হায়দরাবাদ, 4 মার্চ: প্রতিবেশী দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্কের বিষয়ে বিদেশমন্ত্রী এস জয়শংকরের মন্তব্যের প্রশংসা করলেন অমিতাভ বচ্চন । সম্প্রতি দিল্লিতে একটি বই প্রকাশের অনুষ্ঠানে যোগ দেন বিদেশমন্ত্রী ৷ সেখানে তাঁকে প্রশ্ন করা হয় যে ভারতীয় উপমহাদেশ এবং ভারত মহাসাগর অঞ্চলে বুলি হিসাবে ভারত কাজ করছে কি না । সেই প্রশ্নের উত্তরেই আঞ্চলিক উত্তেজনার মধ্যে ভারতের সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন জয়শংকর ।
বিদেশমন্ত্রীর সেই মন্তব্যের একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় পোস্ট করেন বিগ বি ৷ ভিডিয়োতে দেখা গিয়েছে, ভারত এবং এর প্রতিবেশী দেশগুলির মধ্যে সম্পর্কের ক্রমাগত পরিবর্তনের উপর জোর দেওয়া হয়েছে । জয়শংকরকে প্রতিবেশী দেশগুলির দুর্দশার সময় 4.5 বিলিয়ন মার্কিন ডলার-সহ ভারতের উল্লেখযোগ্য সাহায্য অবদানের কথা উল্লেখ করতে দেখা যায় ৷ সত্যিকারের বুলিরা সাহায্যের হাত বাড়িয়ে দেয় না বলে জানান বিদেশমন্ত্রী । আর তাঁর এই মন্তব্য জনসাধারণের মন জয় করে নেয় ৷ এমনকী বলিউডের শাহেনশা খোদ সেই ভিডিয়ো শেয়ার করে প্রশংসা করেন ৷
-
WAH .. !!! well said Sir .. https://t.co/EE72lu0Ml5
— Amitabh Bachchan (@SrBachchan) March 4, 2024
অমিতাভ বচ্চন জয়শংকরের কথার সঙ্গে সম্মতি প্রকাশ করে সোশাল মিডিয়ায় লেখেন, "ওয়াহ!! ভালো বলেছেন স্যার ৷" আর তাঁর এই পোস্টের পরই সোশাল মিডিয়ায় ঝড় উঠেছে ৷ একাধিক প্রতিক্রিয়া এসেছে ৷ কেউ কেউ আবার বিগ বি রাজনীতিতে যোগদান করছেন বলে অনুমান করেছে । আবার অনেকে জয়শংকরকে দেশের সেরা কূটনীতিক এবং বিদেশমন্ত্রীদের মধ্যে একজন হিসাবে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন । তবে এই প্রথম নয়, আগেও প্রধানমন্ত্রী থেকে অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বদের ভিডিয়ো শেয়ার করতে দেখা গিয়েছে অমিতাভকে ৷
এদিকে রবিবার অমিতাভ বচ্চন এবং তাঁর পরিবার গুজরাতের জামনগরে অম্বানি পরিবারের তরফে আয়োজিত প্রাক-বিবাহের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন । স্ত্রী জয়া, ছেলে অভিষেক বচ্চন, ঐশ্বর্য্য রাই এবং মেয়ে শ্বেতা বচ্চনের পাশাপাশি অমিতাভকে তাঁর নাতি আরাধ্যা, অগস্ত্য ও নব্যের সঙ্গে অনুষ্ঠান উপভোগ করতে দেখা যায় । বিগ বি সোমবার ভোরবেলা সেখান থেকে মুম্বই ফেরার আগে ব্লগে তাঁর অভিজ্ঞতা শেয়ার করেন ।
আরও পড়ুন: