হায়দরাবাদ, 1 অগস্ট: শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে গানে গানে ভালোবাসার কথা জানালেন অভিনেতা আবির চট্টোপাধ্যায় ৷ মুক্তি পেয়েছে 'বাবলি'র নতুন গান 'ভালোবেসে ফেলেছি তোমায়...' ৷ বৃহস্পতিবার ফেসবুক হ্যান্ডেলে গানটি শেয়ার করেন পরিচালক রাজ চক্রবর্তী ৷ রক স্টার রূপম ইসলামের কণ্ঠে বেদনাময় ভালোবাসার গানে মুগ্ধ অনুরাগীরা ৷ রোম্যান্টিকে ভরা বেদনার গানে রূপম কেন, ইটিভি ভারতকে কারণ জানালেন সুরকার ইন্দ্রদীপ দাশুগুপ্ত ৷
ইউটিউবে বুধবার এই গান প্রকাশ্যে আসে ৷ তবে এদিন সকাল সকাল পরিচালক রাজ গানটি শেয়ার করেন নিজের সোশাল হ্যান্ডেলে ৷ ক্যাপশনে লেখেন, "রূপম ইসলাম-এর কণ্ঠে ইন্দ্রদীপ দাশগুপ্তের সুরে বাবলির নতুন গান ৷" এই বিষয়ে সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্ত ইটিভি ভারতকে বলেন, "একটা ছবির গান বানানোর সময় গল্প মাথায় রাখতে হয় ৷ এক্ষেত্রে আবির-শুভশ্রীকে যে দৃশ্যে তুলে ধরা হয়েছে সেই ইমোশন বুঝেই গানে সুর দেওয়া ৷ পাশাপাশি, রক গানে রূপমের কণ্ঠ সকলে চিনলেও নানা গানে শিল্পীদের সুযোগ দিতে ভালো লাগে আমার ৷"
তিনি আরও বলেন, "রূপমের সঙ্গে আগেও কাজ করেছি আমি ৷ সেক্ষেত্রে রোমান্টিক অথচ একটা বেদনা মেশানো গানে ওর যে কণ্ঠ ভালো যাবে সেটা বুঝেই এই গান তাঁকে দিয়ে গাওয়ানো হয়েছে ৷ আশা করি দর্শকদের ভালাবাসো পাবে এই গান ৷" এই গানের কথা লিখেছেন সৈকত কুণ্ডু ৷ ছবিতে সঙ্গীত পরিচালক হিসাবে রয়েছেন ইন্দ্রদীপ ৷
গানটিতে ধরা পড়েছে প্রেমে পড়ার অনুভূতি ৷ যেখানে বাবলি তথা শুভশ্রী অভি অর্থাৎ আবিরকে ভালোবেসে ফেলেছেন ৷ নায়ক তা বুঝতে পারেন নায়িকার উপস্থিতির অভাব বোধ থেকে ৷ গানে গানে ফিরে আসে অভি-বাবলির কাটানো নানা সুখকর স্মৃতি ৷ চলতি মাসের স্বাধীনতা দিবসে বাবলি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে ৷ ছবিটি প্রযোজনার দায়িত্বে রয়েছে রাজ চক্রবর্তী এন্টারটেইনমেন্ট প্রোডাকশন ৷ সাহিত্যিক বুদ্ধদেব গুহ-র উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে ছবির চিত্রনাট্য ৷ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সৌরসেনী মৈত্রকেও ৷