কলকাতা, 15 সেপ্টেম্বর: 14 সেপ্টেম্বর দিনটা নাটকীয় হয়ে থাকল ৷ রাজ্যবাসী সাক্ষী থাকল জুনিয়র ডাক্তার ও মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে চলা, স্নায়ুর টানটান লড়াইয়ের ৷ তবে শেষমেশ আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠক হয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ টলিউডের অনেকেই মুখ খুলেছেন এনিয়ে ৷ ছবিও শেয়ার করেছেন তাঁরা ৷ এরইমাঝে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় জুনিয়র চিকিৎসদের আর্জি জানিয়ে অনুরোধ করলেন ৷ লিখলেন, "অপচয় নয়, ফোন করে আসুন ৷"
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে জুনিয়র চিকিৎসকদের বৃষ্টিতে ভিজে হাতজোড় করে দাঁড়িয়ে থাকা ছবিও শেয়ার করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায় ৷ 'যা তিনি টাইমলাইনে থেকে যাক' বলে উল্লেখ করেছেন ৷ স্বস্তিকা রবিবার সোশালে লিখলেন, "জুনিয়ার ডাক্তাররা অনুরোধ করছে, দয়া করে এই ছবিটা একটু শেয়ার করুন। যাঁরা স্বাস্থ্য ভবনে অবস্থানরত ডাক্তারদের সহযোগিতায় খাবার বা অন্যান্য সামগ্রী পাঠাতে চাইছেন, তাঁরা দয়া করে ছবির ফোন নম্বরগুলিতে ফোন করে ওঁদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন ৷ অপ্রয়োজনীয় বা অতিরিক্ত কোনও কিছুই ওঁরা চাইছেন না ৷ শুধু শুধু নষ্ট হতে পারে ৷"
টেক্কা ছবির অভিনেত্রী আরও লিখেছেন, "বরং তার চেয়ে ওদের সঙ্গে আলোচনা করে ওদের প্রয়োজনীয় জিনিস দিতে পারলে সবচেয়ে ভালো হয় ৷ আর, অবস্থানরত ডাক্তারদের একান্ত অনুরোধ যাতে আমরা সকলে এই ফোন নম্বরগুলি ছড়িয়ে দিই ৷ তাতে ওদের সবদিক থেকে সুবিধা হবে ৷ দয়া করে ছবিটি ছড়িয়ে দিন ৷"
উল্লেখ্য, জুনিয়র চিকিৎসকদের স্বাস্থ্যভবনের সামনে আজ আন্দোলন 6দিন ৷ এদিকে রাজ্যজুড়ে প্রতিবাদ চলছে 36 দিন ৷ শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়ার চিকিৎসকদের আন্দোলমনঞ্চে গিয়ে বলেন, "যে কেউ যখন তখন কিছু খাবার দিলে সব খাবেন না। যে যা খাবার দিচ্ছে সব খাবার খাবেন না।" খাবারের সঙ্গে কিছু মিশিয়ে দিয়ে জুনিয়র ডাক্তারদের ক্ষতি করতে পারে কেউ বা কারা এমন আশঙ্কা থেকেই এই মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়।