ETV Bharat / entertainment

উইকএন্ডেই 500 কোটির ঘরে 'স্ত্রী 2'! রাজকুমার-শ্রদ্ধার ছবি আশা জাগাচ্ছে নির্মাতাদের - Stree 2 box office collection - STREE 2 BOX OFFICE COLLECTION

Stree 2 Success at Box Office: মুক্তির দু'সপ্তাহের মধ্যে অভাবনীয় সাফল্য এসেছে রাজকুমার রাও-শ্রদ্ধা কাপুর অভিনীত 'স্ত্রী 2' ছবির ঝুলিতে ৷ 14 দিনেই আয় হল 450 কোটি টাকা ৷

Stree 2 Success at Box Office
রাজকুমার-শ্রদ্ধার ছবি আশা জাগাচ্ছে নির্মাতাদের (সোশাল মিডিয়া)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Aug 24, 2024, 6:24 PM IST

হায়দরাবাদ, 24 অগস্ট: প্রথম দিনেই কোনও ছবি যদি বক্সঅফিসে 50 কোটি আয় করে নেয়, তখন বোঝাই যায়, তা লম্বা রেসের ঘোড়া ৷ অমর কৌশিক পরিচালিত 'স্ত্রী 2' ছবি সেই তালিকাতেই রয়েছে ৷ রাজকুমার রাও-শ্রদ্ধা কাপুর অভিনীত এই ছবি ভারতে আয় করে নেয় 327 কোটি টাকা ৷ অন্যদিকে, গ্লোবালি ছবির ঝুলিতে আসে 450 কোটি টাকা ৷ ফলে, বক্সঅফিসে হরর-কমেডি ছবি যেভাবে ইনকাম করছে, তা যে এখনই থামছে না, বলা যায় ৷

শনিবার ইন্সটাগ্রামে ম্যাডডক প্রযোজনা সংস্থার তরফে 'স্ত্রী 2'-এর ডোমেস্টিক ও গ্লোবাল আয় নিয়ে নতুন একটি পোস্ট সামনে আনা হয় ৷ যেখানে জানানো হয়, শুধুমাত্র ভারতেই এই ছবি আয় করেছে 327 কোটি টাকা ৷ অর্থাৎ গ্লোবালি ছবির আয় পৌঁছে গেল 456 কোটি টাকায় ৷ ক্যাপশনে লেখা, "দ্বিতীয় সপ্তাহেও স্ত্রী 2 ম্যাজিক দেখাচ্ছে বক্সঅফিসে ৷ সেই ঝড় আরও শক্তিশালী হচ্ছে ৷ ধন্যবাদ আপনাদের সকলকে এই ভালোবাসা ও সাপোর্টের জন্য ৷"

ইন্ডাষ্ট্রি ট্রেকার স্যাকনিল্ক অনুযায়ী, নবম দিনে 'স্ত্রী 2'-র আয় হয়েছে 17.5 কোটি টাকা ৷ যে কারণে চলতি বছর সবচেয়ে আয় করা ছবির তালিকায় জায়গা করে নিল অমর কৌশিকের ছবি ৷ হৃত্বিক রোশন ও দীপিকা পাড়ুকোন অভিনীত পাইটার গত বছর গ্লোবালি আয় করেছিল 359 কোটি টাকা ৷ সেই ছবির রেকর্ডও ভেঙে দিয়েছে স্ত্রী 2 ৷ মনে করা হচ্ছে রবিবারের মধ্যে গ্লোবালি ছবির আয় পৌঁছে যাবে 500 কোটির ঘরে ৷

15 অগস্ট মুক্তি পায় এই ছবি ৷ 2018 সালে প্রথম সিলভার স্ক্রীনে আসে 'স্ত্রী' ৷ সেই ছবির সিক্যুয়েল 'স্ত্রী 2' ৷ যেখানে শরকাটার আতঙ্ক দেখা দেয় চান্দেরীতে ৷ রাজকুমার-শ্রদ্ধা ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, পঙ্কজ ত্রিপাঠী ও অপারশক্তি খুরানাকে ৷ অতিথি শিল্পী হিসাবে দেখা যায় অক্ষয় কুমার ও বরুণ ধাওয়ানকে ৷

