ETV Bharat / entertainment

'রাজ বলেছিল ওজন কমালে বাবলি চরিত্রটা পাব না'- শুভশ্রী গঙ্গোপাধ্যায় - Subhashree Ganguly - SUBHASHREE GANGULY

Babli Movie Promotion: স্বাধীনতা দিবসে মুক্তি পাচ্ছে রাজ চক্রবর্তী পরিচালিত 'বাবলি' ৷ শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও আবির চট্টোপাধ্যায়কে প্রথমবার জুটি হিসাবে পর্দায় দেখতে পাবেন দর্শক ৷ কেমন ছিল বাবলি হওয়ার জার্নি, শোনালেন অভিনেত্রী শুভশ্রী ৷

Babli Movie Promotion
মুখোমুখি শুভশ্রী গঙ্গোপাধ্যায় (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Aug 9, 2024, 3:56 PM IST

কলকাতা, 9 অগস্ট: স্বাধীনতা দিবসে আসছে রাজ চক্রবর্তী পরিচালিত 'বাবলি'। নাম ভূমিকায় শুভশ্রী গঙ্গোপাধ্যায়। প্রখ্যাত সাহিত্যিক বুদ্ধদেব গুহ'র কালজয়ী উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে 'বাবলি'। মূল গল্পের সঙ্গে ছবির তেমন পার্থক্য এখানে পাওয়া যাবে না জানিয়েছেন পরিচালক। এই ছবির জন্য শুভশ্রীকে দু'বার চেহারায় পরিবর্তন আনতে হয়েছে। বাবলি হতে আর কী কী মেনে চলেছেন অভিনেত্রী শুভশ্রী শেয়ার করলেন ইটিভি ভারতের সঙ্গে ৷

'বাবলি'র প্রোমোশনে শুভশ্রী গঙ্গোপাধ্যায় (ইটিভি ভারত)

তিনি বলেন, "ইয়ালিনি হওয়ার সময় থেকেই আমার ওজন বেড়েছিল ৷ মেয়ে হওয়ার পর ওজন কিছুটা কমে ৷ তখন রাজ পরিষ্কার জানিয়ে দেন, ওজন কমালে বাবলি চরিত্র পাব না ৷ তারপর আরও বেশি করে খাওয়া শুরু করি ৷ 5 কেজি ওজন বাড়াই ৷" আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে শুভশ্রীর এটা প্রথম কাজ। তাই সেই নিয়েও বেশ উচ্ছ্বসিত নায়িকা। শুভশ্রী জানান, আবিরের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ ৷ ও ভীষণ মজাদার মানুষ ৷ সিম্পল আদ্যপ্রান্ত বাঙালি ৷ অভিনয়ের দিক থেকে ভীষণ টেকনিক্যাল ৷

বাবলি স্বাধীনতা দিবসে মুক্তি পাচ্ছে ৷ তারপরেই আসছে বাঙালির বড় উৎসব দুর্গাপুজো ৷ প্রত্যেক বারের মতো কি এবারেই মা দুর্গা রূপে মহালায়ার ভোরে দেখা যাবে শুভশ্রীকে? উত্তরে তিনি জানান, সদ্যই শেষ করেছেন মহালয়ার শুটিং ৷ তিনি বলেন, "আমার করা সবথেকে কঠিন চরিত্র মহালয়ার দুর্গা। কত ভারী গয়না পরে শুটিং করতে হয়। ওটাই বড় চ্যালেঞ্জ। তবে, হ্যাঁ ছোটবেলা থেকে যখন মহালয়া দেখতাম তখন ভাবতাম আমিও যদি দুর্গা হতে পারতাম কী ভালো হত। আমার সাধ পূরণ হল এই বয়সে এসে।"

পরিণীতা থেকে ইন্দুবালা ভাতের হোটেল সময় যত এগিয়েছে ততই পরিণত হয়েছে শুভশ্রীর অভিনয় ৷ প্রখ্যাত সাহিত্যিক বুদ্ধদেব গুহ 'বাবলি' চরিত্রে পছন্দ করেছিলেন শুভশ্রীকে ৷ এবার দর্শকরাও মিষ্টি বাবলি অর্থাৎ শুভশ্রীকে সাদরে গ্রহণ করবে, আশা কারই যায় ৷

কলকাতা, 9 অগস্ট: স্বাধীনতা দিবসে আসছে রাজ চক্রবর্তী পরিচালিত 'বাবলি'। নাম ভূমিকায় শুভশ্রী গঙ্গোপাধ্যায়। প্রখ্যাত সাহিত্যিক বুদ্ধদেব গুহ'র কালজয়ী উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে 'বাবলি'। মূল গল্পের সঙ্গে ছবির তেমন পার্থক্য এখানে পাওয়া যাবে না জানিয়েছেন পরিচালক। এই ছবির জন্য শুভশ্রীকে দু'বার চেহারায় পরিবর্তন আনতে হয়েছে। বাবলি হতে আর কী কী মেনে চলেছেন অভিনেত্রী শুভশ্রী শেয়ার করলেন ইটিভি ভারতের সঙ্গে ৷

'বাবলি'র প্রোমোশনে শুভশ্রী গঙ্গোপাধ্যায় (ইটিভি ভারত)

তিনি বলেন, "ইয়ালিনি হওয়ার সময় থেকেই আমার ওজন বেড়েছিল ৷ মেয়ে হওয়ার পর ওজন কিছুটা কমে ৷ তখন রাজ পরিষ্কার জানিয়ে দেন, ওজন কমালে বাবলি চরিত্র পাব না ৷ তারপর আরও বেশি করে খাওয়া শুরু করি ৷ 5 কেজি ওজন বাড়াই ৷" আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে শুভশ্রীর এটা প্রথম কাজ। তাই সেই নিয়েও বেশ উচ্ছ্বসিত নায়িকা। শুভশ্রী জানান, আবিরের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ ৷ ও ভীষণ মজাদার মানুষ ৷ সিম্পল আদ্যপ্রান্ত বাঙালি ৷ অভিনয়ের দিক থেকে ভীষণ টেকনিক্যাল ৷

বাবলি স্বাধীনতা দিবসে মুক্তি পাচ্ছে ৷ তারপরেই আসছে বাঙালির বড় উৎসব দুর্গাপুজো ৷ প্রত্যেক বারের মতো কি এবারেই মা দুর্গা রূপে মহালায়ার ভোরে দেখা যাবে শুভশ্রীকে? উত্তরে তিনি জানান, সদ্যই শেষ করেছেন মহালয়ার শুটিং ৷ তিনি বলেন, "আমার করা সবথেকে কঠিন চরিত্র মহালয়ার দুর্গা। কত ভারী গয়না পরে শুটিং করতে হয়। ওটাই বড় চ্যালেঞ্জ। তবে, হ্যাঁ ছোটবেলা থেকে যখন মহালয়া দেখতাম তখন ভাবতাম আমিও যদি দুর্গা হতে পারতাম কী ভালো হত। আমার সাধ পূরণ হল এই বয়সে এসে।"

পরিণীতা থেকে ইন্দুবালা ভাতের হোটেল সময় যত এগিয়েছে ততই পরিণত হয়েছে শুভশ্রীর অভিনয় ৷ প্রখ্যাত সাহিত্যিক বুদ্ধদেব গুহ 'বাবলি' চরিত্রে পছন্দ করেছিলেন শুভশ্রীকে ৷ এবার দর্শকরাও মিষ্টি বাবলি অর্থাৎ শুভশ্রীকে সাদরে গ্রহণ করবে, আশা কারই যায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.