ETV Bharat / entertainment

বড়পর্দায় জুটি বাঁধছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায় ও মমতা শঙ্কর - VICTOR MAMATA SHANKAR CHEMISTRY

এবার বড়পর্দায় জুটি বাঁধতে চলেছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায় ও মমতা শঙ্কর ৷ ছবির প্রযোজক অরিন্দম ভট্টাচার্য ও পরিচালক অভিজিৎ চৌধুরী ।

ETV BHARAT
বড়পর্দায় জুটি বাঁধছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায় ও মমতা শঙ্কর (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Oct 27, 2024, 12:13 PM IST

কলকাতা, 27 অক্টোবর: জুটি মানে না বয়স, মানে না ঊনিশ-কুড়ি । এই যেমন ধরুন, জীবনের অনেকগুলি বসন্ত পেরিয়ে আজ প্রৌঢ়কালে এসে পর্দায় প্রথমবার জুটি বাঁধছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায় এবং মমতা শঙ্কর । প্রযোজক অরিন্দম ভট্টাচার্য । পরিচালক অভিজিৎ চৌধুরী । এঁদের হাত ধরেই জুটিতে বড় পর্দায় আসছেন দুই প্রবীণ অভিনেতা ।

আগেও এক সাক্ষাৎকারে মমতা শঙ্কর ইটিভি ভারতের প্রতিনিধিকে বলেছিলেন, "অরিন্দম আমাকে বলেছে, আমার সঙ্গে সব ছবিতে কাজ করতে চায় । আমিও ওর সঙ্গে কাজ করতে চাই ।" এর আগে 'অন্তর্ধান রহস্য', 'শিবপুর' পরিচালনা করেন অরিন্দম ভট্টাচার্য । 'শিবপুর' ঘিরে যে বিতর্ক তৈরি হয়, তাতে অরিন্দম এক প্রকার ঠিকই করে নিয়েছিলেন যে, বাংলায় আর ছবি করবেন না । তবে না, শেষ পর্যন্ত আর মান অভিমান ধরে রাখলেন না তিনি । তবে, এবার পরিচালনা নয়, প্রযোজনা করবেন ।

অরিন্দম সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এই ছবিতে এবার অ্যাকশনের বদলে আছে প্রেম, ভালোবাসা, স্নেহের মোড়ক । সূত্রের খবর, বেশ কয়েকজন এই প্রজন্মের অভিনেতাকে দেখা যাবে এই ছবিতে । তবে, তাঁরা কারা, তা জানা যায়নি এখনও । ছবির শুটিং পাহাড়েই হবে বলে জানিয়েছেন অরিন্দম । শুটিং হতে পারে উত্তরাখণ্ডের বেশ কিছু লোকেশনেও । আর ছবির পরিচালনার দায়িত্বে থাকছেন অভিজিৎ চৌধুরী । দীর্ঘদিন সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন অভিজিৎ । এবার পরিচালকের ভূমিকায় তিনি ।

ছবি নিয়ে সংবাদমাধ্যমে আরিন্দম জানান, গল্পের প্রয়োজনেই ভিক্টর বন্দ্যোপাধ্যায় ও মমতা শঙ্করকে নেওয়া । ভিক্টরের চেহারায় বনেদিয়ানার ছাপ রয়েছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ । উল্লেখ্য, এই দুই প্রথিতযশা অভিনেতাকে এর আগে পর্দায় নিয়ে আসার কথা ভাবেননি কোনও পরিচালক বা প্রযোজক । দেরিতে হলেও দর্শক এঁদের রসায়ন দেখবে এবার । বাকিটা সময় বলবে । আপাতত এই মুভির বিষয়ে এর থেকে বেশি কিছুই জানা যায়নি ।

কলকাতা, 27 অক্টোবর: জুটি মানে না বয়স, মানে না ঊনিশ-কুড়ি । এই যেমন ধরুন, জীবনের অনেকগুলি বসন্ত পেরিয়ে আজ প্রৌঢ়কালে এসে পর্দায় প্রথমবার জুটি বাঁধছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায় এবং মমতা শঙ্কর । প্রযোজক অরিন্দম ভট্টাচার্য । পরিচালক অভিজিৎ চৌধুরী । এঁদের হাত ধরেই জুটিতে বড় পর্দায় আসছেন দুই প্রবীণ অভিনেতা ।

আগেও এক সাক্ষাৎকারে মমতা শঙ্কর ইটিভি ভারতের প্রতিনিধিকে বলেছিলেন, "অরিন্দম আমাকে বলেছে, আমার সঙ্গে সব ছবিতে কাজ করতে চায় । আমিও ওর সঙ্গে কাজ করতে চাই ।" এর আগে 'অন্তর্ধান রহস্য', 'শিবপুর' পরিচালনা করেন অরিন্দম ভট্টাচার্য । 'শিবপুর' ঘিরে যে বিতর্ক তৈরি হয়, তাতে অরিন্দম এক প্রকার ঠিকই করে নিয়েছিলেন যে, বাংলায় আর ছবি করবেন না । তবে না, শেষ পর্যন্ত আর মান অভিমান ধরে রাখলেন না তিনি । তবে, এবার পরিচালনা নয়, প্রযোজনা করবেন ।

অরিন্দম সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এই ছবিতে এবার অ্যাকশনের বদলে আছে প্রেম, ভালোবাসা, স্নেহের মোড়ক । সূত্রের খবর, বেশ কয়েকজন এই প্রজন্মের অভিনেতাকে দেখা যাবে এই ছবিতে । তবে, তাঁরা কারা, তা জানা যায়নি এখনও । ছবির শুটিং পাহাড়েই হবে বলে জানিয়েছেন অরিন্দম । শুটিং হতে পারে উত্তরাখণ্ডের বেশ কিছু লোকেশনেও । আর ছবির পরিচালনার দায়িত্বে থাকছেন অভিজিৎ চৌধুরী । দীর্ঘদিন সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন অভিজিৎ । এবার পরিচালকের ভূমিকায় তিনি ।

ছবি নিয়ে সংবাদমাধ্যমে আরিন্দম জানান, গল্পের প্রয়োজনেই ভিক্টর বন্দ্যোপাধ্যায় ও মমতা শঙ্করকে নেওয়া । ভিক্টরের চেহারায় বনেদিয়ানার ছাপ রয়েছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ । উল্লেখ্য, এই দুই প্রথিতযশা অভিনেতাকে এর আগে পর্দায় নিয়ে আসার কথা ভাবেননি কোনও পরিচালক বা প্রযোজক । দেরিতে হলেও দর্শক এঁদের রসায়ন দেখবে এবার । বাকিটা সময় বলবে । আপাতত এই মুভির বিষয়ে এর থেকে বেশি কিছুই জানা যায়নি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.