হায়দরাবাদ: বাঙালির বারো মাসে তেরো পার্বণ । তার অন্যতম রথযাত্রা । হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী, আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয় তিথিতে পালিত হয় রথযাত্রা । চলতি বছরে 7 জুলাই, অর্থাৎ আগামিকাল রথযাত্রা পালিত হবে দেশজুড়ে ৷ রথযাত্রা বিশেষ একটি পূণ্য তিথি, যে তিথির মাধ্যমে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা নগর ভ্রমণ করেন । রথে চড়ে মাসির বাড়ি যাবেন প্রভু জগন্নাথ, প্রভু বলরাম ও দেবী সুভদ্রা । রথ হল জয়ের প্রতীক । রথ দেখলে আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি পায় । রথ টানলেও মেলে অনেক উপকার ।
জেনে নিন, রথের দিন কী কী নিয়ম মেনে চলা জরুরি ?
- সকালে গঙ্গাস্নান করতে পারেন ৷
- রথযাত্রার দিন জগন্নাথ ব্রত করা প্রয়োজন ৷ এতে জীবনের সুখ-শান্তি বজায় থাকবে ৷ এছাড়াও বাড়িতেও নারায়ণ থাকলে তাঁর সামনেও এই ব্রত পালন করতে পারেন ৷
- রথের দড়ি ধরে টান মারা একটা পূণ্যের কাজ বলে মনে করা হয় ৷ এই রশিতে হাত ছুঁইয়ে রাখলে পূণ্যার্জন করা যায় ৷ এরপর মনোস্কামনা পূরণের জন্য 11 রকমের ফল, 11 রকমের মিষ্টি, 11টি এক টাকার কয়েন নিয়ে একটি হলুদ কাপড়ে রেখে জগন্নাথ দেবের আসনে রেখে দিতে পারেন ৷
- এছাড়াও জগন্নাথ দেবের সামনে প্রদীপ জ্বালিয়ে রাখুন ৷ বাড়িতে জগন্নাথ দেবের মূর্তিতে সাদা ও হলুদ ফুল দিয়ে সাজালে উপকার পাবেন ৷
জ্যোতিষীর মতে, এই তিথিটিকে শুভ হিসেবে মানা হয় । রথ হল জয়ের প্রতীক । রথযাত্রার দিন এই সহজ টোটকাগুলির মাধ্যমে নিজের ভাগ্যকে জয় করে নিন ।