ETV Bharat / health

বার্ড ফ্লু কী ? এর থেকে নিজেকে রক্ষা করার রইল কিছু টিপস - BIRD FLU

আমেরিকায় বার্ড ফ্লুর আক্রান্ত ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে । এই রোগের কারণ কী ? নিজেকে কীভাবে রক্ষা করবেন জেনে নিন বিস্তারিত ৷

Bird Flu
বার্ড ফ্লু কী (Freepik)
author img

By ETV Bharat Health Team

Published : Jan 13, 2025, 2:22 PM IST

বেশ কিছুদিন ধরে বার্ড ফ্লু বেড়ে চলেছে ৷ এই ভাইরাসও আমেরিকায় মানুষের সংক্রমনের ঘটনা দ্রুত বৃদ্ধি পাচ্ছে । বিভিন্ন সূত্র থেকে জানা গিয়েছে, বার্ডফ্লুতে আমেরিকায় একজন মারা গিয়েছে ৷ আমেরিকায় বার্ড ফ্লু মাথাচাড়া দিয়েছে ৷ যা মানুষের কাছে উদ্বেগের বিষয় ৷ এরআগে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) H5N1 এর 950 টিরও বেশি কেশ শনাক্ত করেছে, যারমধ্যে প্রায় অর্ধেক সংক্রামিত মানুষ মারা গিয়েছে ।

বার্ড ফ্লু কি বিপদজ্জনক ?

সিডিসি (CDC)-এর দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে একজনের থেকে অন্যজনের মধ্যে সংক্রমণের কোনও সেভাবে খবর পাওয়া যায়নি ৷ ফলে এটি জনস্বাস্থ্যের জন্য কম ঝুঁকিপূর্ণ । তবে মানুষকে সাবধানতা বজায় রাখা প্রয়োজন বলে জানান বিশেষজ্ঞরা ৷

বার্ড ফ্লু কী ?

বার্ড ফ্লুকে এভিয়ান ইনফ্লুয়েঞ্জাও বলা হয় । এটি এক ধরণের ভাইরাল সংক্রমণ ৷ যা সাধারণত পাখি, গরু এবং অন্যান্য প্রাণীর মধ্যে ছড়িয়ে পড়ে । ইনফ্লুয়েঞ্জা A এর H5 উপপ্রকার মানুষের মধ্যে এই রোগ সৃষ্টি করে । যারা হাঁস-মুরগি, জলপাখি এবং গরুর সম্পর্শে কাজ করেন তাঁরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন ।

বার্ড ফ্লুর প্রকারভেদ:

বার্ড ফ্লুর বেশ কয়েকটি প্রকার রয়েছে । বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে যে ইনফ্লুয়েঞ্জা মানুষকে আক্রান্ত করছে তা হল সাবটাইপ A(H5)। আগে মানুষের মধ্যে প্রচলিত সবচেয়ে সাধারণ উপপ্রকারগুলি ছিল ইনফ্লুয়েঞ্জা A(H5N1) এবং ইনফ্লুয়েঞ্জা A(H7N9)। সিডিসি-র দেওয়া তথ্য অনুসারে, H5 বার্ড ফ্লু বিশ্বব্যাপী বন্য পাখিদের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং হাঁস-মুরগি ও মার্কিন দুগ্ধজাত গরুতে এর প্রাদুর্ভাব দেখা দিচ্ছে ৷ সম্প্রতি মার্কিন দুগ্ধ ও হাঁস-মুরগি কর্মীদের মধ্যে বেশ কয়েকটি মানুষের সংক্রমণ ঘটেছে ।

এই ভাইরাসে আক্রন্ত মানুষের লক্ষণগুলি কী কী ?

কনজাংটিভাইটিস, জ্বর, ক্লান্তি, কাশি, শ্বাস নিতে অসুবিধা, নাক বন্ধ বা সর্দি ইত্যাদি ৷

যদি আপনি পাখি, বন্য প্রাণী এবং গবাদি পশুর সম্পর্শে কাজ করেন তবে অবশ্যই গ্লাভস, মাস্ক এবং চশমার মতো প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া উচিত ৷ বণ্যপ্রাণীকে হাত দিলে হাত ধুয়ে নেওয়া প্রয়োজন ৷ অসুস্থ অথবা এভিয়ান ইনফ্লুয়েঞ্জার সংস্পর্শে আসা প্রাণীদের এড়িয়ে চলুন । দুধ ভালোকরে ফুটিয়ে তারপর পান করা ভালো ৷ তবে আপনার কোনও অসুস্থতার ক্ষেত্রে বা এই লক্ষণগুলি দেখা দিলে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন ৷

https://www.cdc.gov/bird-flu/situation-summary/index.html

https://www.nhs.uk/conditions/bird-flu/

(বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে উল্লেখিত তথ্য শুধুমাত্র ধারণা আর সাধারণ জ্ঞানের জন্যই লেখা হয়েছে ৷ এখানে উল্লেখিত কোনও পরামর্শ অনুসরণের আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন ৷ যদি আগে থেকেই কোনও স্বাস্থ্য সমস্যা থেকে থাকে, তা আগেই চিকিৎসককে জানাতে হবে ৷)

