ETV Bharat / entertainment

পুনের বিলাসবহুল বাড়ি ভাড়া দিলেন টাইগার, টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন - Tiger Shroff

Tiger Shroff Lease out Property: টাইগার শ্রফের পুনেতে কোটি টাকা মূল্যের বাড়ি রয়েছে ৷ যেটি সম্প্রতি কিনেছেন তিনি ৷ এরই মধ্যে সেই বাড়ি ভাড়াও দিয়ে দিয়েছেন 'বড়ে মিঞা ছোটে মিঞা' সিনেমার অভিনেতা ৷ মাসিক কত টাকায় জানেন ?

Tiger Shroff
Tiger Shroff
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 19, 2024, 4:50 PM IST

হায়দরাবাদ, 19 মার্চ: সিনেমা বা ফিটনেসের জন্য প্রায়ই খবরের শিরোনামে থাকেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ ৷ তবে এবার সম্পত্তি নিয়ে চর্চায় তিনি ৷ পুনেতে 7.5 কোটি টাকা দিয়ে একটি বিলাসবহুল বাড়ি কিনেছেন জ্যাকি শ্রফের পুত্র ৷ শুধু তাই নয়, ইতিমধ্যে সেই সম্পত্তি ভাড়াও দিয়ে ফেলেছেন 'বড়ে মিঞা ছোটে মিঞা'র অভিনেতা ৷ জ্যাপকির থেকে পাওয়া তথ্য অনুসারে, প্রতি মাসে ভাড়া বাবদ 3.5 লক্ষ টাকার পাবেন তিনি ।

চলতি বছরের 5 মার্চ সম্পত্তিটি কিনেছেন টাইগার ৷ তাঁর বাড়িটি হদপসারের পঞ্চশীল ইউপুনে প্রোজেক্টে অবস্থিত এবং এটি এএসএন প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড থেকে কেনা হয়েছে । 4248 বর্গফুটের সম্পত্তি তাঁর । অ্যাসাইনমেন্ট ডিড অনুসারে, অভিনেতা সম্পত্তির জন্য 52.5 লক্ষ টাকা স্ট্যাম্প ফি প্রদান করেছেন । স্থানীয় রিয়েল এস্টেট ফার্ম পঞ্চশীল রিয়েলটি এই আপমার্কেট হাউসটি তৈরি করেছে ৷ দুর্দান্ত সুন্দর বাড়িটি ৷ টাইগারের শ্রফের ব্যক্তিত্বের সঙ্গে বাড়িটি পরিপূরক ৷

তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল বাড়িটি কেনার পর অবিলম্বে সম্পত্তিটি ভাড়া দেওয়া নিয়ে এই অ্যাকশন হিরোর সিদ্ধানিত ৷ নিজের আয় বাড়াতে তাঁর পদক্ষেপের প্রশংসা শোনা যাচ্ছে ৷ প্রত্যেক মাসে 3.5 লক্ষ টাকা ঢুকবে তাঁর অ্যাকাউন্টে ।জানা গিয়েছে, বাড়িটি পাঁচ বছরের জন্য ভাড়া দেওয়া হয়েছে ৷ এর জন্য অগ্রিম 14 লক্ষ টাকা দিতে হয়েছে ৷ কাগজপত্র অনুসারে, এতে 5 শতাংশ বার্ষিক ভাড়া বৃদ্ধি অন্তর্ভুক্ত রয়েছে ।

মিডিয়া রিপোর্ট অনুসারে, অভিনেতা একটি প্রাইভেট ফার্মকে সম্পত্তিটি ভাড়া দিয়েছেন ৷ যারা পানীয়ের ব্যবসা করে । জ্যাপকির রেকর্ড অনুসারে, বলিউড অভিনেতা ম্রুণাল ঠাকুর এবং তাঁর বাবা এই বছরের শুরুতে মুম্বইয়ের আন্ধেরি পশ্চিম অঞ্চলে কঙ্গনা রানাওতের পরিবারের কাছ থেকে 10 কোটি টাকার দুটি অ্যাপার্টমেন্ট কিনেছেন । গত বছর বনি কাপুর এবং তাঁর কন্যা জাহ্নবী কাপুর ও খুশি কাপুর আন্ধেরি ওয়েস্ট মুম্বইতে 12 কোটি টাকারও বেশি মূল্যে চারটি সম্পত্তি বিক্রি করেছেন ৷

আরও পড়ুন:

  1. 'এমন ইমেজে শক্তিমান হওয়া যায় না', রণবীরকে খোঁচা দিয় পোস্ট করে পরে ডিলিট মুকেশ খান্নার
  2. ফারহানের বাড়িতে প্রিয়াঙ্কা-নিক, ফের চর্চা শুরু 'জি লে জরা' নিয়ে
  3. দুবাইয়ে রাখা প্রমোদতরীর মালিক মাধবন, তিনি লাইসেন্সপ্রাপ্ত ক্যাপ্টেন

হায়দরাবাদ, 19 মার্চ: সিনেমা বা ফিটনেসের জন্য প্রায়ই খবরের শিরোনামে থাকেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ ৷ তবে এবার সম্পত্তি নিয়ে চর্চায় তিনি ৷ পুনেতে 7.5 কোটি টাকা দিয়ে একটি বিলাসবহুল বাড়ি কিনেছেন জ্যাকি শ্রফের পুত্র ৷ শুধু তাই নয়, ইতিমধ্যে সেই সম্পত্তি ভাড়াও দিয়ে ফেলেছেন 'বড়ে মিঞা ছোটে মিঞা'র অভিনেতা ৷ জ্যাপকির থেকে পাওয়া তথ্য অনুসারে, প্রতি মাসে ভাড়া বাবদ 3.5 লক্ষ টাকার পাবেন তিনি ।

চলতি বছরের 5 মার্চ সম্পত্তিটি কিনেছেন টাইগার ৷ তাঁর বাড়িটি হদপসারের পঞ্চশীল ইউপুনে প্রোজেক্টে অবস্থিত এবং এটি এএসএন প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড থেকে কেনা হয়েছে । 4248 বর্গফুটের সম্পত্তি তাঁর । অ্যাসাইনমেন্ট ডিড অনুসারে, অভিনেতা সম্পত্তির জন্য 52.5 লক্ষ টাকা স্ট্যাম্প ফি প্রদান করেছেন । স্থানীয় রিয়েল এস্টেট ফার্ম পঞ্চশীল রিয়েলটি এই আপমার্কেট হাউসটি তৈরি করেছে ৷ দুর্দান্ত সুন্দর বাড়িটি ৷ টাইগারের শ্রফের ব্যক্তিত্বের সঙ্গে বাড়িটি পরিপূরক ৷

তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল বাড়িটি কেনার পর অবিলম্বে সম্পত্তিটি ভাড়া দেওয়া নিয়ে এই অ্যাকশন হিরোর সিদ্ধানিত ৷ নিজের আয় বাড়াতে তাঁর পদক্ষেপের প্রশংসা শোনা যাচ্ছে ৷ প্রত্যেক মাসে 3.5 লক্ষ টাকা ঢুকবে তাঁর অ্যাকাউন্টে ।জানা গিয়েছে, বাড়িটি পাঁচ বছরের জন্য ভাড়া দেওয়া হয়েছে ৷ এর জন্য অগ্রিম 14 লক্ষ টাকা দিতে হয়েছে ৷ কাগজপত্র অনুসারে, এতে 5 শতাংশ বার্ষিক ভাড়া বৃদ্ধি অন্তর্ভুক্ত রয়েছে ।

মিডিয়া রিপোর্ট অনুসারে, অভিনেতা একটি প্রাইভেট ফার্মকে সম্পত্তিটি ভাড়া দিয়েছেন ৷ যারা পানীয়ের ব্যবসা করে । জ্যাপকির রেকর্ড অনুসারে, বলিউড অভিনেতা ম্রুণাল ঠাকুর এবং তাঁর বাবা এই বছরের শুরুতে মুম্বইয়ের আন্ধেরি পশ্চিম অঞ্চলে কঙ্গনা রানাওতের পরিবারের কাছ থেকে 10 কোটি টাকার দুটি অ্যাপার্টমেন্ট কিনেছেন । গত বছর বনি কাপুর এবং তাঁর কন্যা জাহ্নবী কাপুর ও খুশি কাপুর আন্ধেরি ওয়েস্ট মুম্বইতে 12 কোটি টাকারও বেশি মূল্যে চারটি সম্পত্তি বিক্রি করেছেন ৷

আরও পড়ুন:

  1. 'এমন ইমেজে শক্তিমান হওয়া যায় না', রণবীরকে খোঁচা দিয় পোস্ট করে পরে ডিলিট মুকেশ খান্নার
  2. ফারহানের বাড়িতে প্রিয়াঙ্কা-নিক, ফের চর্চা শুরু 'জি লে জরা' নিয়ে
  3. দুবাইয়ে রাখা প্রমোদতরীর মালিক মাধবন, তিনি লাইসেন্সপ্রাপ্ত ক্যাপ্টেন
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.