ETV Bharat / entertainment

কমিক্স চরিত্র নিয়ে ব্যস্ত সৌম্য, শুরু হল 'রাপ্পা রায়' ছবির শুটিং - RAPPA ROY O FULL STOP DOT COM

কমিক্স এবার সিনেপর্দায় ৷ আসছে 'রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম' ৷ শীতের চাদর গায়ে মেখে কলকাতার বুকে শুরু ছবির শুটিং ৷

Etv Bharat
শুরু হল 'রাপ্পা রায়' ছবির শুটিং (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Dec 5, 2024, 3:24 PM IST

কলকাতা, 5 ডিসেম্বর: বড় পর্দায় আসছে নতুন বাংলা ছবি 'রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম'। ইতিমধ্যেই কলকাতায় রাপ্পা রায়ের শুটিং শুরু করলেন ছবির পরিচালক ধীমান বর্মন। সুযোগ বন্দ্যোপাধ্যায়ের কমিক্স নিয়ে এই ছবির কাজে হাত দিয়েছেন পরিচালক ধীমান বর্মন।

পরিচালক জানান, " 'রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম' নিয়ে কাজ করার ইচ্ছা বহুদিন থেকেই ছিল। অনেকটা প্ল্যান করে এই ছবি নিয়ে এগোচ্ছি। কমেডি থেকে ফ্যান্টাসি সব কিছুই পুরোমাত্রায় থাকবে এই ছবিতে। এই ছবিতে রাপ্পার চরিত্রে সৌম্য মুখোপাধ্যায়কে আশা করছি দর্শকদের ভালো লাগবে।" সাহিত্যের পাতা থেকে এর আগে রহস্য-রোমাঞ্চের গল্প ধরা পড়েছে সিনেপর্দায় ৷ এবার কমিক্স উঠে আসবে রূপোলি জগতে ৷

সৌম্য ছাড়াও ছবিতে গল্পের বিখ্যাত ডলফিনের চরিত্রে দেখা যাবে অভিনেত্রী অলিভিয়া সরকারকে। ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অলিভিয়া সরকার, দেবাশিস মণ্ডল,দেবাশিস রায়, রজতাভ দত্ত, প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, ইন্দ্রাশিস রায়, সুজন বন্দ্যোপাধ্যায়, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, চান্দ্রেয়ী ঘোষ, লিজা গোস্বামী, সব্যসাচী চৌধুরী-সহ আরও অনেকে। ক্রাইম, কমেডি, ফ্যান্টাসি সবকিছু নিয়েই এই ছবিটি বানাচ্ছেন পরিচালক ধীমান বর্মন।

ছবির সিনেমাটোগ্রাফি করছেন অনুজিৎ কুণ্ডু, মিউজিকের দায়িত্বে রয়েছেন সমিধ মুখোপাধ্যায়। 'ধীমান বর্মন প্রোডাকশনস'-এর ব্যানারে মুক্তি পাবে 'রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম'। দিনকয়েক আগেই ছবিতে রাপ্পার লুকের পোস্টার সামনে এসেছে। তাতেই জানা গিয়েছে যে 2025 সালেই মুক্তি পাবে এই ছবি। কিন্তু ঠিক কবে বা কোন মাসে আসবে ছবিটি তার কোনও আভাস দেওয়া হয়নি এখনও পর্যন্ত।

কলকাতা, 5 ডিসেম্বর: বড় পর্দায় আসছে নতুন বাংলা ছবি 'রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম'। ইতিমধ্যেই কলকাতায় রাপ্পা রায়ের শুটিং শুরু করলেন ছবির পরিচালক ধীমান বর্মন। সুযোগ বন্দ্যোপাধ্যায়ের কমিক্স নিয়ে এই ছবির কাজে হাত দিয়েছেন পরিচালক ধীমান বর্মন।

পরিচালক জানান, " 'রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম' নিয়ে কাজ করার ইচ্ছা বহুদিন থেকেই ছিল। অনেকটা প্ল্যান করে এই ছবি নিয়ে এগোচ্ছি। কমেডি থেকে ফ্যান্টাসি সব কিছুই পুরোমাত্রায় থাকবে এই ছবিতে। এই ছবিতে রাপ্পার চরিত্রে সৌম্য মুখোপাধ্যায়কে আশা করছি দর্শকদের ভালো লাগবে।" সাহিত্যের পাতা থেকে এর আগে রহস্য-রোমাঞ্চের গল্প ধরা পড়েছে সিনেপর্দায় ৷ এবার কমিক্স উঠে আসবে রূপোলি জগতে ৷

সৌম্য ছাড়াও ছবিতে গল্পের বিখ্যাত ডলফিনের চরিত্রে দেখা যাবে অভিনেত্রী অলিভিয়া সরকারকে। ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অলিভিয়া সরকার, দেবাশিস মণ্ডল,দেবাশিস রায়, রজতাভ দত্ত, প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, ইন্দ্রাশিস রায়, সুজন বন্দ্যোপাধ্যায়, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, চান্দ্রেয়ী ঘোষ, লিজা গোস্বামী, সব্যসাচী চৌধুরী-সহ আরও অনেকে। ক্রাইম, কমেডি, ফ্যান্টাসি সবকিছু নিয়েই এই ছবিটি বানাচ্ছেন পরিচালক ধীমান বর্মন।

ছবির সিনেমাটোগ্রাফি করছেন অনুজিৎ কুণ্ডু, মিউজিকের দায়িত্বে রয়েছেন সমিধ মুখোপাধ্যায়। 'ধীমান বর্মন প্রোডাকশনস'-এর ব্যানারে মুক্তি পাবে 'রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম'। দিনকয়েক আগেই ছবিতে রাপ্পার লুকের পোস্টার সামনে এসেছে। তাতেই জানা গিয়েছে যে 2025 সালেই মুক্তি পাবে এই ছবি। কিন্তু ঠিক কবে বা কোন মাসে আসবে ছবিটি তার কোনও আভাস দেওয়া হয়নি এখনও পর্যন্ত।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.