ETV Bharat / entertainment

দীপিকাকে জড়িয়ে ধরলেন ঐশ্বর্য, হবু মাকে কোন পরামর্শ প্রাক্তন সুন্দরীর! - Wedding of Anant Ambani and Radhika - WEDDING OF ANANT AMBANI AND RADHIKA

Aishwarya Rai Bachchan With Deepika Padukone: দীপিকার কোল আলো করে খুব শীঘ্রই খেলা করতে আসছে ছোট্ট চ্যাম্পিয়ন ৷ হবু মাকে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে দেখেই জড়িয়ে ধরলেন ঐশ্বর্য রাই বচ্চন ৷ কানে কানে বললেন কথাও ৷ উষ্ণ ভালোবাসার সেই ভিডিয়ো দেখে আবেগতাড়িত অনুরাগীরাও ৷

Aishwarya Rai Bachchan With Deepika Padukone
অন্তঃসত্ত্বা দীপিকাকে জড়িয়ে ধরলেন ঐশ্বর্য (ইটিভি ভারত)
author img

By ANI

Published : Jul 14, 2024, 6:40 PM IST

Updated : Jul 14, 2024, 7:26 PM IST

হায়দরাবাদ, 14 জুলাই: হাতে আর মাত্র দু থেকে তিনমাস ৷ তারপরেই দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের ভালোবাসায় ভাগ বসাতে আসছে ছোট্ট খুদে ৷ সিনেমা থেকে কিছু সময়ের বিরতি নিয়ে মাতৃত্বের এই জার্নি উপভোগ করছেন মস্তানি গার্ল ৷ সিনেমার শুটিং না করলেও সামাজিক নানা অনুষ্ঠানে দেখা যাচ্ছে দীপিকাকে ৷ অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতেও তাঁর উপস্থিতি আলাদা করে নজর কাড়ল ৷ সেখানেই প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে কিছুটা সময় কাটান দীপিকা ৷ হবু মাকে কী কোনও পরামর্শ দিলেন আরাধ্যা বচ্চনের মা, প্রশ্ন নেটপাড়ায় ৷

12 জুলাই জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে চোখ ধাঁধানো অনন্ত-রাধিকার বিয়েতে দেশ-বিদেশের সেলেব থেকে রাজনীতিবিদরা উপস্থিত হন ৷ কয়েকদিন ধরে চলা অনুষ্ঠানের নানা মুহূর্তের ছবি ও ভিডিয়ো ঘুরে বেড়াচ্ছে নেটপাড়ায় ৷ সেখানেই ভাইরাল হওয়া একটি ভিডিয়ো দেখে মুগ্ধ নেটিজেনরা ৷ দীপিকাকে আদুরে ভালোবাসায় জড়িয়ে ধরেন ঐশ্বর্য ৷ দূর থেকে দীপিকার কানে কানে কিছু বলছেন বোঝাও যায় ৷ মিষ্টি সেই ভিডিয়ো দেখে আবেগে ভাসছেন অনুরাগীরা৷

দীপিকা ও ঐশ্বর্যর যে একটা সুন্দর বন্ডিং রয়েছে তা 2018 সালে ইশা আম্বানির বিয়েতেও নজরে এসেছিল ৷ দুই তারকা যেভাবে নাচে মত্ত ছিলেন, সেই ভিডিয়ো দেখে মজা পেয়েছিলেন অনেকেই ৷ এবার মুহূর্তগুলো যেন আরও বেশি মূল্যবান ৷ প্রথম সন্তানের জন্ম দেবেন দীপিকা ৷ জীবনের অন্যতম সেরা সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন তিনি ৷ অন্যদিকে, 2011 সালে ঐশ্বর্য ও অভিষেক জীবনে আসে আরাধ্যা ৷ ফলে মাতৃত্বের জার্নি কীরকম, তা ভালো মতেই জানেন অ্যাশ ৷ ফলে হবু মাকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি কোনও পরামর্শ দিলেন কি, নেটপাড়ায় অনুরাগীদের প্রশ্ন ৷

