ETV Bharat / entertainment

সৃজিতের 'পদাতিক' মুক্তি পাচ্ছে স্বাধীনতা দিবসে, সত্যজিতের ভূমিকায় কে ? - Padatik Release Date - PADATIK RELEASE DATE

Padatik Release Date: সৃজিত মুখোপাধ্যায়ের ছবি 'পদাতিক' মুক্তি পাচ্ছে আসন্ন স্বাধীনতা দিবসে ৷ কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের জীবন নিয়ে তৈরি এই ছবিতে সত্যজিৎ রায়ের ভূমিকায় কে অভিনয় করবেন, জানতে প্রতিবেদনটি পড়ুন ৷

ETV BHARAT
সৃজিতের 'পদাতিক' মুক্তি পাচ্ছে স্বাধীনতা দিবসে (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 3, 2024, 3:27 PM IST

Updated : Jul 3, 2024, 5:49 PM IST

কলকাতা, 3 জুলাই: সৃজিত মুখোপাধ্যায়ের আসন্ন ছবি 'পদাতিক' মুক্তি পেতে চলেছে আগামী 15 অগাস্ট অর্থাৎ 76তম স্বাধীনতা দিবসে ৷ তার আগে সামনে আনা হল তিন বয়সের মৃণাল সেনের ছবি ।

পরিচালক মৃণাল সেনের জীবনী বড়পর্দায় 'পদাতিক'-এর মাধ্যমে ফুটিয়ে তুলতে চলেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় । ভারতের স্বাধীনতা দিবসে অর্থাৎ 15 অগাস্ট মুক্তি পেতে চলেছে 'পদাতিক'। এই দিনটি প্রত্যেক ভারতবাসীর কাছেই আবেগের এবং গর্বের দিন । তাই মৃণাল সেনের মতো বরেণ্য ব্যক্তির বায়োপিক মুক্তির জন্য এই দিনটি বেছে নেওয়া হয়েছে বলে জানালেন স্বয়ং পরিচালক ।

মৃণাল সেনের ভূমিকায় এই ছবির প্রথম ঝলকেই দর্শকের নজর কেড়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী । তাঁর বিপরীতে গীতা সেনের ভূমিকায় দেখা যাবে মনামী ঘোষকে । আর সত্যজিৎ রায়ের ভূমিকায় জিতু কমল । তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "পদাতিকে আমার গেস্ট অ্যাপারিয়েন্স । ডিরেক্টর ছাড়া কোনও কিছু বলার পারমিশন নেই ।"

ফ্রেন্ডস কমিউনিকেশন প্রযোজিত এই ছবিতে মৃণাল সেনের ছ'টি লুকে দেখা যাবে অভিনেতা চঞ্চল চৌধুরীকে । মৃণাল সেনের কিশোর বয়সের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কোরক সামন্তকে । আগেই মুক্তি পেয়েছিল ছবির টিজার ও গান । এই ছবির গানে প্রথমবার এক সঙ্গে জুটি বাঁধবেন সোনু নিগম ও অরিজিৎ সিং ।

ছবির গল্পে মৃণাল সেনের সিনেমা তৈরির অনুপ্রেরণা, সময়কাল সবটাই উঠে আসবে । প্রসঙ্গত, 'পদাতিক' 'দ্য নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল'-এ সেরা চিত্রনাট্যের পুরস্কারে সম্মানিত হয়েছে । লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালেও ছবিটি দেখানো হয়েছে ৷

উল্লেখ্য, 2018 সালের 30 ডিসেম্বরে প্রয়াত হন কিংবদন্তি পরিচালক মৃণাল সেন । সেই তারিখের সঙ্গে সাযুজ্য রেখেই গত 30 ডিসেম্বর ছবির ঘোষণা করেন সৃজিত মুখোপাধ্যায় ৷ এরপর একে একে ছবির চরিত্রগুলি সামনে আসার পর থেকেই এই নিয়ে উত্তেজনার পারদ চড়ছে ৷ সবমিলিয়ে সৃজিতের 'পদাতিক' দেখার জন্য অধীর অপেক্ষায় রয়েছেন ভক্তরা ৷

কলকাতা, 3 জুলাই: সৃজিত মুখোপাধ্যায়ের আসন্ন ছবি 'পদাতিক' মুক্তি পেতে চলেছে আগামী 15 অগাস্ট অর্থাৎ 76তম স্বাধীনতা দিবসে ৷ তার আগে সামনে আনা হল তিন বয়সের মৃণাল সেনের ছবি ।

পরিচালক মৃণাল সেনের জীবনী বড়পর্দায় 'পদাতিক'-এর মাধ্যমে ফুটিয়ে তুলতে চলেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় । ভারতের স্বাধীনতা দিবসে অর্থাৎ 15 অগাস্ট মুক্তি পেতে চলেছে 'পদাতিক'। এই দিনটি প্রত্যেক ভারতবাসীর কাছেই আবেগের এবং গর্বের দিন । তাই মৃণাল সেনের মতো বরেণ্য ব্যক্তির বায়োপিক মুক্তির জন্য এই দিনটি বেছে নেওয়া হয়েছে বলে জানালেন স্বয়ং পরিচালক ।

মৃণাল সেনের ভূমিকায় এই ছবির প্রথম ঝলকেই দর্শকের নজর কেড়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী । তাঁর বিপরীতে গীতা সেনের ভূমিকায় দেখা যাবে মনামী ঘোষকে । আর সত্যজিৎ রায়ের ভূমিকায় জিতু কমল । তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "পদাতিকে আমার গেস্ট অ্যাপারিয়েন্স । ডিরেক্টর ছাড়া কোনও কিছু বলার পারমিশন নেই ।"

ফ্রেন্ডস কমিউনিকেশন প্রযোজিত এই ছবিতে মৃণাল সেনের ছ'টি লুকে দেখা যাবে অভিনেতা চঞ্চল চৌধুরীকে । মৃণাল সেনের কিশোর বয়সের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কোরক সামন্তকে । আগেই মুক্তি পেয়েছিল ছবির টিজার ও গান । এই ছবির গানে প্রথমবার এক সঙ্গে জুটি বাঁধবেন সোনু নিগম ও অরিজিৎ সিং ।

ছবির গল্পে মৃণাল সেনের সিনেমা তৈরির অনুপ্রেরণা, সময়কাল সবটাই উঠে আসবে । প্রসঙ্গত, 'পদাতিক' 'দ্য নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল'-এ সেরা চিত্রনাট্যের পুরস্কারে সম্মানিত হয়েছে । লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালেও ছবিটি দেখানো হয়েছে ৷

উল্লেখ্য, 2018 সালের 30 ডিসেম্বরে প্রয়াত হন কিংবদন্তি পরিচালক মৃণাল সেন । সেই তারিখের সঙ্গে সাযুজ্য রেখেই গত 30 ডিসেম্বর ছবির ঘোষণা করেন সৃজিত মুখোপাধ্যায় ৷ এরপর একে একে ছবির চরিত্রগুলি সামনে আসার পর থেকেই এই নিয়ে উত্তেজনার পারদ চড়ছে ৷ সবমিলিয়ে সৃজিতের 'পদাতিক' দেখার জন্য অধীর অপেক্ষায় রয়েছেন ভক্তরা ৷

Last Updated : Jul 3, 2024, 5:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.