শক্তি ঘরে প্রবেশ করে ৷
  • ঝাড়ু: ঝাঁটাকে মা লক্ষীর রূপ বলা হয় ৷ তাই বাড়ির মেইন গেটের সামনে কোনও ঝাড়ু রাখা উচিত নয় ৷ এই ঝাড়ু এমন কোনও জায়গায় রাখা উচিত যেখানে বাইরের কোনও কেও দেখতে না পায় ৷ মেইন গেটের সামনে ঝাড়ু রাখলে মা লক্ষী রেগে যান ৷
  • আপনি চাইলে মা লক্ষীর পদচরণ আলপনা মেইন গেটের সামনে লাগাতে পারেন ৷ এতে বাড়ির পজেটিভ এনার্জি বজায় থাকে ৷

নুনের গুণ! এক চিমটেই বদলে দেবে জীবনের চাবিকাঠি, কী বলছেন জ্যোতিষী

হায়দরাবাদ: বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির শুভ ও ইতিবাচক শক্তির মুখ্য প্রবেশদ্বারের মাধ্যমেই বাড়িতে ঢোকে । ভিতরের ও বাইরের জগতের মধ্যে সংযোগ স্থাপন করে এই প্রবেশদ্বার । তাই বাস্তু অনুযায়ী বাড়ির প্রবেশদ্বারের অবস্থান, গঠন, প্রকৃতি সঠিক হওয়া উচিত ৷ জ্যোতিষী রাহুল দে বাড়ির মেইন গেট কীভাবে রাখা উচিত তার কিছু নিয়ম তিনি বলেন ৷ তাঁর মতে, এই নিয়মং মেনে চললে বাড়ির সুখ সমৃদ্ধি বাড়ে ৷

ময়ূরের পালক বাড়িতে এই জায়গায় রাখুন, জীবনে অর্থের অভাব হবে না

  • ঘরের মেইন গেটের সামনে সব সময় পরিস্কার পরিচ্ছন্ন করে রাখা উচিত ৷ কারণ, জ্যোতিষীর মতে তা মা লক্ষীর প্রবেশদ্বার ৷
  • মেইন গেটের সামনে জুতো, চপ্পলের ব়্যাক রাখবেন না ৷ কারণ, তিনি বলেন এতে ইনকামের থেকে খরচ বেশি হয় ৷ বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির প্রবেশদ্বার থেকেই লক্ষ্মী প্রবেশ করে । সেখানে চটি-জুতো রাখলে লক্ষ্মী রুষ্ট হন । পরিবারের অর্থকষ্টের শিকার হতে পারেন ।
  • যারা ঘরে লাফিং বুদ্ধ রাখেন তারা বাইরের দিকে মুখ রাখবেন না ৷ ঘরের দিকে মুখ করে রাখবেন ৷ এতে উপকার পাওয়া যায় ৷ ঘরে সুখ ও টাকা পয়সা বৃদ্ধি পায় ৷
  • খারাপ বা কোনও ভাঙা জিনিস মেইন গেটের সামনে রাখবেন না ৷ এতে ঘরে নেতিবাচক শক্তি ঘরে প্রবেশ করে ৷
  • ঝাড়ু: ঝাঁটাকে মা লক্ষীর রূপ বলা হয় ৷ তাই বাড়ির মেইন গেটের সামনে কোনও ঝাড়ু রাখা উচিত নয় ৷ এই ঝাড়ু এমন কোনও জায়গায় রাখা উচিত যেখানে বাইরের কোনও কেও দেখতে না পায় ৷ মেইন গেটের সামনে ঝাড়ু রাখলে মা লক্ষী রেগে যান ৷
  • আপনি চাইলে মা লক্ষীর পদচরণ আলপনা মেইন গেটের সামনে লাগাতে পারেন ৷ এতে বাড়ির পজেটিভ এনার্জি বজায় থাকে ৷

নুনের গুণ! এক চিমটেই বদলে দেবে জীবনের চাবিকাঠি, কী বলছেন জ্যোতিষী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.