ETV Bharat / health

রান্নাঘর পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি, টিপটপ রাখুন এই উপায়ে - Clean your kitchen

Kitchen Tips: অনেক সময়ই মনের মতো করে রান্নাঘর পরিপাটি করে রাখা সম্ভব হয় না । তবে রান্নাঘর পরিস্কার ও টিপটপ রাখা জরুরি ৷ এতে রান্নার ইচ্ছে বাড়ে ৷ রান্নাঘর অপরিষ্কার থাকলে জীবাণু ছড়িয়ে পড়ার সম্ভাবনা বেশি থাকে ৷

Kitchen Tips News
রান্নাঘর পরিস্কার জরুরি
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 12, 2024, 2:53 PM IST

Updated : Feb 12, 2024, 4:19 PM IST

হায়দরাবাদ: রান্নাঘর বাড়ির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ৷ রান্নাঘর সুন্দর রাখলে মানসিক শান্তি আসে ৷ একসময় বাড়ির বড়রা রান্নাঘরে বেশি সময় কাটাতেন ৷ এখন ব্যস্ত জীবনে রান্নাঘরের সময় অফিসের তাড়ায় কমে গিয়েছে ৷ তবে রান্নাঘর গুছিয়ে রাখলে রান্না করার ইচ্ছা যেন বেড়ে যায় ৷ এইসব বিষয় মিলিয়ে টিপটপ রাখার চাবিকাঠি সবার প্রথম কিচেনের বেসিন পরিষ্কার রাখা ৷ কারণ, বেসিন অপরিষ্কার থাকলে দুর্গন্ধ ছড়াতে পারে ৷ জীবাণু ছড়ানোর সম্ভাবনা বেশি থাকে ৷

রান্নাঘরে নোংরা কাপড়ের পরিবর্তে কেনা তোয়ালে রাখুন ৷ আর অপরিষ্কার হয়ে গেলে বদলে নিন ৷ রান্নাঘর সাজানোর জন্য চিনা মাটির ডিশ ব্যবহার করুন ৷ অবশ্যই ধোয়ার পর সুন্দরভাবে শুকনো কাপড় দিয়ে মুছে রাখুন ৷ ডাস্টবিনে প্রতিদিনের নোংরা ফেলে দিন যাতে আরশোলা, পিঁপড়ে হয়ে যাতে নোংরা না-হয় ৷

মাইক্রোওভেন, গ্যাস, এয়ার ফ্রায়ার বা ইন্ডাকশন যাই ব্যবহার করেন না কেন রান্না করার পর অবশ্যই সেগুলি পরিষ্কার করে রাখুন ৷ যাতে চ্যাটচেটে না হয়ে যায় ৷

তেলচিটে জিনিস পরিষ্কার করার সময় লেবু ব্যবহার করতে পারেন ৷ ফ্রিজে একটুকরো লেবু রেখে দিতে পারেন যাতে ফ্রিজে দুর্গন্ধ না-আসে ৷ ফ্রিজে খাবার জিনিস বা রান্না করা জিনিস আলাদা আলাদা ভাবে সাজিয়ে রাখুন ৷ আধুনিক রান্নাঘরে সকলেই ড্রয়ার ব্যবহার করেন। তাতে যেমন হাতা, খুন্তি, চামচ, ছাঁকনি রাখা হয়; তেমনই আবার রাখা হয় মশলাপাতিও। কোথাও মশলার প্যাকেট খুলে বা মুড়িয়ে রেখে দেওয়া হয়। তাতে মশলাও যেমন নষ্ট হয়ে যায় রান্নাঘরও অপরিষ্কার মনে হয় ৷ ফলে অনেক সময় ঠিক জিনিসটা ঠিক সময় খুঁজে পেতে অসুবিধা হয় । ফলে রান্নাঘরের সমস্ত জিনিস সুন্দরভাবে গুছিয়ে রাখুন যাতে আপনার খুঁজে পেতে সুবিধা হয় ৷

আরও পড়ুন:

