হায়দরাবাদ, 23 জুলাই: অভিনেত্রী সোনাক্ষী সিনহার জীবনে পরিবার সবার আগে ৷ ফলে ভিন্ন ধর্মের ছেলেকে বিয়ে করার আগে তিনি চেয়েছিলেন পরিবারের অনুমতি ৷ জাহির ইকবাল গিয়েছিলেন সোনাক্ষীর বাবা শত্রুঘ্ন সিনহার কাছে অনুমতি নিতে ৷ কী হয়েছিল সেদিন, কী বলেছিলেন শত্রুঘ্ন সিনহা, এক সাক্ষাৎকারে সেদিনের কথা সামনে আনলেন জামাই তথা অভিনেতা জাহির ইকবাল ৷
তিনি বলেন, "আমি যখন ওনার কাছে গিয়েছিলাম এটা জানাতে যে আমি সোনাক্ষীকে প্রোপোজ করতে চাই, তখন আমি রীতিমত কাঁপছিলাম ৷ এমন মনে হচ্ছিল যে আমি কথা বলছি, আর উনি রেগে গিয়ে আমাকে বলে উঠলেন খামোশ ৷ কিন্তু তিনি এমন কিছুই করেননি ৷ খুব সুন্দরভাবে আমার সব কথা শুনেছেন ৷" কী কথা হয়েছিল তাঁদের মধ্যে ? সাক্ষাৎকারে জাহির বলেন, "আমি জানাই, আঙ্কল নিশ্চই আপনাকে সোনা বলেছে আমাদের বিষয়টা ৷ তখন তিনি বলেন, হ্যাঁ, জানি ৷ এরপর আমি বলি, আসলে ভাবছিলাম আমি সোনাকে প্রোপোজ করব ৷ তখন তিনি বলেন, ও আচ্ছা ৷ খুব ভালো খুব ভালো৷"
এরপর জাহির আরও জানান, তিনি নাকি শ্বশুর শত্রুঘ্নকে প্রশ্ন করতে বলেছিলেন ৷ তাঁদের মধ্যে নাকি প্রায় ঘণ্টাখানেক আলোচনা হয় ৷ জাহির বলেন, " আমি আঙ্কলকে বলি, আপনি যা কিছু প্রশ্ন আমায় করতে পারেন ৷ এরপর আমরা একসঙ্গে অনেকক্ষণ গল্প করি ৷ তিনি সত্যিই খুব ভালো ৷ বড় মনের মানুষ ৷ তবে হ্যাঁ, সেদিন শ্বশুরমশাইয়ের ঘরে আমি ঢোকার সময় রীতিমত ভয় পেয়েছিলাম ৷ ভয় পাচ্ছিলাম, যদি তিনি না বলেন, তাহলে আমরা কী করব? এমনকী, ভুল করে আমি ওনাকে বলেও ফেলেছিলাম যে সোনার জন্য আংটি কেনা হয়ে গিয়েছে ৷"
উল্লেখ্য, সাতবছর ধরে সোনাক্ষী ও জাহির প্রেম করেছেন ৷ এরপর তাঁরা 23 জুন বিয়ের বন্ধনে আবদ্ধ হন ৷ একই দিনে তাঁদের বিয়ের রিসেপশন পার্টিতে উপস্থিত ছিলেন বলিউডের অনেক তারকাই ৷ নবদম্পতির নাচ-গানের ভিডিয়ো ভাইরাল হয় সোশাল মিডিয়ায় ৷