ETV Bharat / health

লিপস্টিক ব্যবহার করছেন, রাশি অনুযায়ী কোন রঙে ঠোঁট রাঙাবেন জানা আছে ? - LIPSTICK SHADE

Lipstick Shade According to Zodiac Sign: মহিলারা লিপস্টিক পরতে ভালোবাসেন ৷ এটি তাদের সাজের গুরুত্বপূর্ণ একটি অংশ ৷ তবে রাশি অনুযায়ী কোন লিপস্টিক ব্যবহার করা শুভ ? জানালেন জ্যোতিষী রাহুল দে...

Lipstick Shade According to Zodiac Sign News
রাশি অনুযায়ী কোন রং ব্যবহার করতে পারেন জানেন কি
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 18, 2024, 8:15 PM IST

হায়দরাবাদ: মেয়েরা নিজেকে সাজিয়ে রাখতে ভালোবাসেন ৷ নারী হোক বা পুরুষ, অল্পবিস্তর সাজগোজ প্রায় সবাই করে থাকেন । তবে নিজেকে সুন্দর করে সাজিয়ে রাখতে মহিলারা পুরুষদের থেকে একটু বেশিই ভালোবাসেন । আর মেয়েদের কাছে সাজের গুরুত্বপূর্ণ ‘অস্ত্র’ হল লিপস্টিক ৷ কখনও হালকা, কখনও গাঢ় রঙের ছোঁয়া ঠোঁটকে করে তোলে সুন্দর ৷ তবে আপনার কোন রং সুন্দর লাগবে সেটি বাছবেন কীভাবে ? মেকআপ আর্টিস্টরা ঘখন মেকআপ করান তারা স্কিনের টোন দেখেই ব্যবহার করেন ৷

রাহুল দে বলেন, ‘‘জ্যোতিষশাস্ত্র বলছে, রাশি অনুযায়ী লিপস্টিকের রং ব্যবহার করা ভালো ৷ রাশি অনুযায়ী লিপস্টিকের শেড বেছে নিলে মহিলাদের সৌন্দর্যে যেমন চমক লাগবে, তেমনি তা ভাগ্যেও পরিবর্তন আনতে পারে ৷ জ্যোতিষী জানান, রাশি অনুযায়ী লিপস্টিক ব্যবহার করলে সৌভাগ্যের দরজা খুলে যাবে ৷ জেনে নিন, কোন রাশির জন্য কোন রঙের লিপস্টিক শুভ ?

মেষ রাশির প্রতীক লাল ৷ ফলে এই রাশির জাতক-জাতিকাদের ডিপ লাল রঙের লিপস্টিক ব্যবহার করা ভালো ৷

বৃষ রাশির জাতক-জাতিকাদের হালকা রূপোলি রঙের লিপস্টিক পড়া শুভ ৷ এই রাশির লাল রঙের লিপস্টিক এড়িয়ে যাওয়াই ভালো ৷

মিথুন রাশির আধিপত্য বুধের ৷ ফলে এদের হালকা সবুজ বা হালকা পেয়ারা রঙের লিপস্টিক শুভ ৷ তবে তাঁদের জন্য নীল রঙের লিপস্টিক ব্যবহার এড়িয়ে যাওয়া ভালো ৷

কর্কট রাশির মহিলারা সাধারণত দয়ালু প্রকৃতির ৷ ফলে এই রাশির মহিলারা হালকা কোনও রঙের লিপস্টিক ব্যবহার করতে পারেন ৷ সেটি হালকা গোলাপি বা হালকা পিচ কমলা হলে ভালো ৷ তবে এই রাশির গাঢ় লাল এড়িয়ে যাওয়া ভালো ৷

সিংহ রাশির মহিলাদের লাল কোনও রঙের লিপস্টিক ব্যবহার করা শুভ ৷ এছাড়াও উজ্জ্বল কমলা বা পিচ রঙের লিপস্টিক ব্যবহার করতে পারেন ৷ এই রঙের লিপস্টিক পড়ে কাজে বেরোলে তা সফল হবে ৷ এই রাশির অধিপত্য হল রবি ৷ রবির রং লাল হওয়ায়, সেই রঙের লিপস্টিক পরাই ভালো ৷

কন্যা রাশির মহিলাদের জন্য গাঢ় বেগুনি রং বা মেরুন রং শুভ ৷

তুলা রাশির মহিলারা সাধারণত রোমান্টিক প্রকৃতির হয় ৷ ফলে তাদের ক্ষেত্রে হালকা বাদামি বা হালকা গোলাপি লিপস্টিক ব্যবহার শুভ ৷

বৃশ্চিক রাশির মহিলাদের ক্ষেত্রে গাঢ় রঙের লিপস্টিক শুভ ৷ গাঢ় লাল বা গাঢ় গোলাপি রঙের লিপস্টিক ব্যবহার করলে ভালো ৷

ধনু রাশির মহিলারা একটু চঞ্চল প্রকৃতির হন ৷ ফলে এরা বেগুনি বা গোলাপি রঙের লিপস্টিক ব্যবহার করতে পারেন ৷ এই রঙের লিপস্টিক ব্যবহার তাদের জীবনে সৌভাগ্য নিয়ে আসবে ৷

মকর রাশির মহিলারা বাস্তববাদি প্রকৃতির হন ৷ এরা সাজসজ্জা বেশি পছন্দ করেন না ৷ এরা সাধারণভাবে থাকতেই পছন্দ করেন ৷ ফলে হালকা রঙের লিপস্টিক ব্যবহার করতে পারেন এই রাশির জাতক-জাতিকারা ৷

কুম্ভ রাশির মহিলারা স্বাধীনচেতা প্রকৃতির ৷ এরা একটু বোল্ড বা ডিপ রঙের লিপস্টিক পরতে পারেন ৷ সেটি কালো বা নীল রঙের হতে পারে ৷

মীন রাশির মহিলারা একটু কৌতুক প্রিয় হন ৷ এছাড়াও এরা দিবাস্বপ্নে কাটাতে ভালোবাসেন ৷ এদের জন্য হালকা গোলাপি বা হালকা বাদামি রঙের লিপস্টিক শুভ হবে ৷ এই রংগুলি তাদের সৌভাগ্য বয়ে আনে ৷

আরও পড়ুন:

  1. গরমে কেন খাবেন তাল শাঁস ? জানালেন পুষ্টিবিদ
  2. ননস্টিক বাসনে রান্না করলে কি ক্ষতিকর ? কী বলছেন পুষ্টিবিদ
  3. থাইরয়েডের সমস্যা ? সমাধান পেতে এড়িয়ে চলুন এই খাবারগুলি

হায়দরাবাদ: মেয়েরা নিজেকে সাজিয়ে রাখতে ভালোবাসেন ৷ নারী হোক বা পুরুষ, অল্পবিস্তর সাজগোজ প্রায় সবাই করে থাকেন । তবে নিজেকে সুন্দর করে সাজিয়ে রাখতে মহিলারা পুরুষদের থেকে একটু বেশিই ভালোবাসেন । আর মেয়েদের কাছে সাজের গুরুত্বপূর্ণ ‘অস্ত্র’ হল লিপস্টিক ৷ কখনও হালকা, কখনও গাঢ় রঙের ছোঁয়া ঠোঁটকে করে তোলে সুন্দর ৷ তবে আপনার কোন রং সুন্দর লাগবে সেটি বাছবেন কীভাবে ? মেকআপ আর্টিস্টরা ঘখন মেকআপ করান তারা স্কিনের টোন দেখেই ব্যবহার করেন ৷

রাহুল দে বলেন, ‘‘জ্যোতিষশাস্ত্র বলছে, রাশি অনুযায়ী লিপস্টিকের রং ব্যবহার করা ভালো ৷ রাশি অনুযায়ী লিপস্টিকের শেড বেছে নিলে মহিলাদের সৌন্দর্যে যেমন চমক লাগবে, তেমনি তা ভাগ্যেও পরিবর্তন আনতে পারে ৷ জ্যোতিষী জানান, রাশি অনুযায়ী লিপস্টিক ব্যবহার করলে সৌভাগ্যের দরজা খুলে যাবে ৷ জেনে নিন, কোন রাশির জন্য কোন রঙের লিপস্টিক শুভ ?

