ETV Bharat / health

এক পয়সাও খরচ না করে ঘরোয়া জিনিস দিয়েই বাথরুম রাখুন সুগন্ধে ভরপুর - Bathroom freshener

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 26, 2024, 9:52 PM IST

Bathroom Freshener With Food Items: বাথরুম থেকে দুর্গন্ধ এলে তা সমস্যার হয়ে দাঁড়ায় । তবে নিয়মিত যদি বাথরুম পরিষ্কার করেন, তাহলে এই সমস্যা থেকে কিছুটা মুক্তি পাওয়া সম্ভব । অনেকে বাথরুম ফ্রেশনার ব্যবহার করে থাকেন ৷ তবে ঘরোয়া কিছু জিনিস দিয়েই বাথরুমে আনতে পারবেন সুগন্ধ ৷

Washroom Smells News
বাথরুমের দুর্গন্ধ দূর করুন এই উপায়ে (এটিভি ভারত)

কলকাতা: বাড়ির কোনা আমরা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি । প্রতিদিনই প্রায় ঘরের ধুলো ঝাড়া হয় । ঘরের মেঝে পরিষ্কার রাখা, বিছানা পরিষ্কার রাখা, এগুলি খুবই স্বাভাবিক ব্যাপার । এর মধ্যে বাথরুম পরিষ্কার রাখাটাও জরুরি ৷ পরিষ্কারের সঙ্গে সঙ্গে দুর্গন্ধ মুক্ত করাও জরুরি ৷ তবে বাথরুম প্রতি সপ্তাহে একবার পরিষ্কার করা হয় ৷

কিন্তু বাথরুমের দুর্গন্ধ দূর করতে কিছু ঘরোয়া উপাদান ব্যবহার করতে পারেন ৷ যা আপনার বাথরুমকে ফ্রেশ রাখবে ৷ আগেকার দিনে সকালে চন্দন-কর্পূর জলের এবং সন্ধেবেলায় ধুনো দেওয়ার একটা রীতি ছিল । এতে ঘর জুড়ে থাকত এক সুন্দর গন্ধ । আর ধূনার গন্ধে সন্ধ্যায় পোকামাকড় যেমন পালাত, তেমনই ঘরময় ভালো গন্ধ । এগুলি ছিল তখনকার দিনের রুম ফ্রেশনার । আর এখন ঘরে ও বাথরুমের সুগন্ধের জন্য দামি ব্র্যান্ডের ফ্রেশনার ব্যবহার করা হয় ৷

তবে কিছু জিনিস ফেলে না দিয়ে আপনি ঘরের বা বাথরুমের ফ্রেশনার তৈরি করে নিতে পারবেন ৷ যাতে ঘরে সুগন্ধ আসার সঙ্গে সঙ্গে ঘরে বর্ষায় আসা বিভিন্ন পোকামাকড়ের উপদ্রবও কমাতে সাহায্য় করবে ৷ এমন কিছু জিনিস রয়েছে, যা বাথরুম দুর্গন্ধযুক্ত করতে পারে ৷

লেবু: প্রাকৃতিকভাবে সুগন্ধি, লেবুর গন্ধ শোষণ করার ক্ষমতা রয়েছে ৷ সেজন্য যদি আমরা ফেলে দেওয়া লেবুর খোসা, লেবুর টুকরো বা লেবুর রস একটি পাত্রে রেখে বাথরুমে রাখি তাহলে দুর্গন্ধ চলে যাবে । বাটিটি বাতাস চলাচলের জায়গায় যেমন, বাথরুমের জানলার কাছে রাখলে ভালো ফলাফল দেখা যায় । তবে এটি একদিন পরপর পরিবর্তন করুন ৷

বেকিং সোডা: বেকিং সোডা দুর্গন্ধ দূর করতে অসাধারণ কাজ করে । লেবু শুকিয়ে তাতে কিছু বেকিং সোডা মিশিয়ে বাথরুমে রাখলে বাতাস হয়ে উঠবে সতেজ ও সুগন্ধি । এতে বাজে গন্ধও দূর হবে ।

কফি: কফিতে গন্ধ শোষণকারী এবং সুগন্ধযুক্ত বৈশিষ্ট্য রয়েছে ৷ একটি ছোট বাটিতে কফি পাউডার রেখে বাথরুমের জানলার কাছে রাখলে আপনার বাথরুমে অনেকক্ষণ ভালো গন্ধ থাকবে ৷

পুদিনাপাতা: পুদিনা পাতা-সহ কয়েকটি লবঙ্গ শুকিয়ে একটি পাত্রে রাখুন । এগুলি বাথরুমে একটি ছোট পাত্রে রাখলে গন্ধ চলে যাবে ৷

কমলালেবুর খোসা: বাথরুমের জানলার কাছে কমলালেবুর খোসা ও কর্পূর রাখতে পারেন । এটি করার ফলে, দুর্গন্ধ দূর হওয়ার সঙ্গে সঙ্গে একটি সুন্দর সুগন্ধ পাবেন ৷ তবে এটি আপনাকে ক্ষতিকারক পোকামাকড় থেকেও রক্ষা করবে ।

