ETV Bharat / entertainment

নাম বিভ্রাটে সোনু নিগম! রামমন্দির নিয়ে পোস্টে বিতর্কে গায়ক, নেপথ্যে কী? - SONU NIGAM CONTROVERSY ENDS - SONU NIGAM CONTROVERSY ENDS

Sonu Nigam in Controversy: ফৈজাবাদ লোকসভা, যেখানে অযোধ্যা মন্দির রয়েছে, সেখানে বিজেপির হারের পরেই সমালোচনার পোস্ট ৷ বিতর্কে জড়িয়ে পড়েন সোনু নিগম৷ তবে তিনি গায়ক নন, একজন আইনজীবী ৷ বৃহস্পতিবার জনপ্রিয়-পরিচিত গায়ক সোনু নিগমকে নিয়ে বিতর্কের অবসান করলেন বিহারের আইনজীবী সোনু ৷ জানালেন পুরো দোষটাই সংবাদমাধ্যমের ৷

Etv Bharat
গায়ক সোনু নিগম (Etv Bharat)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 6, 2024, 7:50 PM IST

হায়দরাবাদ, 6 জুন: নাম বিভ্রাটের জেরে বিতর্কে গায়ক সোনু নিগম ৷ ভোটের ফলাফলের পর অযোধ্যার রাম মন্দির নিয়ে বিস্ফোরক পোস্ট সামনে আসতেই ঝড় ওঠে সমালোচনার ৷ কারণ যিনি পোস্ট করেছেন, এক্স হ্যান্ডেল সেই ব্যবহারকারীর নাম ছিল সোনু নিগম ৷ তবে এক্স হ্যান্ডেকারী গায়ক সোনু নিগম নাকি অন্য কেউ, তা নিয়ে অনুরাগীদের মধ্যে জলঘোলা চলতে থাকে ৷ এমনকী, গায়ক সোনু নিগমও জানান, তাঁর নাম নিয়ে কেউ মিথ্যা প্রচার চালাচ্ছে ৷ এবার বিতর্কে দাঁড়ি টানতে খোদ ময়দানে নামলেন বিহারের আইনজীবী তথা এক্স হ্যান্ডেল ইউজার সোনু নিগম ৷ যাঁর পোস্ট ঘিরেই শুরু হয়েছে নানা বিপত্তি ৷

লোকসভা নির্বাচনে ফৈজাবাদ আসনে পরাজিত হন বিজেপি প্রার্থী লাল্লু সিং ৷ সেখানে জয়ী হয়েছেন সমাজবাদী পার্টির অবধেশ প্রসাদ ৷ ফৈজাবাদের তৈরি হয়েছে মোদির স্বপ্নের প্রজেক্ট রাম মন্দির ৷ ফলে ধরে নেওয়াই হয়েছিল, যে রাম মন্দির নিয়ে বিশ্বজুড়ে এত আলোচনা, সেখানে বিজেপির জিত নিশ্চিত ৷ তবে সব অনুমান ভুল প্রমাণিত হয়েছে নির্বাচনের ফলাফল প্রকাশের পরেই ৷

মদ্যপ অবস্থায় গাড়ি চালাননি, রবিনার বিরুদ্ধে মিথ্যা মামলা

বৃহস্পতিবার এক্স হ্যান্ডেল ব্যবহারকারী সোনু নিগম পুরো বিষয়টি পরিষ্কার করেন ৷ দীর্ঘ একটি পোস্ট করে তিনি লেখেন, তাঁর সোনু নিগম নাম বাবা-মা দিয়েছেন ৷ অফিসিয়াল রেকর্ডে তাই রয়েছে ৷ তিনি আরও জানান, গায়ক সোনু নিগমকে অপমান করা বা তাঁর নামে অপ্রচার করার মতো মানসিকতা আমার ছিল না ৷ অনিচ্ছাকৃত এই ঘটনাটি পুরোটাই ঘটেছে কাকতালীয়ভাবে ৷

তিনি আরও লেখেন, "আমার প্রোফাইলে কখনই নিজেকে গায়ক সোনু নিগম বলে দাবি করিনি, কোনও রকম ছদ্মবেশ ধরিনি বা অপপ্রচার করিনি ৷ প্রোফাইলে পরিষ্কারভাবে লেখা রয়েছে সোনু নিগম সিং ৷ বিহারের ক্রিমিনাল লইয়ার ৷" তিনি আরও জানান, বেশ কিছু সংবাদমাধ্যমের ভুল তথ্য প্রচারের জন্য এবং যথাযথভাবে রিসার্চ না-করার জন্য এই বিভ্রান্তি ছড়িয়েছে ৷ এরপরেই সোনু নিগম ও তাঁর অনুরাগীদের প্রতি আবেদন করে জানান, পুরো ঘটনাটি কাকতালীয়ভাবে ঘটেছে ৷ পাশাপাশি, সংবাদমাধ্যমেরও অবহেলা রয়েছে ৷ যে কারণে এই বিতর্ক ছড়িয়েছে ৷