অন্যদিকে, অভিনেত্রী শ্রদ্ধা কাপুর সোশাল মিডিয়ায় বড় জায়গা দখল করেছেন ৷ ফলোয়ার সংখ্যার দিক থেকে তিনি পিছনে ফেললেন প্রিয়াঙ্কা চোপড়াকে ৷ অভিনেত্রীদের মধ্যে তিনি এখন রয়েছেন প্রথম স্থানে ৷ স্ত্রী 2-এর অভূতপূর্ব সাফল্যের পর তাঁর ফলোয়ার সংখ্যা পৌঁছে গিয়েছে 91.9 মিলিয়নে ৷ সেখানে প্রিয়াঙ্কা চোপড়ার ফলোয়ার সংখ্যা 91.8 মিলিয়ন ৷

হায়দরাবাদ, 24 অগস্ট: প্রথম দিনেই কোনও ছবি যদি বক্সঅফিসে 50 কোটি আয় করে নেয়, তখন বোঝাই যায়, তা লম্বা রেসের ঘোড়া ৷ অমর কৌশিক পরিচালিত 'স্ত্রী 2' ছবি সেই তালিকাতেই রয়েছে ৷ রাজকুমার রাও-শ্রদ্ধা কাপুর অভিনীত এই ছবি ভারতে আয় করে নেয় 327 কোটি টাকা ৷ অন্যদিকে, গ্লোবালি ছবির ঝুলিতে আসে 450 কোটি টাকা ৷ ফলে, বক্সঅফিসে হরর-কমেডি ছবি যেভাবে ইনকাম করছে, তা যে এখনই থামছে না, বলা যায় ৷

শনিবার ইন্সটাগ্রামে ম্যাডডক প্রযোজনা সংস্থার তরফে 'স্ত্রী 2'-এর ডোমেস্টিক ও গ্লোবাল আয় নিয়ে নতুন একটি পোস্ট সামনে আনা হয় ৷ যেখানে জানানো হয়, শুধুমাত্র ভারতেই এই ছবি আয় করেছে 327 কোটি টাকা ৷ অর্থাৎ গ্লোবালি ছবির আয় পৌঁছে গেল 456 কোটি টাকায় ৷ ক্যাপশনে লেখা, "দ্বিতীয় সপ্তাহেও স্ত্রী 2 ম্যাজিক দেখাচ্ছে বক্সঅফিসে ৷ সেই ঝড় আরও শক্তিশালী হচ্ছে ৷ ধন্যবাদ আপনাদের সকলকে এই ভালোবাসা ও সাপোর্টের জন্য ৷"

ইন্ডাষ্ট্রি ট্রেকার স্যাকনিল্ক অনুযায়ী, নবম দিনে 'স্ত্রী 2'-র আয় হয়েছে 17.5 কোটি টাকা ৷ যে কারণে চলতি বছর সবচেয়ে আয় করা ছবির তালিকায় জায়গা করে নিল অমর কৌশিকের ছবি ৷ হৃত্বিক রোশন ও দীপিকা পাড়ুকোন অভিনীত পাইটার গত বছর গ্লোবালি আয় করেছিল 359 কোটি টাকা ৷ সেই ছবির রেকর্ডও ভেঙে দিয়েছে স্ত্রী 2 ৷ মনে করা হচ্ছে রবিবারের মধ্যে গ্লোবালি ছবির আয় পৌঁছে যাবে 500 কোটির ঘরে ৷

15 অগস্ট মুক্তি পায় এই ছবি ৷ 2018 সালে প্রথম সিলভার স্ক্রীনে আসে 'স্ত্রী' ৷ সেই ছবির সিক্যুয়েল 'স্ত্রী 2' ৷ যেখানে শরকাটার আতঙ্ক দেখা দেয় চান্দেরীতে ৷ রাজকুমার-শ্রদ্ধা ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, পঙ্কজ ত্রিপাঠী ও অপারশক্তি খুরানাকে ৷ অতিথি শিল্পী হিসাবে দেখা যায় অক্ষয় কুমার ও বরুণ ধাওয়ানকে ৷

অন্যদিকে, অভিনেত্রী শ্রদ্ধা কাপুর সোশাল মিডিয়ায় বড় জায়গা দখল করেছেন ৷ ফলোয়ার সংখ্যার দিক থেকে তিনি পিছনে ফেললেন প্রিয়াঙ্কা চোপড়াকে ৷ অভিনেত্রীদের মধ্যে তিনি এখন রয়েছেন প্রথম স্থানে ৷ স্ত্রী 2-এর অভূতপূর্ব সাফল্যের পর তাঁর ফলোয়ার সংখ্যা পৌঁছে গিয়েছে 91.9 মিলিয়নে ৷ সেখানে প্রিয়াঙ্কা চোপড়ার ফলোয়ার সংখ্যা 91.8 মিলিয়ন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.