উল্লেখ্য, অনন্ত ও রাধিকার বিয়েতে নাচে-গানে সকলকে মাতিয়ে রাখেন রণবীর সিং ৷ বিয়ের অনুষ্ঠানের নানা ভিডিয়ো ও ছবি ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ অন্যদিকে, বিয়ের অনুষ্ঠানে লাল রঙের আনারকলি চুড়িদারে সকলের নজর কাড়েন দীপিকা পাড়ুকোন ৷ এরপর কালো রঙের শেরওয়ানিতে আলাদা করে দীপিকা সঙ্গেও পোজ দেন রণবীর ৷ আপাতত হবু বাবা-মা রয়েছেন ক্লাউড নাইনে ৷ নতুন সদস্যকে পরিবারে স্বাগত জানাতে অপেক্ষা আর মাত্র কয়েক মাসের ৷

হায়দরাবাদ, 14 জুলাই: হাতে আর মাত্র দু থেকে তিনমাস ৷ তারপরেই দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের ভালোবাসায় ভাগ বসাতে আসছে ছোট্ট খুদে ৷ সিনেমা থেকে কিছু সময়ের বিরতি নিয়ে মাতৃত্বের এই জার্নি উপভোগ করছেন মস্তানি গার্ল ৷ সিনেমার শুটিং না করলেও সামাজিক নানা অনুষ্ঠানে দেখা যাচ্ছে দীপিকাকে ৷ অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতেও তাঁর উপস্থিতি আলাদা করে নজর কাড়ল ৷ সেখানেই প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে কিছুটা সময় কাটান দীপিকা ৷ হবু মাকে কী কোনও পরামর্শ দিলেন আরাধ্যা বচ্চনের মা, প্রশ্ন নেটপাড়ায় ৷

12 জুলাই জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে চোখ ধাঁধানো অনন্ত-রাধিকার বিয়েতে দেশ-বিদেশের সেলেব থেকে রাজনীতিবিদরা উপস্থিত হন ৷ কয়েকদিন ধরে চলা অনুষ্ঠানের নানা মুহূর্তের ছবি ও ভিডিয়ো ঘুরে বেড়াচ্ছে নেটপাড়ায় ৷ সেখানেই ভাইরাল হওয়া একটি ভিডিয়ো দেখে মুগ্ধ নেটিজেনরা ৷ দীপিকাকে আদুরে ভালোবাসায় জড়িয়ে ধরেন ঐশ্বর্য ৷ দূর থেকে দীপিকার কানে কানে কিছু বলছেন বোঝাও যায় ৷ মিষ্টি সেই ভিডিয়ো দেখে আবেগে ভাসছেন অনুরাগীরা৷

দীপিকা ও ঐশ্বর্যর যে একটা সুন্দর বন্ডিং রয়েছে তা 2018 সালে ইশা আম্বানির বিয়েতেও নজরে এসেছিল ৷ দুই তারকা যেভাবে নাচে মত্ত ছিলেন, সেই ভিডিয়ো দেখে মজা পেয়েছিলেন অনেকেই ৷ এবার মুহূর্তগুলো যেন আরও বেশি মূল্যবান ৷ প্রথম সন্তানের জন্ম দেবেন দীপিকা ৷ জীবনের অন্যতম সেরা সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন তিনি ৷ অন্যদিকে, 2011 সালে ঐশ্বর্য ও অভিষেক জীবনে আসে আরাধ্যা ৷ ফলে মাতৃত্বের জার্নি কীরকম, তা ভালো মতেই জানেন অ্যাশ ৷ ফলে হবু মাকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি কোনও পরামর্শ দিলেন কি, নেটপাড়ায় অনুরাগীদের প্রশ্ন ৷

উল্লেখ্য, অনন্ত ও রাধিকার বিয়েতে নাচে-গানে সকলকে মাতিয়ে রাখেন রণবীর সিং ৷ বিয়ের অনুষ্ঠানের নানা ভিডিয়ো ও ছবি ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ অন্যদিকে, বিয়ের অনুষ্ঠানে লাল রঙের আনারকলি চুড়িদারে সকলের নজর কাড়েন দীপিকা পাড়ুকোন ৷ এরপর কালো রঙের শেরওয়ানিতে আলাদা করে দীপিকা সঙ্গেও পোজ দেন রণবীর ৷ আপাতত হবু বাবা-মা রয়েছেন ক্লাউড নাইনে ৷ নতুন সদস্যকে পরিবারে স্বাগত জানাতে অপেক্ষা আর মাত্র কয়েক মাসের ৷

Last Updated : Jul 14, 2024, 7:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.