ETV Bharat / entertainment

বাংলাদেশে 'পদাতিক' মুক্তি না পাওয়ায় আশাহত মনামী - Padatik Trailer

author img

By ETV Bharat Entertainment Team

Published : Aug 6, 2024, 12:28 PM IST

Mrinal Sen Biopic: পর্দায় স্বনামধন্য পরিচালক মৃণাল সেনের বায়োপিক তুলে ধরছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ৷ মুখ্যচরিত্রে চঞ্চল চৌধুরী ও মনামী ঘোষ ৷ মুক্তি পেয়েছে ছবির ট্রেলার ৷ তবে বাংলাদেশে এই মুহূর্তে মুক্তি পাচ্ছে না 'পদাতিক' ৷ অন্যদিকে, ট্রেলার দেখে উচ্ছ্বসিত অমিতাভ বচ্চন ৷

Mrinal Sen Biopic
বাংলাদেশে মুক্তি পাচ্ছে না 'পদাতিক' (ইটিভি ভারত)

কলকাতা, 6 অগস্ট: ভারতে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'পদাতিক' মুক্তি পাওয়ার কথা 15 অগস্ট আর বাংলাদেশে 16 অগস্ট। তবে, বাংলাদেশের এই মুহূর্তের পরিস্থিতি বিচার করে এই মুহূর্তে সেখানে মুক্তি পাচ্ছে না 'পদাতিক'। মৃণাল সেনের শততম জন্মবার্ষিকী উপলক্ষে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় বানিয়েছেন এই ছবি। সম্প্রতি মুক্তি পেয়েছে 'পদাতিক'-এর ট্রেলার। মুম্বইয়ে বসে সেই ট্রেলার দেখে প্রশংসায় পঞ্চমুখ অমিতাভ বচ্চন ৷

পদাতিক ট্রেলার ইতিমধ্যেই দৃষ্টি আকর্ষণ করেছে দর্শকদের ৷ মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের চরিত্রে অভিনয় করবেন মনামী ঘোষ। ভারতের পাশাপাশি বাংলাদেশেও এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল ৷ কিন্তু সেই দেশে বর্তমান যা পরিস্থিতি তা সিনেমার জন্য অনুকূল নয় বলেই মনে করছেন ছবির নির্মাতারা ৷ ইটিভি ভারতকে মনামী বলেন, "এই মুহূর্তে বাংলাদেশের যা পরিস্থিতি তাতে সেখানে ছবি মুক্তি পাওয়া সম্ভব নয়। তবে, আমরা অনেক দর্শক হারালাম এটুকু বলতে পারি।" 'পদাতিক' ছাড়াও আটকে গিয়েছে বাংলাদেশি ছবি ‘জংলি’, ‘নন্দিনী’, ‘নীলচক্র’র মুক্তি। প্রশ্ন উঠছে কবে আবার চেনা ছন্দে ফিরবে সোনার বাংলা? দেশবাসীর চোখ এখন সেদিকেই। তার অনেক পরে সিনেমার মুক্তি।

সোমবার অর্থাৎ 5 অগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। উত্তপ্ত পরিস্থিতি এখন সেখানে। বাংলাদেশের সমস্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে এখন। যোগাযোগ করা সম্ভব হয়নি চঞ্চল চৌধুরীর সঙ্গে। প্রযোজক ফিরদৌসুল হাসানের মতে, 'পদাতিক'-এর এখন বাংলাদেশে মুক্তি পাওয়ার মতো পরিস্থিতি নেই। পরিস্থিতি ঠিক হলে সেখানে মুক্তির কথা ভাবা হবে।

এদিকে, মুম্বই থেকে ছবির সাফল্য কামনা করেছেন বিগবি অমিতাভ বচ্চন ৷ তিনি সোশাল মিডিয়ায় পদাতিক ছবির ট্রেলার শেয়ার করেন ৷ ক্যাপশনে লেখেন, "সিনেমার ম্যাজিক উদযাপন করার সময় ৷ অসাধারণ পরিচালকের ম্যাজিক দেখার সময় ৷ প্রকাশ্যে এসেছে পদাতিক-এর ট্রেলার ৷ ছবিটি পরিচালনা করেছেন সৃজিত মুখোপাধ্যায় ৷" শাহেনশাহর পোস্ট শেয়ার করেন সৃজিত ৷ তিনি জানান, স্যার অমিতাভ বচ্চনের কাছ থেকে প্রশংসা শুনে আপ্লুত ৷ মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ৷ এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন জীতু কমল, কোরাক সামন্ত ৷ সিনেমা প্রযোজনা করেছে ফ্রেন্ডস কমিউনিকেশন ও বিগ স্ক্রিন প্রোডাকশন হাউস ৷

