ETV Bharat / entertainment

200 কোটির আয়ের খুব কাছে 'ভুল ভুলাইয়া 3' ও 'সিংঘম এগেইন' - BOX OFFICE COLLECTION

নবম দিনের আয়ের পর 200 কোটির খুব কাছে চলে এসেছে 'ভুল ভুলাইয়া 3' ও 'সিংঘম এগেইন' ৷ কে আগে বাজিমাত করে সেটাই এখন দেখার।

Box Office collection
'ভুল ভুলাইয়া 3' বনাম 'সিংঘম এগেইন' বক্স অফিসে লড়াই অব্যাহত (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 10, 2024, 10:22 PM IST

হায়দরাবাদ, 10 নভেম্বর: বক্স অফিসে লড়াই জমে উঠেছে ৷ অজয় দেবগণ অভিনীত 'সিংঘম এগেইন' নাকি কার্তিক আরিয়ানের 'ভুল ভুলাইয়া 3', কে আগে 200 কোটির আয়ের গণ্ডি স্পর্শ করবে ? সেই দিকে তাকিয়ে দর্শকমহল ৷ কারণ দীপাবলিতে মুক্তি পাওয়া দুটো ছবিই 200 কোটির দৌড়ে রয়েছে ৷ নিজের লক্ষ্য থেকে মাত্র কিছুটা দূরে দুই বিগ বাজেট ফিল্ম ৷

নবম দিনে 'ভুল ভুলাইয়া 3' ও 'সিংঘম এগেইন' বক্স অফিস আয়

কার্তিক আরিয়ানের 'ভুল ভুলাইয়া 3' আয়ের গতি বজায় রেখেছে ৷ নবম দিনে আনুমানিক 15.50 কোটি টাকা এই ছবি নিজের ঝুলিতে ভরেছে । ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের প্রাথমিক অনুমান অনুযায়ী, নবম দিনের বক্স অফিস কালেকশন মিলিয়ে হরর-কমেডি ছবি এখনও পর্যন্ত মোট 183 কোটি টাকা আয় করেছে । খারাপ-ভালো মিশ্র প্রতিক্রিয়া নিয়ে ফিল্মটি বক্স অফিসে ব্যবসা বজায় রেখেছে ৷ দর্শকরা কার্তিক আরিয়ানকে দেখতে যে হলে যাচ্ছেন এটা তারই প্রমান ৷

অন্যদিকে, রোহিত শেট্টি পরিচালিত অজয় ​​দেবগণের 'সিংঘম এগেইন' ও বক্স অফিসে আধিপত্য বজায় রেখেছে ৷ অ্যাকশন ভক্তরা দলে দলে প্রেক্ষাগৃহের দিকে টানছে । ছবিটি 43.5 কোটি টাকা আয়ের মাধ্যমে বক্স অফিসে ব্যবসা শুরু করেছিল ৷ সেই ধারা যে অব্যাহত তার আভাস মিলল নবম দিনের আয় থেকে ৷

তবে এ দিনের আয়ে 'সিংঘম এগেইন' একটু পিছিয়ে ৷ যেখানে 'ভুল ভুলাইয়া 3' 15.50 কোটি টাকা আয় করেছে, সেখানে নবম দিনে 'সিংঘম এগেইন'-এর বক্স অফিস কালেকশন প্রায় 11.5 কোটি টাকা ৷ কিন্তু মোট আয়ের দিক থেকে 'ভুল ভুলাইয়া 3'কে পিছনে ফেলেছে 'সিংঘম এগেইন' ৷ এখনও পর্যন্ত এই ছবির মোট আয় 192.5 কোটি টাকা । 200 কোটি থেকে মাত্র 7.5 কোটি টাকা দূরে অজয় ​​দেবগণের ছবি । দুটি বিপরীতধর্মী ছবি বক্স অফিসে দাপিয়ে বেড়াচ্ছে ৷ ঠান্ডা লড়াই অব্যাহত ৷ দুটি ফিল্মই 200 কোটি টাকা আয়ের কাছাকাছি রয়েছে। আসন্ন সপ্তাহ বলে দেবে শেষ পর্যন্ত কে বাজিমাত করল ।

হায়দরাবাদ, 10 নভেম্বর: বক্স অফিসে লড়াই জমে উঠেছে ৷ অজয় দেবগণ অভিনীত 'সিংঘম এগেইন' নাকি কার্তিক আরিয়ানের 'ভুল ভুলাইয়া 3', কে আগে 200 কোটির আয়ের গণ্ডি স্পর্শ করবে ? সেই দিকে তাকিয়ে দর্শকমহল ৷ কারণ দীপাবলিতে মুক্তি পাওয়া দুটো ছবিই 200 কোটির দৌড়ে রয়েছে ৷ নিজের লক্ষ্য থেকে মাত্র কিছুটা দূরে দুই বিগ বাজেট ফিল্ম ৷

নবম দিনে 'ভুল ভুলাইয়া 3' ও 'সিংঘম এগেইন' বক্স অফিস আয়

কার্তিক আরিয়ানের 'ভুল ভুলাইয়া 3' আয়ের গতি বজায় রেখেছে ৷ নবম দিনে আনুমানিক 15.50 কোটি টাকা এই ছবি নিজের ঝুলিতে ভরেছে । ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের প্রাথমিক অনুমান অনুযায়ী, নবম দিনের বক্স অফিস কালেকশন মিলিয়ে হরর-কমেডি ছবি এখনও পর্যন্ত মোট 183 কোটি টাকা আয় করেছে । খারাপ-ভালো মিশ্র প্রতিক্রিয়া নিয়ে ফিল্মটি বক্স অফিসে ব্যবসা বজায় রেখেছে ৷ দর্শকরা কার্তিক আরিয়ানকে দেখতে যে হলে যাচ্ছেন এটা তারই প্রমান ৷

অন্যদিকে, রোহিত শেট্টি পরিচালিত অজয় ​​দেবগণের 'সিংঘম এগেইন' ও বক্স অফিসে আধিপত্য বজায় রেখেছে ৷ অ্যাকশন ভক্তরা দলে দলে প্রেক্ষাগৃহের দিকে টানছে । ছবিটি 43.5 কোটি টাকা আয়ের মাধ্যমে বক্স অফিসে ব্যবসা শুরু করেছিল ৷ সেই ধারা যে অব্যাহত তার আভাস মিলল নবম দিনের আয় থেকে ৷

তবে এ দিনের আয়ে 'সিংঘম এগেইন' একটু পিছিয়ে ৷ যেখানে 'ভুল ভুলাইয়া 3' 15.50 কোটি টাকা আয় করেছে, সেখানে নবম দিনে 'সিংঘম এগেইন'-এর বক্স অফিস কালেকশন প্রায় 11.5 কোটি টাকা ৷ কিন্তু মোট আয়ের দিক থেকে 'ভুল ভুলাইয়া 3'কে পিছনে ফেলেছে 'সিংঘম এগেইন' ৷ এখনও পর্যন্ত এই ছবির মোট আয় 192.5 কোটি টাকা । 200 কোটি থেকে মাত্র 7.5 কোটি টাকা দূরে অজয় ​​দেবগণের ছবি । দুটি বিপরীতধর্মী ছবি বক্স অফিসে দাপিয়ে বেড়াচ্ছে ৷ ঠান্ডা লড়াই অব্যাহত ৷ দুটি ফিল্মই 200 কোটি টাকা আয়ের কাছাকাছি রয়েছে। আসন্ন সপ্তাহ বলে দেবে শেষ পর্যন্ত কে বাজিমাত করল ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.