  1. আমন্ড শুধু স্বাস্থ্যের জন্যই না, ত্বকের জন্যও উপকারী; পড়ুন বিস্তারিত
  2. দিনের শেষে ক্লান্তি দূর করবে গুছোনো বিছানাই, রইল কিছু টিপস
  3. কেবল প্রেয়সীকে দিতেই নয়, গোলাপ কার্যকরী স্বাস্থ্যের জন্যও

হায়দরাবাদ: রান্নাঘর বাড়ির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ৷ রান্নাঘর সুন্দর রাখলে মানসিক শান্তি আসে ৷ একসময় বাড়ির বড়রা রান্নাঘরে বেশি সময় কাটাতেন ৷ এখন ব্যস্ত জীবনে রান্নাঘরের সময় অফিসের তাড়ায় কমে গিয়েছে ৷ তবে রান্নাঘর গুছিয়ে রাখলে রান্না করার ইচ্ছা যেন বেড়ে যায় ৷ এইসব বিষয় মিলিয়ে টিপটপ রাখার চাবিকাঠি সবার প্রথম কিচেনের বেসিন পরিষ্কার রাখা ৷ কারণ, বেসিন অপরিষ্কার থাকলে দুর্গন্ধ ছড়াতে পারে ৷ জীবাণু ছড়ানোর সম্ভাবনা বেশি থাকে ৷

রান্নাঘরে নোংরা কাপড়ের পরিবর্তে কেনা তোয়ালে রাখুন ৷ আর অপরিষ্কার হয়ে গেলে বদলে নিন ৷ রান্নাঘর সাজানোর জন্য চিনা মাটির ডিশ ব্যবহার করুন ৷ অবশ্যই ধোয়ার পর সুন্দরভাবে শুকনো কাপড় দিয়ে মুছে রাখুন ৷ ডাস্টবিনে প্রতিদিনের নোংরা ফেলে দিন যাতে আরশোলা, পিঁপড়ে হয়ে যাতে নোংরা না-হয় ৷

মাইক্রোওভেন, গ্যাস, এয়ার ফ্রায়ার বা ইন্ডাকশন যাই ব্যবহার করেন না কেন রান্না করার পর অবশ্যই সেগুলি পরিষ্কার করে রাখুন ৷ যাতে চ্যাটচেটে না হয়ে যায় ৷

তেলচিটে জিনিস পরিষ্কার করার সময় লেবু ব্যবহার করতে পারেন ৷ ফ্রিজে একটুকরো লেবু রেখে দিতে পারেন যাতে ফ্রিজে দুর্গন্ধ না-আসে ৷ ফ্রিজে খাবার জিনিস বা রান্না করা জিনিস আলাদা আলাদা ভাবে সাজিয়ে রাখুন ৷ আধুনিক রান্নাঘরে সকলেই ড্রয়ার ব্যবহার করেন। তাতে যেমন হাতা, খুন্তি, চামচ, ছাঁকনি রাখা হয়; তেমনই আবার রাখা হয় মশলাপাতিও। কোথাও মশলার প্যাকেট খুলে বা মুড়িয়ে রেখে দেওয়া হয়। তাতে মশলাও যেমন নষ্ট হয়ে যায় রান্নাঘরও অপরিষ্কার মনে হয় ৷ ফলে অনেক সময় ঠিক জিনিসটা ঠিক সময় খুঁজে পেতে অসুবিধা হয় । ফলে রান্নাঘরের সমস্ত জিনিস সুন্দরভাবে গুছিয়ে রাখুন যাতে আপনার খুঁজে পেতে সুবিধা হয় ৷

আরও পড়ুন:

  1. আমন্ড শুধু স্বাস্থ্যের জন্যই না, ত্বকের জন্যও উপকারী; পড়ুন বিস্তারিত
  2. দিনের শেষে ক্লান্তি দূর করবে গুছোনো বিছানাই, রইল কিছু টিপস
  3. কেবল প্রেয়সীকে দিতেই নয়, গোলাপ কার্যকরী স্বাস্থ্যের জন্যও
Last Updated : Feb 12, 2024, 4:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.