ETV Bharat / health

বর্ষাতেও ফ্যাশনের পরশ ! উপায় জানালেন বিশিষ্ট ডিজাইনার - Monsoon Fashion

Monsoon Fashion: বর্ষায় বিয়েবাড়ি ! ফ্যাশন নিয়ে চিন্তার কিছু নেই ৷ এবার বর্ষার ফ্যাশন বাতলে দিলেন স্বনামধন্য ডিজাইনার শ্যামসুন্দর বসু ৷

Fashion Designer Shyam Sundar Basu
ডিজাইনার শ্যাম সুন্দর বসু (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 2, 2024, 7:51 AM IST

Updated : Jul 2, 2024, 12:06 PM IST

কলকাতা, 2 জুলাই: বর্ষাকাল মানেই বৃষ্টির সঙ্গে গরম ফ্রি । সঙ্গে দোসর যখন-তখন ঝমঝমিয়ে বৃষ্টি আর প্যাঁচপ্যাঁচে কাদা । এই সময়ে একবার যদি আপনি ভিজেছেন, তো সাড়ে সর্বনাশ ! জামাকাপড় শুকোবে না তিনদিনেও। বিয়ে বাড়ির জামাকাপড় লন্ড্রিতে গেলেও রোজকার জামাকাপড় তো আর সেখানে যায় না । তাই সেগুলি শুকোতে বেশ হ্যাপা পোহাতে হয় । আবার এই সময় ফ্যাশন ভুললেও চলবে না । রোজকার অফিস হোক বা অফিস মিটিং কিংবা কোনও পার্টি বা বিয়ে বাড়ি । নারী পুরুষ নির্বিশেষে একটা শ্রেণি পোশাকের ব্যাপারে আজকাল বেশ সজাগ । যেমন তেমনভাবে তারা কাজেকর্মে যেতে রাজি নয় ।

ডিজাইনার শ্যাম সুন্দর বসু (ইটিভি ভারত)

কিন্তু কোন ধরনের পোশাক পরলে ফ্যাশন জমবে আবার আরামও বজায় থাকবে, তা ভেবে কূল পায় না অনেকেই । তাদের সমস্যার সমাধান করতে পারেন একমাত্র ডিজাইনাররাই । তেমনই এক স্বনামধন্য ডিজাইনার শ্যামসুন্দর বসুর কাছে পৌঁছে যায় ইটিভি ভারত । তিনি তাঁর পরামর্শ দিলেন সকলের জন্য। জানালেন তাঁর ব্র‍্যান্ড 'রাই কিশোরী কৃষ্ণকলি'এর নতুন সব পোশাকের কথা । শ্যামসুন্দর বসুর এই মুহূর্তে ব্যস্ত ডিজাইনার । কলকাতা থেকে মুম্বই সর্বত্র ছড়িয়েছে তাঁর কাজের খ্যাতি । 'ইন্টারন্যাশনাল ফ্যাশন উইক অফ গোয়া'তে ভূয়সী প্রশংসা পান তিনি । এছাড়াও বিভিন্ন ফ্যাশন উইক থেকে সিনেমা, আর এবার তো স্নেহাশিস চক্রবর্তী প্রযোজিত হিন্দি ধারাবাহিকেরও কস্টিউম ডিজাইন করছেন তিনি । ইটিভি ভারতের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে জানালেন সব কথা ।

বর্ষাকাল বলে তো অফিস ছুটি নিয়ে বাড়িতে বসে থাকা সম্ভব নয় ৷ কিন্তু প্যাচপ্যাচে কাদায় কী পরবেন ভাবছেন অনেকে ৷ তাঁদের জন্য ডিজাইনার শ্যামসুন্দর বসু জানান, প্যাচপ্যাচে কাদায় মেয়েদের রাস্তায় পরে বেরনোর জন্য আইডিয়াল হল খেসের শাড়ি কিংবা কুর্তি ৷ সেইসঙ্গে হালকা ফ্য়াবরিকের কাজ করা শাড়ি বা কুর্তি মন্দ নয় ৷ আর ছেলেদের জন্য সুতির কাপড়ের উপর মধুবনী প্রিন্ট বা কলঙ্কারি প্রিন্টর শার্ট বেশ ভালো বলেই জানান ডিজাইনার ৷ কলকাতায় প্রথম বেনারসি পাঞ্জাবি বানান শ্যামসুন্দর বসু ৷ তিনি বলেন, "বিয়ে বাড়িতে দেখতাম নানা সাজে সেজে সেখানে উপস্থিত হয়েছে মেয়েরা ৷ অথচ ছেলেদের ক্ষেত্রে সেই এক ঘেয়ে সাদা কিংবা ঘিয়ে রঙের হালকা কাজের পাঞ্জাবি ৷ সেটা দেখেই বেনারসি পাঞ্জাবির কথা মাথায় আসে আমার ৷"