বেশ কিছুদিন ধরে বার্ড ফ্লু বেড়ে চলেছে ৷ এই ভাইরাসও আমেরিকায় মানুষের সংক্রমনের ঘটনা দ্রুত বৃদ্ধি পাচ্ছে । বিভিন্ন সূত্র থেকে জানা গিয়েছে, বার্ডফ্লুতে আমেরিকায় একজন মারা গিয়েছে ৷ আমেরিকায় বার্ড ফ্লু মাথাচাড়া দিয়েছে ৷ যা মানুষের কাছে উদ্বেগের বিষয় ৷ এরআগে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) H5N1 এর 950 টিরও বেশি কেশ শনাক্ত করেছে, যারমধ্যে প্রায় অর্ধেক সংক্রামিত মানুষ মারা গিয়েছে ।

বার্ড ফ্লু কি বিপদজ্জনক ?

সিডিসি (CDC)-এর দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে একজনের থেকে অন্যজনের মধ্যে সংক্রমণের কোনও সেভাবে খবর পাওয়া যায়নি ৷ ফলে এটি জনস্বাস্থ্যের জন্য কম ঝুঁকিপূর্ণ । তবে মানুষকে সাবধানতা বজায় রাখা প্রয়োজন বলে জানান বিশেষজ্ঞরা ৷

বার্ড ফ্লু কী ?

বার্ড ফ্লুকে এভিয়ান ইনফ্লুয়েঞ্জাও বলা হয় । এটি এক ধরণের ভাইরাল সংক্রমণ ৷ যা সাধারণত পাখি, গরু এবং অন্যান্য প্রাণীর মধ্যে ছড়িয়ে পড়ে । ইনফ্লুয়েঞ্জা A এর H5 উপপ্রকার মানুষের মধ্যে এই রোগ সৃষ্টি করে । যারা হাঁস-মুরগি, জলপাখি এবং গরুর সম্পর্শে কাজ করেন তাঁরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন ।

বার্ড ফ্লুর প্রকারভেদ:

বার্ড ফ্লুর বেশ কয়েকটি প্রকার রয়েছে । বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে যে ইনফ্লুয়েঞ্জা মানুষকে আক্রান্ত করছে তা হল সাবটাইপ A(H5)। আগে মানুষের মধ্যে প্রচলিত সবচেয়ে সাধারণ উপপ্রকারগুলি ছিল ইনফ্লুয়েঞ্জা A(H5N1) এবং ইনফ্লুয়েঞ্জা A(H7N9)। সিডিসি-র দেওয়া তথ্য অনুসারে, H5 বার্ড ফ্লু বিশ্বব্যাপী বন্য পাখিদের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং হাঁস-মুরগি ও মার্কিন দুগ্ধজাত গরুতে এর প্রাদুর্ভাব দেখা দিচ্ছে ৷ সম্প্রতি মার্কিন দুগ্ধ ও হাঁস-মুরগি কর্মীদের মধ্যে বেশ কয়েকটি মানুষের সংক্রমণ ঘটেছে ।

এই ভাইরাসে আক্রন্ত মানুষের লক্ষণগুলি কী কী ?

কনজাংটিভাইটিস, জ্বর, ক্লান্তি, কাশি, শ্বাস নিতে অসুবিধা, নাক বন্ধ বা সর্দি ইত্যাদি ৷

যদি আপনি পাখি, বন্য প্রাণী এবং গবাদি পশুর সম্পর্শে কাজ করেন তবে অবশ্যই গ্লাভস, মাস্ক এবং চশমার মতো প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া উচিত ৷ বণ্যপ্রাণীকে হাত দিলে হাত ধুয়ে নেওয়া প্রয়োজন ৷ অসুস্থ অথবা এভিয়ান ইনফ্লুয়েঞ্জার সংস্পর্শে আসা প্রাণীদের এড়িয়ে চলুন । দুধ ভালোকরে ফুটিয়ে তারপর পান করা ভালো ৷ তবে আপনার কোনও অসুস্থতার ক্ষেত্রে বা এই লক্ষণগুলি দেখা দিলে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন ৷

https://www.cdc.gov/bird-flu/situation-summary/index.html

https://www.nhs.uk/conditions/bird-flu/

(বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে উল্লেখিত তথ্য শুধুমাত্র ধারণা আর সাধারণ জ্ঞানের জন্যই লেখা হয়েছে ৷ এখানে উল্লেখিত কোনও পরামর্শ অনুসরণের আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন ৷ যদি আগে থেকেই কোনও স্বাস্থ্য সমস্যা থেকে থাকে, তা আগেই চিকিৎসককে জানাতে হবে ৷)

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.