মেষ রাশির প্রতীক লাল ৷ ফলে এই রাশির জাতক-জাতিকাদের ডিপ লাল রঙের লিপস্টিক ব্যবহার করা ভালো ৷

বৃষ রাশির জাতক-জাতিকাদের হালকা রূপোলি রঙের লিপস্টিক পড়া শুভ ৷ এই রাশির লাল রঙের লিপস্টিক এড়িয়ে যাওয়াই ভালো ৷

মিথুন রাশির আধিপত্য বুধের ৷ ফলে এদের হালকা সবুজ বা হালকা পেয়ারা রঙের লিপস্টিক শুভ ৷ তবে তাঁদের জন্য নীল রঙের লিপস্টিক ব্যবহার এড়িয়ে যাওয়া ভালো ৷

কর্কট রাশির মহিলারা সাধারণত দয়ালু প্রকৃতির ৷ ফলে এই রাশির মহিলারা হালকা কোনও রঙের লিপস্টিক ব্যবহার করতে পারেন ৷ সেটি হালকা গোলাপি বা হালকা পিচ কমলা হলে ভালো ৷ তবে এই রাশির গাঢ় লাল এড়িয়ে যাওয়া ভালো ৷

সিংহ রাশির মহিলাদের লাল কোনও রঙের লিপস্টিক ব্যবহার করা শুভ ৷ এছাড়াও উজ্জ্বল কমলা বা পিচ রঙের লিপস্টিক ব্যবহার করতে পারেন ৷ এই রঙের লিপস্টিক পড়ে কাজে বেরোলে তা সফল হবে ৷ এই রাশির অধিপত্য হল রবি ৷ রবির রং লাল হওয়ায়, সেই রঙের লিপস্টিক পরাই ভালো ৷

কন্যা রাশির মহিলাদের জন্য গাঢ় বেগুনি রং বা মেরুন রং শুভ ৷

তুলা রাশির মহিলারা সাধারণত রোমান্টিক প্রকৃতির হয় ৷ ফলে তাদের ক্ষেত্রে হালকা বাদামি বা হালকা গোলাপি লিপস্টিক ব্যবহার শুভ ৷

বৃশ্চিক রাশির মহিলাদের ক্ষেত্রে গাঢ় রঙের লিপস্টিক শুভ ৷ গাঢ় লাল বা গাঢ় গোলাপি রঙের লিপস্টিক ব্যবহার করলে ভালো ৷

ধনু রাশির মহিলারা একটু চঞ্চল প্রকৃতির হন ৷ ফলে এরা বেগুনি বা গোলাপি রঙের লিপস্টিক ব্যবহার করতে পারেন ৷ এই রঙের লিপস্টিক ব্যবহার তাদের জীবনে সৌভাগ্য নিয়ে আসবে ৷

মকর রাশির মহিলারা বাস্তববাদি প্রকৃতির হন ৷ এরা সাজসজ্জা বেশি পছন্দ করেন না ৷ এরা সাধারণভাবে থাকতেই পছন্দ করেন ৷ ফলে হালকা রঙের লিপস্টিক ব্যবহার করতে পারেন এই রাশির জাতক-জাতিকারা ৷

কুম্ভ রাশির মহিলারা স্বাধীনচেতা প্রকৃতির ৷ এরা একটু বোল্ড বা ডিপ রঙের লিপস্টিক পরতে পারেন ৷ সেটি কালো বা নীল রঙের হতে পারে ৷

মীন রাশির মহিলারা একটু কৌতুক প্রিয় হন ৷ এছাড়াও এরা দিবাস্বপ্নে কাটাতে ভালোবাসেন ৷ এদের জন্য হালকা গোলাপি বা হালকা বাদামি রঙের লিপস্টিক শুভ হবে ৷ এই রংগুলি তাদের সৌভাগ্য বয়ে আনে ৷

আরও পড়ুন:

  1. গরমে কেন খাবেন তাল শাঁস ? জানালেন পুষ্টিবিদ
  2. ননস্টিক বাসনে রান্না করলে কি ক্ষতিকর ? কী বলছেন পুষ্টিবিদ
  3. থাইরয়েডের সমস্যা ? সমাধান পেতে এড়িয়ে চলুন এই খাবারগুলি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.