ডিজাইনার আরও জানান, এই উদ্ভাবনী পোশাকের সম্ভার নিয়ে প্রথমে তিনি আএফডব্লিউ অর্থাৎ ইন্টারন্যাশনাল ফ্যাশন উইক করেন গোয়াতে ৷ সোশ্যাল মিডিয়ায় সেই অনুষ্ঠানের পোস্ট দেখে বম্বে হেরিটেজ ফ্যাশন উইক থেকে ডাক পান তিনি ৷ সেখানে বাংলার সংস্কৃতিকে তুলে ধরেন এই বিখ্যাত ডিজাইনার ৷

কলকাতা, 2 জুলাই: বর্ষাকাল মানেই বৃষ্টির সঙ্গে গরম ফ্রি । সঙ্গে দোসর যখন-তখন ঝমঝমিয়ে বৃষ্টি আর প্যাঁচপ্যাঁচে কাদা । এই সময়ে একবার যদি আপনি ভিজেছেন, তো সাড়ে সর্বনাশ ! জামাকাপড় শুকোবে না তিনদিনেও। বিয়ে বাড়ির জামাকাপড় লন্ড্রিতে গেলেও রোজকার জামাকাপড় তো আর সেখানে যায় না । তাই সেগুলি শুকোতে বেশ হ্যাপা পোহাতে হয় । আবার এই সময় ফ্যাশন ভুললেও চলবে না । রোজকার অফিস হোক বা অফিস মিটিং কিংবা কোনও পার্টি বা বিয়ে বাড়ি । নারী পুরুষ নির্বিশেষে একটা শ্রেণি পোশাকের ব্যাপারে আজকাল বেশ সজাগ । যেমন তেমনভাবে তারা কাজেকর্মে যেতে রাজি নয় ।

ডিজাইনার শ্যাম সুন্দর বসু (ইটিভি ভারত)

কিন্তু কোন ধরনের পোশাক পরলে ফ্যাশন জমবে আবার আরামও বজায় থাকবে, তা ভেবে কূল পায় না অনেকেই । তাদের সমস্যার সমাধান করতে পারেন একমাত্র ডিজাইনাররাই । তেমনই এক স্বনামধন্য ডিজাইনার শ্যামসুন্দর বসুর কাছে পৌঁছে যায় ইটিভি ভারত । তিনি তাঁর পরামর্শ দিলেন সকলের জন্য। জানালেন তাঁর ব্র‍্যান্ড 'রাই কিশোরী কৃষ্ণকলি'এর নতুন সব পোশাকের কথা । শ্যামসুন্দর বসুর এই মুহূর্তে ব্যস্ত ডিজাইনার । কলকাতা থেকে মুম্বই সর্বত্র ছড়িয়েছে তাঁর কাজের খ্যাতি । 'ইন্টারন্যাশনাল ফ্যাশন উইক অফ গোয়া'তে ভূয়সী প্রশংসা পান তিনি । এছাড়াও বিভিন্ন ফ্যাশন উইক থেকে সিনেমা, আর এবার তো স্নেহাশিস চক্রবর্তী প্রযোজিত হিন্দি ধারাবাহিকেরও কস্টিউম ডিজাইন করছেন তিনি । ইটিভি ভারতের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে জানালেন সব কথা ।

বর্ষাকাল বলে তো অফিস ছুটি নিয়ে বাড়িতে বসে থাকা সম্ভব নয় ৷ কিন্তু প্যাচপ্যাচে কাদায় কী পরবেন ভাবছেন অনেকে ৷ তাঁদের জন্য ডিজাইনার শ্যামসুন্দর বসু জানান, প্যাচপ্যাচে কাদায় মেয়েদের রাস্তায় পরে বেরনোর জন্য আইডিয়াল হল খেসের শাড়ি কিংবা কুর্তি ৷ সেইসঙ্গে হালকা ফ্য়াবরিকের কাজ করা শাড়ি বা কুর্তি মন্দ নয় ৷ আর ছেলেদের জন্য সুতির কাপড়ের উপর মধুবনী প্রিন্ট বা কলঙ্কারি প্রিন্টর শার্ট বেশ ভালো বলেই জানান ডিজাইনার ৷ কলকাতায় প্রথম বেনারসি পাঞ্জাবি বানান শ্যামসুন্দর বসু ৷ তিনি বলেন, "বিয়ে বাড়িতে দেখতাম নানা সাজে সেজে সেখানে উপস্থিত হয়েছে মেয়েরা ৷ অথচ ছেলেদের ক্ষেত্রে সেই এক ঘেয়ে সাদা কিংবা ঘিয়ে রঙের হালকা কাজের পাঞ্জাবি ৷ সেটা দেখেই বেনারসি পাঞ্জাবির কথা মাথায় আসে আমার ৷"

ডিজাইনার আরও জানান, এই উদ্ভাবনী পোশাকের সম্ভার নিয়ে প্রথমে তিনি আএফডব্লিউ অর্থাৎ ইন্টারন্যাশনাল ফ্যাশন উইক করেন গোয়াতে ৷ সোশ্যাল মিডিয়ায় সেই অনুষ্ঠানের পোস্ট দেখে বম্বে হেরিটেজ ফ্যাশন উইক থেকে ডাক পান তিনি ৷ সেখানে বাংলার সংস্কৃতিকে তুলে ধরেন এই বিখ্যাত ডিজাইনার ৷

Last Updated : Jul 2, 2024, 12:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.