কলকাতা, 6 অগস্ট: ভারতে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'পদাতিক' মুক্তি পাওয়ার কথা 15 অগস্ট আর বাংলাদেশে 16 অগস্ট। তবে, বাংলাদেশের এই মুহূর্তের পরিস্থিতি বিচার করে এই মুহূর্তে সেখানে মুক্তি পাচ্ছে না 'পদাতিক'। মৃণাল সেনের শততম জন্মবার্ষিকী উপলক্ষে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় বানিয়েছেন এই ছবি। সম্প্রতি মুক্তি পেয়েছে 'পদাতিক'-এর ট্রেলার। মুম্বইয়ে বসে সেই ট্রেলার দেখে প্রশংসায় পঞ্চমুখ অমিতাভ বচ্চন ৷

পদাতিক ট্রেলার ইতিমধ্যেই দৃষ্টি আকর্ষণ করেছে দর্শকদের ৷ মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের চরিত্রে অভিনয় করবেন মনামী ঘোষ। ভারতের পাশাপাশি বাংলাদেশেও এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল ৷ কিন্তু সেই দেশে বর্তমান যা পরিস্থিতি তা সিনেমার জন্য অনুকূল নয় বলেই মনে করছেন ছবির নির্মাতারা ৷ ইটিভি ভারতকে মনামী বলেন, "এই মুহূর্তে বাংলাদেশের যা পরিস্থিতি তাতে সেখানে ছবি মুক্তি পাওয়া সম্ভব নয়। তবে, আমরা অনেক দর্শক হারালাম এটুকু বলতে পারি।" 'পদাতিক' ছাড়াও আটকে গিয়েছে বাংলাদেশি ছবি ‘জংলি’, ‘নন্দিনী’, ‘নীলচক্র’র মুক্তি। প্রশ্ন উঠছে কবে আবার চেনা ছন্দে ফিরবে সোনার বাংলা? দেশবাসীর চোখ এখন সেদিকেই। তার অনেক পরে সিনেমার মুক্তি।

সোমবার অর্থাৎ 5 অগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। উত্তপ্ত পরিস্থিতি এখন সেখানে। বাংলাদেশের সমস্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে এখন। যোগাযোগ করা সম্ভব হয়নি চঞ্চল চৌধুরীর সঙ্গে। প্রযোজক ফিরদৌসুল হাসানের মতে, 'পদাতিক'-এর এখন বাংলাদেশে মুক্তি পাওয়ার মতো পরিস্থিতি নেই। পরিস্থিতি ঠিক হলে সেখানে মুক্তির কথা ভাবা হবে।

এদিকে, মুম্বই থেকে ছবির সাফল্য কামনা করেছেন বিগবি অমিতাভ বচ্চন ৷ তিনি সোশাল মিডিয়ায় পদাতিক ছবির ট্রেলার শেয়ার করেন ৷ ক্যাপশনে লেখেন, "সিনেমার ম্যাজিক উদযাপন করার সময় ৷ অসাধারণ পরিচালকের ম্যাজিক দেখার সময় ৷ প্রকাশ্যে এসেছে পদাতিক-এর ট্রেলার ৷ ছবিটি পরিচালনা করেছেন সৃজিত মুখোপাধ্যায় ৷" শাহেনশাহর পোস্ট শেয়ার করেন সৃজিত ৷ তিনি জানান, স্যার অমিতাভ বচ্চনের কাছ থেকে প্রশংসা শুনে আপ্লুত ৷ মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ৷ এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন জীতু কমল, কোরাক সামন্ত ৷ সিনেমা প্রযোজনা করেছে ফ্রেন্ডস কমিউনিকেশন ও বিগ স্ক্রিন প্রোডাকশন হাউস ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.