সানির হাত ধরে রূপোলি পর্দায় ফিরছেন প্রীতি, শেষ হল 'লাহোর 1947' ছবির শুটিং

উল্লেখ্য, বিতর্কের পর 5 জুন এক সাক্ষাৎকারে গায়ক সোনু নিগম নিজের ক্ষোভের কথা প্রকাশ করেন ৷ তিনি জানান, যে সোশাল মিডিয়া ব্যবহারকারীর সঙ্গে তাঁর নাম গুলিয়ে ফেলা হয়েছে, আসলে সেই প্রোফাইলে ব্যক্তির পরিচয় স্পষ্ট ছিল ৷ এরপরেই সেই পোস্টের ছবি অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন তিনি ৷

হায়দরাবাদ, 6 জুন: নাম বিভ্রাটের জেরে বিতর্কে গায়ক সোনু নিগম ৷ ভোটের ফলাফলের পর অযোধ্যার রাম মন্দির নিয়ে বিস্ফোরক পোস্ট সামনে আসতেই ঝড় ওঠে সমালোচনার ৷ কারণ যিনি পোস্ট করেছেন, এক্স হ্যান্ডেল সেই ব্যবহারকারীর নাম ছিল সোনু নিগম ৷ তবে এক্স হ্যান্ডেকারী গায়ক সোনু নিগম নাকি অন্য কেউ, তা নিয়ে অনুরাগীদের মধ্যে জলঘোলা চলতে থাকে ৷ এমনকী, গায়ক সোনু নিগমও জানান, তাঁর নাম নিয়ে কেউ মিথ্যা প্রচার চালাচ্ছে ৷ এবার বিতর্কে দাঁড়ি টানতে খোদ ময়দানে নামলেন বিহারের আইনজীবী তথা এক্স হ্যান্ডেল ইউজার সোনু নিগম ৷ যাঁর পোস্ট ঘিরেই শুরু হয়েছে নানা বিপত্তি ৷

লোকসভা নির্বাচনে ফৈজাবাদ আসনে পরাজিত হন বিজেপি প্রার্থী লাল্লু সিং ৷ সেখানে জয়ী হয়েছেন সমাজবাদী পার্টির অবধেশ প্রসাদ ৷ ফৈজাবাদের তৈরি হয়েছে মোদির স্বপ্নের প্রজেক্ট রাম মন্দির ৷ ফলে ধরে নেওয়াই হয়েছিল, যে রাম মন্দির নিয়ে বিশ্বজুড়ে এত আলোচনা, সেখানে বিজেপির জিত নিশ্চিত ৷ তবে সব অনুমান ভুল প্রমাণিত হয়েছে নির্বাচনের ফলাফল প্রকাশের পরেই ৷

মদ্যপ অবস্থায় গাড়ি চালাননি, রবিনার বিরুদ্ধে মিথ্যা মামলা

বৃহস্পতিবার এক্স হ্যান্ডেল ব্যবহারকারী সোনু নিগম পুরো বিষয়টি পরিষ্কার করেন ৷ দীর্ঘ একটি পোস্ট করে তিনি লেখেন, তাঁর সোনু নিগম নাম বাবা-মা দিয়েছেন ৷ অফিসিয়াল রেকর্ডে তাই রয়েছে ৷ তিনি আরও জানান, গায়ক সোনু নিগমকে অপমান করা বা তাঁর নামে অপ্রচার করার মতো মানসিকতা আমার ছিল না ৷ অনিচ্ছাকৃত এই ঘটনাটি পুরোটাই ঘটেছে কাকতালীয়ভাবে ৷

তিনি আরও লেখেন, "আমার প্রোফাইলে কখনই নিজেকে গায়ক সোনু নিগম বলে দাবি করিনি, কোনও রকম ছদ্মবেশ ধরিনি বা অপপ্রচার করিনি ৷ প্রোফাইলে পরিষ্কারভাবে লেখা রয়েছে সোনু নিগম সিং ৷ বিহারের ক্রিমিনাল লইয়ার ৷" তিনি আরও জানান, বেশ কিছু সংবাদমাধ্যমের ভুল তথ্য প্রচারের জন্য এবং যথাযথভাবে রিসার্চ না-করার জন্য এই বিভ্রান্তি ছড়িয়েছে ৷ এরপরেই সোনু নিগম ও তাঁর অনুরাগীদের প্রতি আবেদন করে জানান, পুরো ঘটনাটি কাকতালীয়ভাবে ঘটেছে ৷ পাশাপাশি, সংবাদমাধ্যমেরও অবহেলা রয়েছে ৷ যে কারণে এই বিতর্ক ছড়িয়েছে ৷

সানির হাত ধরে রূপোলি পর্দায় ফিরছেন প্রীতি, শেষ হল 'লাহোর 1947' ছবির শুটিং

উল্লেখ্য, বিতর্কের পর 5 জুন এক সাক্ষাৎকারে গায়ক সোনু নিগম নিজের ক্ষোভের কথা প্রকাশ করেন ৷ তিনি জানান, যে সোশাল মিডিয়া ব্যবহারকারীর সঙ্গে তাঁর নাম গুলিয়ে ফেলা হয়েছে, আসলে সেই প্রোফাইলে ব্যক্তির পরিচয় স্পষ্ট ছিল ৷ এরপরেই সেই পোস্টের ছবি অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.