টি ব্যাগ: টি-ব্যাগগুলি নিয়ে যেকোনও তেলে ডুবিয়ে একটি পাত্রে রাখুন । বাথরুমের জানালার কাছে রাখলে সুগন্ধি বাতাস উপভোগ করা যায় । দুর্গন্ধ থেকে মুক্তি পেতে এটি বাথরুমে রাখুন ।

কলকাতা: বাড়ির কোনা আমরা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি । প্রতিদিনই প্রায় ঘরের ধুলো ঝাড়া হয় । ঘরের মেঝে পরিষ্কার রাখা, বিছানা পরিষ্কার রাখা, এগুলি খুবই স্বাভাবিক ব্যাপার । এর মধ্যে বাথরুম পরিষ্কার রাখাটাও জরুরি ৷ পরিষ্কারের সঙ্গে সঙ্গে দুর্গন্ধ মুক্ত করাও জরুরি ৷ তবে বাথরুম প্রতি সপ্তাহে একবার পরিষ্কার করা হয় ৷

কিন্তু বাথরুমের দুর্গন্ধ দূর করতে কিছু ঘরোয়া উপাদান ব্যবহার করতে পারেন ৷ যা আপনার বাথরুমকে ফ্রেশ রাখবে ৷ আগেকার দিনে সকালে চন্দন-কর্পূর জলের এবং সন্ধেবেলায় ধুনো দেওয়ার একটা রীতি ছিল । এতে ঘর জুড়ে থাকত এক সুন্দর গন্ধ । আর ধূনার গন্ধে সন্ধ্যায় পোকামাকড় যেমন পালাত, তেমনই ঘরময় ভালো গন্ধ । এগুলি ছিল তখনকার দিনের রুম ফ্রেশনার । আর এখন ঘরে ও বাথরুমের সুগন্ধের জন্য দামি ব্র্যান্ডের ফ্রেশনার ব্যবহার করা হয় ৷

তবে কিছু জিনিস ফেলে না দিয়ে আপনি ঘরের বা বাথরুমের ফ্রেশনার তৈরি করে নিতে পারবেন ৷ যাতে ঘরে সুগন্ধ আসার সঙ্গে সঙ্গে ঘরে বর্ষায় আসা বিভিন্ন পোকামাকড়ের উপদ্রবও কমাতে সাহায্য় করবে ৷ এমন কিছু জিনিস রয়েছে, যা বাথরুম দুর্গন্ধযুক্ত করতে পারে ৷

লেবু: প্রাকৃতিকভাবে সুগন্ধি, লেবুর গন্ধ শোষণ করার ক্ষমতা রয়েছে ৷ সেজন্য যদি আমরা ফেলে দেওয়া লেবুর খোসা, লেবুর টুকরো বা লেবুর রস একটি পাত্রে রেখে বাথরুমে রাখি তাহলে দুর্গন্ধ চলে যাবে । বাটিটি বাতাস চলাচলের জায়গায় যেমন, বাথরুমের জানলার কাছে রাখলে ভালো ফলাফল দেখা যায় । তবে এটি একদিন পরপর পরিবর্তন করুন ৷

বেকিং সোডা: বেকিং সোডা দুর্গন্ধ দূর করতে অসাধারণ কাজ করে । লেবু শুকিয়ে তাতে কিছু বেকিং সোডা মিশিয়ে বাথরুমে রাখলে বাতাস হয়ে উঠবে সতেজ ও সুগন্ধি । এতে বাজে গন্ধও দূর হবে ।

কফি: কফিতে গন্ধ শোষণকারী এবং সুগন্ধযুক্ত বৈশিষ্ট্য রয়েছে ৷ একটি ছোট বাটিতে কফি পাউডার রেখে বাথরুমের জানলার কাছে রাখলে আপনার বাথরুমে অনেকক্ষণ ভালো গন্ধ থাকবে ৷

পুদিনাপাতা: পুদিনা পাতা-সহ কয়েকটি লবঙ্গ শুকিয়ে একটি পাত্রে রাখুন । এগুলি বাথরুমে একটি ছোট পাত্রে রাখলে গন্ধ চলে যাবে ৷

কমলালেবুর খোসা: বাথরুমের জানলার কাছে কমলালেবুর খোসা ও কর্পূর রাখতে পারেন । এটি করার ফলে, দুর্গন্ধ দূর হওয়ার সঙ্গে সঙ্গে একটি সুন্দর সুগন্ধ পাবেন ৷ তবে এটি আপনাকে ক্ষতিকারক পোকামাকড় থেকেও রক্ষা করবে ।

টি ব্যাগ: টি-ব্যাগগুলি নিয়ে যেকোনও তেলে ডুবিয়ে একটি পাত্রে রাখুন । বাথরুমের জানালার কাছে রাখলে সুগন্ধি বাতাস উপভোগ করা যায় । দুর্গন্ধ থেকে মুক্তি পেতে এটি বাথরুমে রাখুন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.